নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরের বাড়ির পিঠা খাইতে বড়ই মিঠা ।

কিরকুট

আমি মানুষ, আমি বাঙালি। আমার মানবিকতা, আমার সংস্কৃতির উপর আঘাত হানতে চাওয়া, ক্ষতিগ্রস্ত করতে চাওয়া প্রাণী মাত্রই আমার কাছে পিশাচ। আমার দেশের উপর আঘাত হানতে চাওয়া প্রাণীদের পালনকারী, প্রশ্রয়দানকারী মাত্রই আমার কাছে পিশাচ, রাক্ষস। হোক সে যে কোনো সাম্প্রদায়িক কিংবা ঢেঁড়স চাষ পরামর্শক।

কিরকুট › বিস্তারিত পোস্টঃ

জয়ের বাংলাদেশ: প্রত্যাশার আড়ালে অপদার্থতার প্রতিচ্ছবি

০১ লা জুলাই, ২০২৫ সকাল ৯:২০



জয়ের আগমন

২০০৭ সাল। সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে দোলাচলে বাংলাদেশ। ঠিক সেই সময় আন্তর্জাতিক মিডিয়া ও আওয়ামী লীগপন্থী বুদ্ধিজীবীদের মঞ্চে হাজির করা হয় এক “আধুনিক, পশ্চিম শিক্ষিত তরুণকে” — নাম, সজিব ওয়াজেদ জয়। বঙ্গবন্ধুর নাতি, শেখ হাসিনার ছেলে, এবং যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা এক স্বপ্নবাজ তরুণ — এমনই এক ইমেজ গড়ে তোলা হয়।

ডিজিটাল স্বপ্ন

২০০৮ সালের নির্বাচনের সময় “ডিজিটাল বাংলাদেশ” স্লোগানটি আওয়ামী লীগের মূল প্রচারণায় রূপ নেয় — যার পেছনে জয়কে স্থপতি হিসেবে দেখানো হয়।

তরুণ প্রজন্ম আশা করে, হয়তো সত্যিই বাংলাদেশ প্রযুক্তির পথে এগিয়ে যাবে। কিন্তু বাস্তবতা?

▪️ কাগুজে প্রকল্পে কোটি কোটি টাকা ব্যয় — কিন্তু টেকসই কোনো সফটওয়্যার, গ্লোবাল লেভেলের কোনো স্টার্টআপ, বা উল্লেখযোগ্য প্রযুক্তি পণ্য আজও দেখা যায়নি।

▪️ ICT Division–এ অদক্ষতা, দুর্নীতি ও রাজনৈতিক নিয়োগের ছায়া।

▪️ সরকারি ডিজিটাল প্ল্যাটফর্মের প্রায় সবগুলোই লুপ্ত, দুর্বল বা বিদেশি সফটওয়্যারের ওপর নির্ভরশীল।


অদৃশ্য ক্ষমতার ছায়া

জয়ের কোনো নির্বাচিত পদ নেই, কোনো সাংবিধানিক পদও না। তবুও তিনি প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা।

▪️ পর্দার আড়ালে তার কথায় পরিবর্তিত হয় মন্ত্রীসভা, নিয়োগ হয় গুরুত্বপূর্ণ পদে লোক।

▪️ মিডিয়ায় তার বিরুদ্ধে সমালোচনার সাহস পায় না কেউ — কারণ “তিনি প্রধানমন্ত্রী পুত্র”।

▪️ তার নাম ব্যবহার করে কোটি কোটি টাকার সরকারি প্রকল্পে সিন্ডিকেট গড়ে ওঠে।


ব্যর্থ নেতৃত্ব ও তরুণদের হতাশা

প্রযুক্তির নেতৃত্ব দিতে যিনি এসেছিলেন, তিনি তরুণ সমাজের সামনে আদর্শ হতে পারলেন না। কারণ:

▪️ নিজেই দেশের বাইরে — যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসকারী।

▪️ বাংলাদেশের তরুণ উদ্যোক্তাদের সাথে বাস্তব কোনো সম্পর্ক নেই।

▪️ শেখ হাসিনার নামে রাজনীতি হলেও, জয়ের নামে নেই কোনো সংগঠন, ক্যাডার বা জনপ্রিয়তা।

আজ তরুণেরা জয়ের নাম শুনলে তাচ্ছিল্য করে।


প্রশ্নবিদ্ধ ভবিষ্যৎ

জয়ের রাজনীতিতে সক্রিয় হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে প্রায় এক দশক ধরে। কিন্তু তিনি কখনোই জনগণের সামনে দাঁড়িয়ে নেতৃত্বের পরীক্ষা দেননি। ফলে প্রশ্ন ওঠে:

▪️ তিনি কি আদৌ নেতা, না শুধুই “পুত্র বিশেষ”?
▪️ তার ডিজিটাল স্বপ্ন কি বাস্তবতা নাকি ছলনা?

এটা স্পষ্ট — একমাত্র পরিচয়ই তার ক্ষমতার উৎস: “প্রধানমন্ত্রীর ছেলে”।


সজিব ওয়াজেদ জয়ের রাজনৈতিক অস্তিত্ব, ডিজিটাল গিমিক আর অদৃশ্য ক্ষমতা বাংলাদেশের জন্য এক ভয়ঙ্কর উদাহরণ হয়ে থাকবে — যেখানে যোগ্যতা নয়, বংশের পরিচয়ই সবচেয়ে বড় পুঁজি।

সত্যিকারের ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে, এই ধরনের দায়হীন সুবিধাভোগীদের আসন ভেঙে ফেলতেই হবে।




মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০২৫ সকাল ৯:৩২

রাজীব নুর বলেছেন: এই ছেলে কোনো কাজের না।
প্রতিবন্ধী টাইপ।

০১ লা জুলাই, ২০২৫ সকাল ১১:৪৯

কিরকুট বলেছেন: খারাপ বলেন নাই ।

২| ০১ লা জুলাই, ২০২৫ সকাল ৯:৪০

সৈয়দ কুতুব বলেছেন: গুগল, মোবাইল ফোন আবিস্কারক আড়াই হাজার নেতা জয়।

০১ লা জুলাই, ২০২৫ সকাল ১১:৪৯

কিরকুট বলেছেন: হা হা হা

৩| ০১ লা জুলাই, ২০২৫ সকাল ৯:৪৩

ওমর খাইয়াম বলেছেন:



ইডিয়ট জয়, মুখ খুললেই ভুল কথা বের হয়। আওয়ামী লীগ সেজন্য তাকে কোন কিছুতে সামনে আনেনি; পেছনের সারিতে থাকতো ইডিয়ট।

০১ লা জুলাই, ২০২৫ সকাল ১১:৫০

কিরকুট বলেছেন: আওমিলীগ তার ক্রেজ ব্যবহার করতে চেয়ে হিতে বিপরীত হয়েছে ।

৪| ০১ লা জুলাই, ২০২৫ সকাল ১০:১০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: তারেকের তুলনায় এটা একেবারে অপদার্থ, তবে মদ, গাজামাজ, মহিলা ঠহিলায় বড্ড পাক্কা।

০১ লা জুলাই, ২০২৫ সকাল ১০:১৫

কিরকুট বলেছেন: যার সাথে তুলনা দিলেন তিনি এই সব ক্ষেত্রে একবিন্দু কম না।

৫| ০১ লা জুলাই, ২০২৫ সকাল ১০:১৫

নতুন নকিব বলেছেন:



উনাকে একজন বললেন, জাতির নাতি সাড়ে হাজার বিজ্ঞানী।

০১ লা জুলাই, ২০২৫ সকাল ১১:৫১

কিরকুট বলেছেন: অপদার্থ

৬| ০১ লা জুলাই, ২০২৫ সকাল ১০:৩১

কামাল১৮ বলেছেন: সমন্বকদের থেকে সে উত্তম।

০১ লা জুলাই, ২০২৫ সকাল ১১:৫২

কিরকুট বলেছেন: খচ্চর আর গাধা একই জিনিস

৭| ০১ লা জুলাই, ২০২৫ সকাল ১০:৩৬

সৈয়দ কুতুব বলেছেন: কামাল১৮@চশমা বদলান না কতদিন ? জয়ের মিতা আরাফাত এর কারণে শেখ হাসিনা পলাতক।

০১ লা জুলাই, ২০২৫ সকাল ১১:৫৪

কিরকুট বলেছেন: পৃথিবীর সকল মিতাই ফিতা কাটে

৮| ০১ লা জুলাই, ২০২৫ দুপুর ১:৪২

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবাআর এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

০১ লা জুলাই, ২০২৫ দুপুর ১:৪৪

কিরকুট বলেছেন: জ্ঞ্যানগর্ভ কোন আলচনাই হয় নাই। সবাই খালি খেচাখেচি তে ব্যস্ত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.