নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই ।

কুয়াশা প্রান্ত

সাধারন মানুষ । সাধারন মানুষের কথা বলতে পছন্দ করি । সাধারন মানুষের জন্য কিছু করতে চাই ।

কুয়াশা প্রান্ত › বিস্তারিত পোস্টঃ

লাটিম

২৬ শে জুন, ২০১৬ বিকাল ৫:৫২

ছোট বেলায় নানা ধরনের খেলা অথবা খেলনার কথা গুলো মনে পড়লে ভাবি এখন কার ছেলে মেয়েরা এগুলা কি আর দেখে ??
.
আচ্ছা তোমরা কি কখন লাটিম খেলেছো ?? কখন গুলতি দিয়ে পাখি শিকার করেছো ?? খর স্রোতা নদীতে নৌকা চালিয়েছে ??
.
আমরা ছোট বেলায় কারেন্ট চলে গেলেই বরফ পানি, টুক পলান্টিস নানা ধরনের খেলায় মেতে উঠতাম আর তোমাদের তো বাসায় IPS আছে তাই না ???
.
কখন কি ২ টাকার ঝাল্মুড়ি অথবা ৫ টাকার চটপটি খেয়েছো তোমরা ?? নাকি লাউঞ্জ ছাড়া কিছুই চেনা হয়নি ??
.
ছোট বেলায় পোকেমন মীনা কার্টুন মন্টু মিয়ার অভিযান দেখে কি যে ভালো লাগতো তোমরা নাকি এখন ডোরেমন ছোটা ভীম ছাড়া কিছুই জানো না, বাংলার থেকে হিন্দিতেই নাকি তোমরা পটু
.
ভিজিএ ক্যামেরা দিয়ে গ্রুপ ফটো তুলেছ কখনো ? জানো অনেক সুখ পাওয়া যেত সবাই এক সাথে ছবি তুলে ।
.
স্কুল বাংক দিয়ে বন্ধুদের নিয়ে কি কখনো TSC তে গিয়ে চা খেয়েছ ? কখনো কি দেখছ ভোরের সকালে কেমন হয় ?
.
গ্রামে গিয়ে কি কখনো খেজুরের রস চুরি করে খেয়েছো ? নাকি অন্যের ভিলেজে এটাক দিয়েই খুশী সারা দিন।
.
প্যাকেজ নাটক দেখেছ কখনো ? নাকি ইউটিউব নিয়েই পড়ে থাকো ??
.
আচ্ছা তোমরা কি বই পড়ো ?? ক্লাসের বইয়ের ভিতর চাচা চৌধুরী লুকিয়ে পড়ার আনন্দ কি জানো তোমরা ??? কখন কি হতে চেয়ছিলে কিশোর,মুসা,রবিন ? অথবা মাসুদ রানার মত দেশপ্রেমিক ???
.
তোমরা নাকি এখন ক্লাস ৬ এ পড়তেই ৫-৬ টা প্রেম করে ফেলো ভুলে যেতে চাও তোমার অতীত ?? যানো ক্লাস ৬ এ পোকেমন কার্টুন দেখেই বেশী মজা পেতাম আমরা আর প্রেম…সেতো শিখলামই বছর দুয়েক।

হয়তো হাতে আইফোন পেয়েছো কিন্তু নকিয়া ১১১০ চালানোর মজাটা আর পাবে না । পাবে না বন্ধুদের নিয়ে সারা রাত রাস্তায় রাস্তায় ঘুরার স্বাদ, তোমরা নাকি বড্ড আধুনিক আসলেই কি তাই ??
.
আতলান্তিক কি জানো ? জানো ট্রয় নগরী কেন ধ্বংস হয়েছিল ? জানো সুলাইমান দ্যা ম্যাগনিফিসেন্ট কাকে বলে ? নাকি হাবেই বেশী সময় দেয়া হয় ??
.
আজ তোমাদের আছে ভাইবার টুইটার টাংগো কত কিছু অথচ কি জানো আমরা সেই মিগ৩৩ দিয়ে যা করেছি তোমরা আরো অনেক কিছু দিলেও পারবে. না।

২০০০ এর পর যাদের জন্ম তাদের জন্য লেখা গুলো উৎসর্গ করলাম, নিজের সাথে না মিল্লে কস্ট পাওয়ার কিছু নেই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.