![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নবাজ। একটা রাতের রংধনুর স্বপ্ন দেখি...। -কিঙ্কর আহ্সান (http://www.facebook.com/kingkor1)
হালতী পাখির বুক,
আমায় লুকা,
চোঁখে তোর রক্ত জমাট বাধা,
এক দুপুর আমায় কাঁদা।
ঝা চকচকে দিনে সময় থমকে গেলে,
ফুটপাথে বিষন্নতা কুড়িয়ে পেলে,
আলখেল্লা গায়ে জড়িয়ে লুকোতে বড় সুখ,
ও আমার, কালো নগরীর মা, জননী হালতি পাখির বুক।
হালতী পাখির বুক,
আমায় লুকা।
রক্তে জমাট বাঁধা ভেজা কষ্ট শুকা,
আমায় লুকা...।
বাক্স বন্দী বাসে মানুষ সকল,
পকেট চিরুনী, পাউডারে সব হয় নকল।
ভীড়ের শরীরে একা হতে চাওয়া পেনিসল মানুষ,
ভালোবাসা নিলামে তুলে খায় ঝালমুড়ি, ছোলা, পেঁপের জুস।
বেঢপ নায়িকা বিলবোর্ডে, অন্ধকারে এসে তাই সময় থমকে গেলে,
ফুটপাথে বিষন্নতা কুড়িয়ে পেলে,
আলখেল্লা গায়ে জড়িয়ে লুকোতে বড় সুখ,
ও আমার, কালো নগরীর মা, জননী হালতি পাখির বুক।
হালতী পাখির বুক,
আমায় লুকা।
রক্তে জমাট বাঁধা ভেজা কষ্ট শুকা,
আমায় লুকা...।
০১ লা এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫৭
কিঙ্কর আহ্সান বলেছেন:
২| ৩০ শে মার্চ, ২০১৪ দুপুর ২:২২
আদম_ বলেছেন: সুন্দর
০১ লা এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫৩
কিঙ্কর আহ্সান বলেছেন: ধন্যবাদ।
৩| ৩০ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:৪৪
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ও কবি তুমি দারুন লিখেছো--- আমি তো মুগ্ধ হয়ে গেলাম
০১ লা এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫৬
কিঙ্কর আহ্সান বলেছেন: ধন্যবাদ।
৪| ৩০ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:৫৫
আদম_ বলেছেন: কি একটা জানি আছে কবিতাটার ভিতরে........। সুন্দর।
০১ লা এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫৬
কিঙ্কর আহ্সান বলেছেন:
৫| ৩০ শে মার্চ, ২০১৪ রাত ৮:০১
আমিনুর রহমান বলেছেন:
সুন্দর +++
০১ লা এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫৫
কিঙ্কর আহ্সান বলেছেন: ধন্যবাদ।
৬| ৩০ শে মার্চ, ২০১৪ রাত ১০:৫৪
অরুদ্ধ সকাল বলেছেন:
সবই বুঝিলাম ভ্রাতা কিন্তু হালতী পাখি চিনিতে পারিলেম না
০১ লা এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫৭
কিঙ্কর আহ্সান বলেছেন:
৭| ৩০ শে মার্চ, ২০১৪ রাত ১১:০৪
বৃষ্টিধারা বলেছেন: মুগ্ধতা......
০১ লা এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫৫
কিঙ্কর আহ্সান বলেছেন: ধন্যবাদ।
৮| ৩১ শে মার্চ, ২০১৪ রাত ১:৩৩
তৌফিক মাসুদ বলেছেন: বুঝতে পারি নাই, শুভকামনা।
০১ লা এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫৫
কিঙ্কর আহ্সান বলেছেন: ধন্যবাদ।
৯| ০১ লা এপ্রিল, ২০১৪ সকাল ১০:০৮
ডট কম ০০৯ বলেছেন: ভালা হইছে লেখা।
০১ লা এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫৪
কিঙ্কর আহ্সান বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
৩০ শে মার্চ, ২০১৪ দুপুর ২:১৮
স্মিথ হাসান বলেছেন: তারেক-খালেদার কুশপুত্তলিকা দাহ ক