![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারন মানুষ । সাধারন মানুষের কথা বলতে পছন্দ করি । সাধারন মানুষের জন্য কিছু করতে চাই ।
ছোট বেলায় নানা ধরনের খেলা অথবা খেলনার কথা গুলো মনে পড়লে ভাবি এখন কার ছেলে মেয়েরা এগুলা কি আর দেখে ??
.
আচ্ছা তোমরা কি কখন লাটিম খেলেছো ?? কখন গুলতি দিয়ে পাখি শিকার করেছো ?? খর স্রোতা নদীতে নৌকা চালিয়েছে ??
.
আমরা ছোট বেলায় কারেন্ট চলে গেলেই বরফ পানি, টুক পলান্টিস নানা ধরনের খেলায় মেতে উঠতাম আর তোমাদের তো বাসায় IPS আছে তাই না ???
.
কখন কি ২ টাকার ঝাল্মুড়ি অথবা ৫ টাকার চটপটি খেয়েছো তোমরা ?? নাকি লাউঞ্জ ছাড়া কিছুই চেনা হয়নি ??
.
ছোট বেলায় পোকেমন মীনা কার্টুন মন্টু মিয়ার অভিযান দেখে কি যে ভালো লাগতো তোমরা নাকি এখন ডোরেমন ছোটা ভীম ছাড়া কিছুই জানো না, বাংলার থেকে হিন্দিতেই নাকি তোমরা পটু
.
ভিজিএ ক্যামেরা দিয়ে গ্রুপ ফটো তুলেছ কখনো ? জানো অনেক সুখ পাওয়া যেত সবাই এক সাথে ছবি তুলে ।
.
স্কুল বাংক দিয়ে বন্ধুদের নিয়ে কি কখনো TSC তে গিয়ে চা খেয়েছ ? কখনো কি দেখছ ভোরের সকালে কেমন হয় ?
.
গ্রামে গিয়ে কি কখনো খেজুরের রস চুরি করে খেয়েছো ? নাকি অন্যের ভিলেজে এটাক দিয়েই খুশী সারা দিন।
.
প্যাকেজ নাটক দেখেছ কখনো ? নাকি ইউটিউব নিয়েই পড়ে থাকো ??
.
আচ্ছা তোমরা কি বই পড়ো ?? ক্লাসের বইয়ের ভিতর চাচা চৌধুরী লুকিয়ে পড়ার আনন্দ কি জানো তোমরা ??? কখন কি হতে চেয়ছিলে কিশোর,মুসা,রবিন ? অথবা মাসুদ রানার মত দেশপ্রেমিক ???
.
তোমরা নাকি এখন ক্লাস ৬ এ পড়তেই ৫-৬ টা প্রেম করে ফেলো ভুলে যেতে চাও তোমার অতীত ?? যানো ক্লাস ৬ এ পোকেমন কার্টুন দেখেই বেশী মজা পেতাম আমরা আর প্রেম…সেতো শিখলামই বছর দুয়েক।
হয়তো হাতে আইফোন পেয়েছো কিন্তু নকিয়া ১১১০ চালানোর মজাটা আর পাবে না । পাবে না বন্ধুদের নিয়ে সারা রাত রাস্তায় রাস্তায় ঘুরার স্বাদ, তোমরা নাকি বড্ড আধুনিক আসলেই কি তাই ??
.
আতলান্তিক কি জানো ? জানো ট্রয় নগরী কেন ধ্বংস হয়েছিল ? জানো সুলাইমান দ্যা ম্যাগনিফিসেন্ট কাকে বলে ? নাকি হাবেই বেশী সময় দেয়া হয় ??
.
আজ তোমাদের আছে ভাইবার টুইটার টাংগো কত কিছু অথচ কি জানো আমরা সেই মিগ৩৩ দিয়ে যা করেছি তোমরা আরো অনেক কিছু দিলেও পারবে. না।
।
২০০০ এর পর যাদের জন্ম তাদের জন্য লেখা গুলো উৎসর্গ করলাম, নিজের সাথে না মিল্লে কস্ট পাওয়ার কিছু নেই।
©somewhere in net ltd.