![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারন মানুষ । সাধারন মানুষের কথা বলতে পছন্দ করি । সাধারন মানুষের জন্য কিছু করতে চাই ।
যে চর্মগোলকটাকে আজ বড় প্রতারক মনে হচ্ছে,যার জন্য আজ ড্রেসিংরুমে হয়তো পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ মনে হচ্ছে তাঁর নিজেকে,সেই বলটাই হয়তো ফুল হয়ে ফুটবে তাঁর পায়ে খুব শীঘ্রই আবার!
তবে সেটা অবশ্যই আর্জেন্টিনার হয়ে নয়,বার্সেলোনা নামের ক্লাবের হয়ে,তাঁর চিরচেনা ন্যু ক্যাম্পের মাঠে।
যে একাডেমিতে বড় হয়েছেন,যে বার্সা আজ তাকে বানিয়েছে মেসি,ফিরে যাবেন সেখানে,কাটাবেন আরো দারূন কিছু মৌসুম!
আরো গোটা দুয়েক ব্যালন ডি অর,ইউরোপ সেরার সম্মান।
আরো বহুমুল্যের চুক্তি,আরো শিরোপা,অবশ্যই কাতালানদের হয়েই।
তবু কোন এক বিলাসবহুল ইয়টে অবসর কাটানোর সময় নীল আকাশের দিকে শুয়ে থেকে রোদ পোহানোর সময় তাঁর কি মনে হবে এই আকাশের মতো নীল সেই আকাশি নীল জার্সিটা গায়ে না চাপিয়ে যদি স্পেনের লাল জার্সিটা চাপাতেন!
এই স্পেনই তো তাকে মেসি বানিয়েছে,এর জল হাওয়া ঢের বেশি চেনেন তিনি যতোটা না আর্জেন্টিনাকে চেনেন।
স্পেনও তো তাকে চেয়েছিল আকুল হয়ে।
তিনি সে সম্মান ফেরালেন,জন্মভূমির হয়েই যে খেলতে হবে,যে জার্সি ডিয়েগো মারাদোনার উত্তরাধিকার বয়ে চলেছে!
মেসির ও কি একসময় মনে হবে,তিনি মেসিই ছিলেন,ডিয়েগো নন!
যে সোনালি কাপ তাকে এনে দিতে পারলো না আর্জেন্টিনা, তা হয়তো এনে দিতে পারতো স্পেনের লাল টকটকে জার্সিটাই!
কয়েক দশক পর হয়তো কোন এক তরুণ সমালোচক লিখবে,
দুহাত ভরে ফুটবল যদিও দিয়েছিল ছোট্ট জাদুকরকে,দিনান্তে সে লিওকে তার আপন জাদুর রহস্যে ভ্রান্ত করতে সক্ষম হয়েছিল শেষমেষ!