নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই ।

কুয়াশা প্রান্ত

সাধারন মানুষ । সাধারন মানুষের কথা বলতে পছন্দ করি । সাধারন মানুষের জন্য কিছু করতে চাই ।

কুয়াশা প্রান্ত › বিস্তারিত পোস্টঃ

নামানুষ

০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ২:০৭



রোম যখন পুড়ে নিরো তখন বাঁশি বাজায় ।
.
এই সময়ের জন্য এই প্রবাদটা একদম যথার্থ । একটা ন্যায়ের আন্দোলন কে মানুষ রাজনৈতিক আন্দোলনে নেয়ার চেস্টা করছে যা ভয়াবহ ।
.
যে ছাত্র গুলো আজ রাস্তায় এরা সারা জীবনের জন্য রাস্তায় নামে নাই । এরা রাস্তায় দাবীতে আসছে দাবী পূরণ হলে যা চলে যাবে ।
.
কিন্তু এদের দিকে আপনাদের নোংরা উদ্দেশ্যের জন্য যে টার্গেট ছুড়ে দিচ্ছেন এটা কি ঠিক হচ্ছে ??? আমাদের ছাত্ররা ন্যায়ের জন্য নেমেছে অন্যায় কে প্রশয় দিতে না ।
.
এই যে বাচ্চাগুলোকে পুলিশের প্রতি লেলিয়ে দিচ্ছেন WE WANT JUSTICE লেখা ছবিকে এডিট করে গালি লিখে দিচ্ছেন এর ফল কি খুব ভালো হবে ???
.
আপনি হয়তো সস্থা কয়েকটা লাইক পেলেন কিন্তু এতে করে একজন এর কপালে আসতে পারে ঘোর বিপদ ।
.
যেখানে ছাত্ররাই রাস্তা বন্ধ করে দিয়েছিল সেখানে আজ সকালে পুলিশই উত্তরা এয়ারপোর্ট বিশ্বরোডের রাস্তা বন্ধ করে দিয়েছে ।
.
তাই আন্দোলন এর মূল এজেন্ডায় ফিরে আসুন অন্যকে ছোট করা অপমান করা গালাগালি করা কখনই আন্দোলন এর মূল লক্ষ্য হতে পারে না ।
.
ব্যক্তিস্বার্থে এই বাচ্চাগুলোর ক্ষতি করবেন না :)

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ২:০৯

ভ্রমরের ডানা বলেছেন:

বাচ্চাদের ক্ষতি করেছে সুবিধাবাদীরা! আর বদ বাচ্চাদের ক্ষতি করেছে ইউটিউবের বাজে কন্টেন্ট!

২| ০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৩:০৪

রাকু হাসান বলেছেন: ছবিটা দারুণ হয়েছে । আমাদের কাজ ই তো নোংরামি ,ভাল টা কম বুঝি

৩| ০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৩:০৭

আসাদুজ্জামান জুয়েল বলেছেন: পুলিশের আচরণ দুঃখজনক। বদ বাচ্চাদের আচরণ আরো দুঃখজনক। শিক্ষার্থীদের আন্দোলন আশাব্যঞ্জক।

৪| ০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫৩

রাজীব নুর বলেছেন: সহমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.