নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই ।

কুয়াশা প্রান্ত

সাধারন মানুষ । সাধারন মানুষের কথা বলতে পছন্দ করি । সাধারন মানুষের জন্য কিছু করতে চাই ।

কুয়াশা প্রান্ত › বিস্তারিত পোস্টঃ

তুমি শুধু আমার

২৪ শে মার্চ, ২০১৮ রাত ৯:১৯




থাকি অন্ধকারে,
আলো দেখতে চাই তোমার সাথে।
.
ভালোলাগা অনেকটাই বাকি
চলো ভালোবাসার পথে হাটি।
.
তুমি ছিলে না আমার,
হবে কিনা জানা নেই।
তোমার ঠোটের মুচকি হাসির
কারণ হতে চাই
.
.
আমার পথ চলার, তোমাকে কারণ বানাবো।
আমার হাসির পিছনে তোমাকে কারণ বানাবো।
.
তোমার সাথে থেকে, রাতকে ভোর করব।
তোমার সাথে থেকে, বৃদ্ধ হওয়ার স্বপ্ন দেখব
ধন্যবাদ

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪১

পলাশবাবা বলেছেন: কবিতা টা কি একে নিয়ে লেখা। তাহলে আসেন মল্ল যুদ্ধ করি। :)

৪র্থ লাইনে বানান টা মনে হয় হাঁটি হবে। নাকি ইচ্ছাকৃত !!! ভাবে লিখেছেন !!! কবিরা অনেক সময় ইচ্ছাকৃতভাবে বানান এভাবে বানান ভুল করেন শুনেছি।


ভাল লাগল।

২| ২৪ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪৫

রাজীব নুর বলেছেন: কবিতা আসলে আবেগ। আবেগ থেকে অনেক কিছুই লেখা যায়। সেটা দোষের কিছু নয়।

৩| ২৪ শে মার্চ, ২০১৮ রাত ৯:৫৪

নূর-ই-হাফসা বলেছেন: জীবনে তুমি শুধু আমার বলার জন্য অধিকার লাগে ।
সবসময় এমন অনুভূতি ও সবার থাকে না ।
কবিতা ভালো লাগলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.