![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নবাজ। একটা রাতের রংধনুর স্বপ্ন দেখি...। -কিঙ্কর আহ্সান (http://www.facebook.com/kingkor1)
সোমবার প্রচ্ছদ দেবার কথা ছিলো শিবু দার (শিবু কুমার শীল)। বললেন, ‘কিঙ্কর একটা ফোন দিয়ে চলে এসো।’ ফোন দিলে ফোন ধরার মানুষ দাদা না। একের পর এক কল দিয়ে যাচ্ছিলাম। কিন্তুু ওপাশে সাড়াশব্দ নেই। পিয়াস ভাইয়ের (পিয়াস মজিদ) কথামতো একটা মেসেজ করলাম যার শেষে লেখা , ‘ওয়েটিং ফর ইউর ইন্সপায়ারিং রিপ্লাই।’ জবাব এলো সাথে সাথে। তিনি লিখলেন, ‘ভাই আর লজ্জ্বা দিয়েন না। কাল এসে প্রচ্ছদ নিয়ে যাবেন।’ প্রচ্ছদ হাতে পেলাম অবশেষে। ধন্যবাদ পিয়াস ভাই এবং শিবুদাকে। ধন্যবাদ প্রিয় প্রকাশক দীপন ভাইয়াকে।
( এত্ত তাড়াতাড়ি বন্ধুদের প্রচ্ছদ দেখানোর ইচ্ছে ছিলোনা। ফেব্র“য়ারি আসতে অনেক দেরি। কিন্তুু জাগৃতি প্রকাশনীর পেইজে প্রচ্ছদ তুলে দেবার পর আর লুকিয়ে লাভ নেই। গল্পের বইয়ের প্রচ্ছদ হাতে পাইনি। ওটা অন্তত ফেব্রুয়ারি পর্যন্ত লুকাতে পারবো বলে মনে হচ্ছে। )
©somewhere in net ltd.