| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
কিরকুট
	আমি মানুষ, আমি বাঙালি। আমার মানবিকতা, আমার সংস্কৃতির উপর আঘাত হানতে চাওয়া, ক্ষতিগ্রস্ত করতে চাওয়া প্রাণী মাত্রই আমার কাছে পিশাচ। আমার দেশের উপর আঘাত হানতে চাওয়া প্রাণীদের পালনকারী, প্রশ্রয়দানকারী মাত্রই আমার কাছে পিশাচ, রাক্ষস। হোক সে যে কোনো সাম্প্রদায়িক কিংবা ঢেঁড়স চাষ পরামর্শক।
ম্যানেজার লাগবে
পদঃ ১ জন।
যোগ্যতাঃ
- ডাক্তার কিংবা ফার্মাসিস্ট প্রাধান্য পাবে।
- দেখতে ফর্সা।
- উচ্চতা কমপক্ষে ৬ ফিট
- চেহারা বলিউডের নায়কদের মত হতে হবে।
- সিক্স প্যাক বডিবিল্ডার হতে হবে।
- অনর্গল ইংলিশে কথা বলতে জানতে হবে।
- ঘন চাপ দাড়ি থাকতে হবে।
- ক্যাটস আই হতে হবে।
- ভদ্র হতে হবে।
- গান জানলে ভালো (কাস্টমারকে মাঝে মাঝে গান শুনাবে)।
বেতনঃ ৬০০০ টাকা প্রতি মাস।
আর ৬৫০০ টাকা প্রতি মাস (মাস্টার্স বা পিএইচডি ডিগ্রী থাকলে )
ডিউটিঃ সপ্তাহে ৭ দিন বিকাল ৩ টা থেকে রাত ১২ টা। (মালিকের গাড়িতে বাসায় পৌঁছে দেয়ার সুবর্ণ সুযোগ)
 
২৬ শে সেপ্টেম্বর, ২০২৩  বিকাল ৫:৩০
কিরকুট বলেছেন: 
২| 
২৫ শে সেপ্টেম্বর, ২০২৩  দুপুর ১:৩২
সোনাগাজী বলেছেন: 
নিউইয়র্ক টাইমস বিজ্ঞপ্তি দেন, আমেরিকায় এখনো বেকার আছে।
 
২৬ শে সেপ্টেম্বর, ২০২৩  বিকাল ৫:৩০
কিরকুট বলেছেন: ![]()
৩| 
২৫ শে সেপ্টেম্বর, ২০২৩  দুপুর ১:৪৫
শূন্য সারমর্ম বলেছেন: 
এলিয়েন নিয়োগ দেবার চেষ্টা করুন।
 
২৬ শে সেপ্টেম্বর, ২০২৩  বিকাল ৫:৩১
কিরকুট বলেছেন: আমার মনে হয় না এলিয়েনও রাজি হবে ।
৪| 
২৫ শে সেপ্টেম্বর, ২০২৩  বিকাল ৪:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: দুষ্টুমি করে পোস্ট দিছেন নাকি?
 
২৬ শে সেপ্টেম্বর, ২০২৩  বিকাল ৫:৩২
কিরকুট বলেছেন: আমি না একটি খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তি।
৫| 
২৫ শে সেপ্টেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৬:১৫
শেরজা তপন বলেছেন: বয়স ১৩/১৪ হলে হবে?
বলিউডের কোন নায়কের মত ভ্রাতা?
 
২৬ শে সেপ্টেম্বর, ২০২৩  বিকাল ৫:৩২
কিরকুট বলেছেন: শাহরুখ আর সালমানের মিক্স হতে হবে ।
৬| 
২৫ শে সেপ্টেম্বর, ২০২৩  রাত ৮:৪৮
বাকপ্রবাস বলেছেন: বেতন বেশী, আরো কম করা উচিত
 
২৬ শে সেপ্টেম্বর, ২০২৩  বিকাল ৫:৩৩
কিরকুট বলেছেন: ৫০০০ ! চলবে ?
৭| 
২৫ শে সেপ্টেম্বর, ২০২৩  রাত ১০:৪৮
শিশির খান ১৪ বলেছেন: রাত ১২ টার দিকে মালিকের গাড়ি দিয়া বাসায় নামায় দিবে হইছে কাম সারছে বুঝতে পারছি ৬০০০ মনে হয় প্রতি দিন দিবে ভুলে প্রতি মাশ লিখছে তাই না ?
 
২৬ শে সেপ্টেম্বর, ২০২৩  বিকাল ৫:৩৩
কিরকুট বলেছেন: দুই লাইন বেশি বোঝেন আপনি ।  ![]()
৮| 
২৬ শে সেপ্টেম্বর, ২০২৩  রাত ১২:১৬
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: স্যাটায়ারটা তো দারুণ হয়েছে !!!
 
২৬ শে সেপ্টেম্বর, ২০২৩  বিকাল ৫:৩৪
কিরকুট বলেছেন: হুম ।
৯| 
২৬ শে সেপ্টেম্বর, ২০২৩  সকাল ৭:০৩
রূপক বিধৌত সাধু বলেছেন: মজা নেন, মিয়া 
 আগ্রহ নিয়ে আসছিলাম।
 
২৬ শে সেপ্টেম্বর, ২০২৩  বিকাল ৫:৩৪
কিরকুট বলেছেন: আপনি ব্যবসায় মন দিন ।
১০| 
২৬ শে সেপ্টেম্বর, ২০২৩  সকাল ৯:২৪
সেলিম আনোয়ার বলেছেন: এক লক্ষ টাকা বেতনেও এই যোগ্যতার মানুষ পাওয়া কঠিন।
 
২৬ শে সেপ্টেম্বর, ২০২৩  বিকাল ৫:৩৪
কিরকুট বলেছেন: 
©somewhere in net ltd.
১|
২৫ শে সেপ্টেম্বর, ২০২৩  দুপুর ১:৩০
রাজীব নুর বলেছেন: এরকম ফাজলামো করা সঠিক কাজ নয়।