নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই ।

কুয়াশা প্রান্ত

সাধারন মানুষ । সাধারন মানুষের কথা বলতে পছন্দ করি । সাধারন মানুষের জন্য কিছু করতে চাই ।

কুয়াশা প্রান্ত › বিস্তারিত পোস্টঃ

চার্জার

০৯ ই মে, ২০১৮ বিকাল ৫:৫৬

আমার জীবনের ঘটে যাওয়া একটা সত্য ঘটনা আজকে শেয়ার করলাম।
অনেক দিন আগে ফেসবুকে একটা গ্রুপের পোষ্ট এর কমেন্টে একটা মেয়ের সাথে কোনো একটা বিষয় নিয়ে খুব ঝগড়া হয় (মেয়েটার নাম ছিলো লামিয়া)। ঝগড়াটা এক পর্যায়ে ইনবক্সে চলে আসে। তো অনেকখন যাবত ঝগড়া করার পর দুজনই একপর্যায়ে এসে ক্লান্ত হয়ে পরি।এর পর আস্তে আস্তে আমরা দুজনেই খুব ভালো বন্ধু হয়ে যাই। বন্ধু থেকে অল্প অল্প করে এক পর্যায়ে এসে ভালবাসার বন্ধনে আবদ্ধ হই।আর চার-পাঁচটা কাপলদের মতো আমারদের সম্পর্কটাও ছিল অনেকটা মিষ্টি । ছিলো কেয়ারিং, শেয়ারিং, দুজন দুজনকে বুঝতে পারা। অনেকটা হ্যাপি কাপল ছিলাম আমরা।।২৪ ঘন্টার মাঝে ১৭-১৮ ঘন্টা আমাদের মেসেঞ্জারে একে অপরকে মেসেজ করা চলতো। আর ফোনে তো কথা হতই।
ওদের বাসাটা ছিলো আমাদের এলাকার পাশের এলাকার আগের এলাকাটার পরের এলাকায় । আমাদের এলাকা থেকে ওদের এলাকায় যেতে ৩০-৩৫ মিনিট সময় লাগে। প্রায় সময়ই আমি ওদের এলাকায় যেতাম দেখা করার জন্য। অনেক সময় আমাদের দেখা হতো আবার অনেক সময় হতো না।
এই রকমভাবেই চলছিলো আমাদের সম্পর্কটা। কিন্তু গত কয়েক দিন ধরে আমাদের মাঝে যোগাযোগ একে বারেই কম । ও আর আগের মত আমার কেয়ার করে না। ওর মোবাইলে ফোন দিলে প্রায়ই ওয়েটিং পেতাম । মেসেঞ্জারে মেসেজ করলে রিপ্লে আসে না। আর আসলেও অনেকখন পরপর আমার কথার রিপ্লে দেয়। ওর এরকম ব্যবহারে খুব কষ্ট হতো। কিছুই ভালো লাগতো না।
তো একদিন যখন ওদের এলাকায় গিয়েছিলাম দেখলাম লামিয়া আর একটা ছেলে একটা সাদা রঙের গাড়ির পাশে দাঁড়িয়ে কথা বলতেছে আর একটু পরপর ছেলেটা লামিয়ার গালে হাত দিতেছে। লামিয়া কিছুই বলতেছে না শুধু মুচকি মুচকি হাসতেছে। এই গুলা দেখে আমি আমার মোবাইল বের করে যখন হাতে নিলাম ঠিক তখনই দুজন মিলে ওই সাদা রঙের গাড়িটার ভিতরে ডুকে যাচ্ছে আর আমি সাথে সাথে আমার মোবাইলের ক্যামেরা চালু করার জন্য যেইমাত্র ক্যামেরা এপ্স চালু করতে যাবো ঠিক তখনই আমার মোবাইলটা অফ হয়ে যায়। আমি সাথে সাথে মোবাইলটা অন করার চেষ্টা করি কিন্তু কাজ হচ্ছিলো না।ভেবেছিলাম হইতো চার্জ নেই তাই অফ হয়ে গেছে। কিন্তু পরে বাসায় এসে মোবাইলটা চার্জে দেওয়ার পরও চার্জ হচ্ছে না।
মনে হয় মোবাইলের ব্যাটারি নষ্ট হয়ে গেছে।
এখন আমি জানতে চাচ্ছিলাম যে,
আমার মোবাইলের ব্যাটারি কি বাজারে পাওয়া যাবে? আর দাম কত নিবে। প্লিজ কেউ হেল্প করেন :(

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

দিপু দিপু বলেছেন: কয়দিন ওয়েট করেন কোম্পানী প্রচারের জন্য স্টার কোম্পানী ১০০ টাকায় ব্যাটারী বেচা শুরু করলো বলে!

২| ০৯ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

রাজীব নুর বলেছেন: চিকন পিনের চারজার??

৩| ০৯ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

ব্লগার_প্রান্ত বলেছেন: দুঃখজনক ভাবে আমার নামও প্রান্ত!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.