নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরের বাড়ির পিঠা খাইতে বড়ই মিঠা ।

কিরকুট

আমি মানুষ, আমি বাঙালি। আমার মানবিকতা, আমার সংস্কৃতির উপর আঘাত হানতে চাওয়া, ক্ষতিগ্রস্ত করতে চাওয়া প্রাণী মাত্রই আমার কাছে পিশাচ। আমার দেশের উপর আঘাত হানতে চাওয়া প্রাণীদের পালনকারী, প্রশ্রয়দানকারী মাত্রই আমার কাছে পিশাচ, রাক্ষস। হোক সে যে কোনো সাম্প্রদায়িক কিংবা ঢেঁড়স চাষ পরামর্শক।

কিরকুট › বিস্তারিত পোস্টঃ

রাজনৈতিক জামায়াত করা: পাপ না দেশবিরোধী? এই প্রশ্নের প্রতি উত্তর

০৮ ই জুলাই, ২০২৫ সকাল ৮:১৯



যেহেতু উক্ত পোস্টের লেখক ভিন্নমত সহ্য করতে পারেন না এবং সত্যের মুখোমুখি হবার সাহস তার নেই আর তাই আমাকে ব্যান করে রেখেছেন, তাই তার উদ্দেশ্যপ্রণোদিত, ধান্দাবাজিমূলক এবং চালাকিপুর্ন পোস্টের জবাব এখানে দিতে বাধ্য হচ্ছি।

সকল প্রশংসা আল্লাহর নামে শুরু করিলাম।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল একদিকে জাতির অস্তিত্ব রক্ষার লড়াই, অন্যদিকে ছিল একটি ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম। সে সময় দেশের একটি রাজনৈতিক দল জামায়াতে ইসলামি স্বধীনতা যুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে কাজ করেছিল। একজন গর্বিত বাংলাদেশী হিসেবে এই প্রশ্ন রাজনৈতিক জামায়াত করা কি পাপ না দেশবিরোধী? আমার কাছে শুধুই রাজনৈতিক নয়, এটা জাতিগত চেতনা ও নৈতিকতার প্রশ্ন।




ইতিহাসকে স্মরণ করা জরুরি
১৯৭১ সালে পাকিস্তানের পক্ষে অবস্থান নেওয়া জামায়াত বাংলাদেশে ধর্মের নামে রাজনীতি করে আমাদের স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। আল-বদর, আল-শামস, রাজাকার বাহিনীর প্রধান উপদেষ্টা ছিল এই জামায়াত। আমাদের মায়ের কোল খালি হয়েছে, বোনেরা ধর্ষিত হয়েছে, হাজারো শহীদের রক্তে মাটির রঙ লাল হয়েছে এই সংগঠনের প্রত্যক্ষ সহায়তায়।

রাজনীতি ও বিশ্বাসের জায়গা থেকে বিচার
জামায়াত দাবি করে, তারা ইসলামি রাজনীতি করে। কিন্তু প্রশ্ন হলো কোন ইসলাম? যে ইসলাম ন্যায়, মানবতা ও সত্যের পক্ষে, সেই ইসলাম কি নিরস্ত্র মানুষের ওপর গুলি চালাতে বলে? যারা দেশবিরোধী শক্তির সঙ্গে হাত মিলিয়ে গণহত্যায় লিপ্ত হয়েছে, তারা কি সত্যিকারের ধর্মভিত্তিক রাজনীতি করতে পারে?





একজন মুসলমান হিসেবে আমি জানি, পাপ হচ্ছে এমন কাজ, যা আল্লাহর নীতিমালার পরিপন্থী। আর একজন দেশপ্রেমিক হিসেবে আমি বলি দেশদ্রোহ হচ্ছে এমন কাজ, যা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থের বিরুদ্ধে যায়। জামায়াতের অতীত কাজকর্ম এই দুইয়ের সঙ্গেই সাংঘর্ষিক।

জামায়াত করা কি পাপ?
ধর্মকে বিকৃতি করে রাজনীতি করা, মিথ্যার ওপর ভিত্তি করে মানুষকে বিভ্রান্ত করা, যুদ্ধাপরাধীদের পুনর্বাসন ও গৌরবগাথা প্রচার করা এগুলো ইসলামের দৃষ্টিতেও গর্হিত। যারা ইসলামকে ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করে, তারা ইসলাম নয়, নিজের স্বার্থরক্ষা করে।

তাই একজন বাংলাদেশীর হৃদয় থেকে বলা যায়, জামায়াতে ইসলামির মতো সংগঠনের সঙ্গে যুক্ত হওয়া শুধু রাজনৈতিকভাবে ভুল নয়, এটা নৈতিকভাবে পাপ।

জামায়াত কি দেশবিরোধী?
আমাদের ইতিহাসের পাতায় তাদের দেশবিরোধিতার প্রমাণ মেলে বারবার। তারা শুধু ১৯৭১ সালে নয়, পরবর্তীতেও মৌলবাদী শক্তি উসকে দিয়ে দেশের গণতন্ত্র, উন্নয়ন ও স্থিতিশীলতার পথে বাধা সৃষ্টি করেছে। তারা কখনো পাকিস্তানের প্রতি মোহ ছাড়তে পারেনি। তাদের আদর্শ, নীতি ও অবস্থান বরাবরই দেশের মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক।



তাই বলা যায় জামায়াত করা নিঃসন্দেহে দেশবিরোধী কর্মকাণ্ড।

একজন বাংলাদেশী হিসেবে আমার বিশ্বাস, দেশের স্বাধীনতা মানে শুধু ভূখণ্ড নয়, মানে একটি চিন্তাধারা যা মুক্তি, মানবতা ও গণতন্ত্রের পক্ষে। যারা সেই চিন্তাধারার বিরুদ্ধে গিয়ে স্বাধীনতা বিরোধিতার ধারক বাহক সংগঠনের রাজনীতি করে, তারা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে।

সুতরাং, জামায়াতে ইসলামির রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়া শুধু পাপ নয়, এটা দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা, লক্ষ শহীদ ও ধ্বর্ষিত মা বোনদের আত্মত্যাগের প্রতি বিশ্বাসঘাতকতা, একটি ঘৃণিত দেশবিরোধী কাজ।

মন্তব্য ২৯ টি রেটিং +২/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুলাই, ২০২৫ সকাল ৮:২৬

ওমর খাইয়াম বলেছেন:



যারা মন ও বিশ্বাস থেকে মুক্তিযুদ্ধের বিরোধী ছিলো, তারা এবারের আমেরিকান ক্যু'এর সময়, ক্যু'এর পক্ষে থেকে ২য় বার জাতির বিপক্ষে অপরাধ করেছে। ঐ পোষ্টের লেখক আমাদের জাতিকে আলাদা জাতি হিসেবে এখনো মানসিকভাবে মেনে নেননি।

০৮ ই জুলাই, ২০২৫ সকাল ৮:৩০

কিরকুট বলেছেন: বর্তমান প্রেক্ষাপটে যারা আমেরিকান কূ এর পক্ষে দাঁড়িয়ে দেশের স্বার্থের বিরুদ্ধাচরণ করছে, তারা মূলত সেই একই শক্তির ধারক বাহক যারা একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। তারা এখনও এ জাতিকে স্বাধীন, আত্মমর্যাদাশীল জাতি হিসেবে মেনে নিতে পারেনি। এটাই তাদের অবস্থান দিয়ে আবারও স্পষ্ট হলো।

২| ০৮ ই জুলাই, ২০২৫ সকাল ৯:৫৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ৫৫ বছর কেন জামাতের সঠিক বিচার হয়নি নাহয় বাদই দিলাম বিএনপি, জাতীয় পার্টির কথা আম্লিগ কেন তাদের সঠিক বিচার করে তাদের নির্মূল করতে পারলোনা? আম্লিগ অবৈধভাবে এতো বছর ক্ষমতায় থেকেও তাদের বিচার হলোনা বা করা হয়নি কেন তারমানে আম্লিগ ও তার সমমনারা এখনো ভারতীয় হেজেমনি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।

০৮ ই জুলাই, ২০২৫ সকাল ১০:০৬

কিরকুট বলেছেন: আপনার বক্তব্য ঐতিহাসিক বাস্তবতা ও রাজনৈতিক জটিলতা উপেক্ষা করে। যুদ্ধাপরাধীদের বিচার আওয়ামী লীগই শুরু ও কার্যকর করেছে, যা বিশ্বব্যাপী প্রশংসিত। ২১ বছর ক্ষমতার বাইরে থাকা দলটির পক্ষে সব নির্মূল করা বাস্তবসম্মত ছিল না। ভারতের হেজেমনির অভিযোগও ভিত্তিহীন, বাংলাদেশের স্বাধীনতা, নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় কৌশলগত অংশীদারিত্বকে বিকৃত করে দেখা রাজনৈতিক অসততা। বাস্তবতা বুঝে সমালোচনা করুন, কল্পনাভিত্তিক ষড়যন্ত্রে নয়।

৩| ০৮ ই জুলাই, ২০২৫ সকাল ১০:২৮

কাঁউটাল বলেছেন: কিরকুট ছাগল আইছে, হাউয়ামী ফ্যাসিবাদিদের বস্তাপঁচা বয়ান নিয়া। ছগলের দল, তোদের পভুপাদ মুদির দেশ ভঁড়ৎে গিয়া লেদা। তোরা আবার বাংলাদেশ বিক্রি করার স্বপ্ন দেখা আরম্ভ করছিস? চেতনা ব্যবসা তোদের োয়ার মধ্যে ঢুকায় দেওয়া হবে।

০৮ ই জুলাই, ২০২৫ দুপুর ১:২৯

কিরকুট বলেছেন: আমার মনে হচ্ছে আপনার শব্দ ভান্ডার আরো উন্নত করা উচিৎ । আপনি প্রায় একই ধরনের মন্তব্য সবাই কে করে যাচ্ছেন । তবে আপনি একজন ভাড় গোত্রের ব্লগার । আপনাকে ব্লগার বলা যায় কি না তা বিবেচ্য বিষয় । ভাড়ামি তে আপনি খুবি নিম্নমানের । তাও নাই মা এর থেকে কানা মা ভালো মনে করে আপনার মন্তব্য কে বিনদনের জন্য হজম করছি । আশাকরি আপনি আরো শব্দ ভান্ডার সমৃধ্য করে সামনে মন্তব্য লিখতে ঝাপিয়ে পরবেন ।

** অবশ্যই পোস্ট সম্পর্কিয় মন্তব্য করবেন ।

৪| ০৮ ই জুলাই, ২০২৫ সকাল ১০:৩৩

অগ্নিবাবা বলেছেন: ভারত বাংলাদেশরে কি যে বাঁশ দেছে আমরা পশ্চিমবাংলার লোকেরা তা বুঝতে পারি না, আমারে কেউ বুঝান। নাকি, ভারতে হিন্দুদের সংখ্যা বেশী তাই বাই ডিফল্ট ভারত ইসলামের শত্রু?? তাই ভারত বাংলাদেশের শত্রু?? কেমনে কি? সৈয়দ মশিউর রহমান একটু ঝেড়ে কাশেন ভাই।

৫| ০৮ ই জুলাই, ২০২৫ সকাল ১০:৩৬

কাঁউটাল বলেছেন: অগ্নি ছাগল, পভুপাদ মুদির দেশ ভঁড়ৎের লোকজন গোমুযত্র পান করে। উহাদের মগজ নষ্ট। এইজন্য উহারা কিছু বুঝিতে পারে না। সুর্য উঠেছে কি না, তা দেখার জন্য উহারা হারিকেন লইয়া বাহির হয়।

৬| ০৮ ই জুলাই, ২০২৫ সকাল ১০:৫৭

অগ্নিবাবা বলেছেন: আগে এক কিমেন্টে কইছিলাম যে কাউটালের গুয়ায় হুইস্কি ঢাইল্যা আগুন জ্বালামু, এহন দেখতাছি আমার হুইস্কি হুদাই অপচয় হবে। এই সব জঙ্গী জিহাদীরা নিজের ত্যালে নিজেরাই জ্বল্বে। তরে ইগনোর করলাম।

৭| ০৮ ই জুলাই, ২০২৫ সকাল ১১:০৮

কাঁউটাল বলেছেন: অগ্নি ছাগল, চাপাতি রেডি হইতেছে শুইনা ডরাইছস? তোদের উহা কেটে উহার মধ্যে ঢুকিয়ে দেয়া হবে।

৮| ০৮ ই জুলাই, ২০২৫ সকাল ১১:৩২

অগ্নিবাবা বলেছেন: সামু এখন জঙ্গী জিহাদীদের আস্তানা, ওপেন চাপাতি দিয়ে কোপানোর ভয় দেখায়, মডুরা কিস্যু কয় না। মারহাবা। মারহাবা।

৯| ০৮ ই জুলাই, ২০২৫ সকাল ১১:৫১

নতুন বলেছেন: রাজনৈতিক জামায়াত করা: পাপ না দেশবিরোধী?

এটা মূর্খতা। দেশবিরোধীতা, আর দুইটাই পাপ এবং অভিশাপ।

০৮ ই জুলাই, ২০২৫ দুপুর ১:৩৫

কিরকুট বলেছেন: আমি এমনটাই জানি । ধন্যবাদ সহমত পোষনের জন্য ।

১০| ০৮ ই জুলাই, ২০২৫ দুপুর ১২:৪৯

জুল ভার্ন বলেছেন: বাংলাদেশের জন্য জামাত শিবিরের রাজনীতি আওয়ামী লীগের মতো ভয়াবহ।

০৮ ই জুলাই, ২০২৫ দুপুর ১:৩৬

কিরকুট বলেছেন: একমত ।

১১| ০৮ ই জুলাই, ২০২৫ দুপুর ২:৪৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



জামায়াত ও আওয়ামী লীগ দুটিি নিষিদ্ধ রাজনৈতিক পার্টি।

তাদের নিয়ে আলোচনা করার কি আছে!!!

খারাপ কাজ না করলে তাদের নিষিদ্ধ করা হতো না।

কিন্তু, দুটি দলেই ভালো মানুষ আছেন। তাঁদেরকে দল থেকে বের হয়ে এসে একজোট হতে হবে।

১২| ০৮ ই জুলাই, ২০২৫ দুপুর ২:৫৯

সৈয়দ কুতুব বলেছেন: সত্যপথিক শাইয়্যান @জামায়াত নিষিদ্ধ রাজনৈতিক পার্টি কে বলেছে ? তারা ইলেকশন করতে পারবে ।

১৩| ০৮ ই জুলাই, ২০২৫ বিকাল ৩:০৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




এটা কেমন সরকার ব্যাবস্থা যেখানে একবার একটি দলীয় সরকার ক্ষমতায় এসে রাজনৈতিক দলকে 'নিষিদ্ধ' করছে, আবার, আরেকটি দল ক্ষমতায় এসে ঘোষণা করছে- নিষিদ্ধ দলটি ইলেকশন করতে পারবে?

এটা কি খেলা মামুর খেল?

জনগণ চিপার মাঝে পড়েছে।

১৪| ০৮ ই জুলাই, ২০২৫ বিকাল ৪:০৪

ওমর খাইয়াম বলেছেন:



শেখ হাসিনা জামাতের রাজনীতি বন্ধ করতে পারেনি সৌদী ও অন্যান্য আরবদেশের চাপে; তারা লেবার নেয়া বন্ধ করে দিতো।

০৮ ই জুলাই, ২০২৫ রাত ১১:৪৮

কিরকুট বলেছেন: শেখ হাসিনার আরো একটু সাহসী হওয়া উচিৎ ছিল।

১৫| ০৮ ই জুলাই, ২০২৫ রাত ১০:২৭

ঢাবিয়ান বলেছেন: জামাত বিষয়ে আওয়ামিলীগের অবস্থান হচ্ছে '' সঙ্গে থাকলে সঙ্গী, বিপক্ষে জঙ্গী ''। ১৯৯৬ সালে আওয়ামী লীগ জামায়াতে ইসলামীর সাথে জোট বেধে সঙ্গী হয়েছিল। আবার সেই জামাত পরে বিএনপির সাথে জোট বাধার পরে হয়ে গেছে ১৯৭১ এর মানবতাবিরোধি অপরাধী। যাই হোক ১৯৭১ এ পাকিস্তানের পক্ষ নেয়া যুদ্ধপরাধী জামাতের এই দেশে রাজনীতি করতে পারার জন্য আওয়ামিলীগ ও বিএনপি দুই দলেরই দায় রয়েছে। বিএনপির দায়ই বেশি। তবে ৫৩ বছর পার হয়ে গেছে। বিরুদ্ধ মতের জনগনকে রাজাকার বানিয়ে ফেলার আওয়ামি গেইম ২০২৪ সালের জুলাই মাসে তরুন প্রজন্ম ছুড়ে ফেলে দিয়েছে। আপনাদের এই সব ন্যস্টি গেইম ইজ ওভার নাও।

০৮ ই জুলাই, ২০২৫ রাত ১১:৪৭

কিরকুট বলেছেন: গু শুকিয়ে গোবর বানালেও ওটা গু ই থেকে যায় ওটা কস্তুরি হয়ে ওঠে না। জামাত হলো সেই গু ওটাকে যতই ভালো কিছুর সাথে মেলান ওটা গু ই থাকবে।

১৬| ০৮ ই জুলাই, ২০২৫ রাত ১১:০১

নিমো বলেছেন: @ ঢাবিয়ান, জা-শি যদি এতই পূত-পবিত্র, তবে ব্লগে এদের সমর্থকরা ছুপা কেন? স্বীকার করলেই হয়। পোস্ট-মন্তব্যেতো জা-শির জয়জয়কার। কিন্তু সমর্থক বললেই ট্যাংগিয়ের দোহাই। জা-শি যেহেতু ভালো। মশিউরের ভাষায় রাজাকার, আলবদর, শামস সবাই অতি উত্তম, তো এগুলো বললে গায়ে লাগারতো কিছু নেই। সতি্যকারের সমর্থক তো লজ্জা পাওয়ার কথা না। আর জা-শি সত্যিই দোষী হয়, অপকর্ম করে থাকে, তাহলে পোস্ট-মন্তব্যে অযথা ফোপরদালালি করা কেন?

০৮ ই জুলাই, ২০২৫ রাত ১১:৪৯

কিরকুট বলেছেন: জানেন তো গরম ভাতে বিলাই ব্যাজার।

১৭| ০৯ ই জুলাই, ২০২৫ রাত ১:১৮

সৈয়দ কুতুব বলেছেন: আপনি এখন বেশ বিতর্কিত পোস্ট করেন। যেগুলো নিয়ে কেচাল আজীবন শেষ হবে না, কিন্তু আপনার জীবন শেষ হয়ে যাবে। এর কারণ কি? জামাতের সমর্থকরা এখন বেশি পোস্ট লিখবে—এটা কি স্বাভাবিক নয়? তারা শেষ ১৭ বছর আপনাদের দলের ভয়ে মগবাজারের তালা খুলতে পারেনি, 'ছুপা লিগে' ছিল আন্ডারওয়্যার এর ভিতরে। এখন তারা স্বাধীন। তাদেরও অধিকার আছে লিখার। কেন পোস্ট করে চাপে ফেলেন?"

০৯ ই জুলাই, ২০২৫ সকাল ১১:৫০

কিরকুট বলেছেন: মুক্তিযুদ্ধের পক্ষে বলা আর জামাতের বিপক্ষে বলা টা কি দলীয় কোন ট্যাগের মধ্যে পরে ?

প্রত্যেক বাংলাদেশীদের এটা নৈতিক কর্তব্য জামাতের মতো অসভ্য ও নৈতিকতাহীন এক দল কে সরাসরি বাতিলের খাতায় ফেলে দেয়া ।

গু যতই ধুয়ে মুছে আনেন ওটা গু ই থাকবে , কস্তুরি হয়ে যাবে না ।

১৮| ০৯ ই জুলাই, ২০২৫ ভোর ৬:২৩

নূর আলম হিরণ বলেছেন: জামাতের রাজনীতি কখনো জাতির জন্য স্পষ্ট নয়, কিন্তু তাদের দলীয় অবস্থান ও আর্দশ তাদের সকলের মধ্যেই স্পষ্ট! তারা এখনো তাদের ৭১ এর অবস্থানে অটুট আছে।
এসব কারণেই তারা এদেশের রাজনীতিতে কখনো ভালো অবস্থানে যেতে পারছে না।

১৯| ০৯ ই জুলাই, ২০২৫ সকাল ১০:০৭

রাজীব নুর বলেছেন: জামাতকে চিরতরে মুছে দিতে হবে।
নইলে এই জাতির কপালে দুঃখ আছে।

২০| ২০ শে জুলাই, ২০২৫ রাত ৯:৪০

কামাল১৮ বলেছেন: মুসলিম লীগকে আইন করে বাদ দিতে হয়নাই,জনগনই তাদের বাদ দিয়েছে।জামাতকেও জনগন বাদ দিবে।জনগনকে সচেতন করতে হবে।রাজনৈতিক এ সংস্কৃতিক উভয় সেক্টরে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.