![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারন মানুষ । সাধারন মানুষের কথা বলতে পছন্দ করি । সাধারন মানুষের জন্য কিছু করতে চাই ।
কিছু দিন আগের কথা...
.
এক পরিচিত আন্টি বাসায় এসে আম্মুকে বুঝাচ্ছে ছেলে তো বড় হইছে এক্টূ খোজ খবর রাইখেন সারাদিন কই কই থাকে না জানলে তো হচ্ছে না...
.
আম্মু উত্তর দিলো ছেলে ক্লাস অফিস আর বাসা ছাড়া কোথাও যাওয়ার সময় ও পায় না :3
.
আন্টি কাউন্টার দিলো নির্ঘাত তাইলে সারারাত ফোনে কথা বলে । আম্মু জবাব দিলো ওর সিম পোস্ট পেইড ওর বাপ বিল দেয় সারা মাসে ২০০ টাকাও বিল আসে না :3
.
এর পর আন্টিকে বলতে শুনলাম খেয়াল রাইখেন যাতে কোন বাজে মেয়ের পাল্লায় না পড়ে তাহলে কিন্তু আপনার জীবন টাও শেষ :3 আম্মু বললো আমার ছেলের মেয়ে বন্ধু দূরে থাক ছেলে বন্ধু ও হাতে গোনা ৪ ৫ জন যাদের সবাইকে আমি চিনি :3
.
পরে আম্মু জিজ্ঞেস করে আমার ছেলের এতো খোজ কেন হুট করে ?? আন্টি বললো ওরে মনে হয় ঐদিন দেখছি একটা সুন্দরী মেয়েরে নিয়া রিক্সা নিয়া ঘুরতেছে কালো পাঞ্জাবী আর মেয়ে কালো শাড়ী পইড়া :3 আম্মু জবাব দিয়া দিলো আমার পোলার কালো কোন পাঞ্জাবীই নাই :3
.
আজকে শুনি ঐ আন্টির জামাই ৫ বছর আগে দ্বিতীয় বিয়ে করছে আজকে ধরা খাইছে বাচ্ছা সহ :v আম্মুর কাছে আইশা সে কি কান্না
আম্মু খালি একটা কথাই বলছে যদি মানুষের পিছে টাইম না দিয়া ঘরে টাইম দিতেন তাইলে আজকে এই দিন দেখতে হইতো না
.
মোরালঃ নিজের চরকায় তেল দেও
.
কুয়াশা
২| ০৭ ই জুন, ২০১৮ সকাল ৯:০৯
স্বচ্ছ দর্পন বলেছেন: মজা পাইছি ভাই ।
আমার ব্লগ ঘুরে আসার অনুরোধ রইলো ।
ভালোবাসার প্রকারভেদ - স্বচ্ছ দর্পন
৩| ০৭ ই জুন, ২০১৮ সকাল ৯:১১
লাবণ্য ২ বলেছেন: সুন্দর পোস্ট।
৪| ০৭ ই জুন, ২০১৮ সকাল ৯:২৯
ওমেরা বলেছেন: আপনার মোরাল ঠিক আছে তবে এটাও সত্য মায়ের কাছে ছেলে সব সময় সাধুই থাকে , যেন ভাজা মাছটি উল্টে খেতে জানে না ।
০৭ ই জুন, ২০১৮ সকাল ১০:৩৯
কুয়াশা প্রান্ত বলেছেন: ব্যপার আসলে তা না ভাই । আমি আসলেও কারো আগে পিছে থাকতে পছন্দ করি না । ক্যারিয়ার নিয়ে ব্যস্ত প্রেম করার সময় পাই না । তাছাড়া এখনো রাতে রুমের দরজা খুলেই ঘুমাই । হাইড করার কিছু থাকে না তাই দরজা বন্ধ করতে হয় এমন না ।
৫| ০৭ ই জুন, ২০১৮ দুপুর ১২:১৭
ওমেরা বলেছেন: অপনি কি লিখা পড়া করেন মানে আপনার বয়স কত ভাইয়া?
১১ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩১
কুয়াশা প্রান্ত বলেছেন: হনার্স শেষের পথে মার্স্টার্স করবো কিছু দিন পর
৬| ০৭ ই জুন, ২০১৮ দুপুর ১২:২০
বিজন রয় বলেছেন: হা হা হা .....
হাসলাম শুধু।
৭| ০৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২৬
হাঙ্গামা বলেছেন:
৮| ১১ ই জুন, ২০১৮ রাত ৮:০৩
মৌরি হক দোলা বলেছেন: আন্টির জন্য সমবেদনা
©somewhere in net ltd.
১|
০৭ ই জুন, ২০১৮ সকাল ৯:০৩
রাজীব নুর বলেছেন: বিষের মধ্যে যেমন মধু থাকে দুঃখ-কষ্টের মধ্যেও তেমনি আনন্দ থাকে। সে আনন্দের অর্জন সাধনা ও জীবন স্বকীয়তাকে ভালবাসা। ভালবাসার সাধুর জীবন কখন কষ্ট পায় না। সাধকের কাছে বিষ মধুর উৎস্বর্গ পান, দুঃখ-কষ্ট তার জীবনের দান।