নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রেমিক হও, ধার্মিক হও বা নাস্তিক হও, যাই হইতে\nচাও তাহাতেই মানসিক উন্নতির\nপ্রয়োজন।\n----রোকেয়া সাখাওয়াত হোসেন।

কিশোর হালদার

কিশোর হালদার › বিস্তারিত পোস্টঃ

প্রথম পদযাত্রা

৩১ শে জুলাই, ২০১৫ রাত ১:১৯

আমি কিশোর।আর এই নামটাই আমাকে আজীবন
কিশোর করেই রাখবে।তাতে আমার দুঃখ নেই
এতটুকু।
কিন্তু এর থেকেও আনন্দের বিষয় এটা যে
#somewhereinblog.net আমাকে কিছু লেখার সুযোগ
করে দিয়েছে।
বড়দের কাছে শুনেছি কোন কাজ শুরু করার
আগে মিষ্টি মুখ করে নিতে হয়।আপনারা করাবেন
নাকি আমায় মিষ্টিমুখ নাকি আমি করাবো?করালে মন্দ হয়
না।কারন কলমটাকে আগলে রাখতে হবে যে।আর
মিষ্টিমুখ না থাকলে কলমকেও বিশ্বাস নাই।
ভয় নেই আজ থাক।পরে একদিন আপনাদের মিষ্টিমুখ
করাবো কথা দিলাম।শুধু একটু দোয়া/আশীর্বাদ
করবেন আমার জন্য।যাহাতে আমি হতে পারি একজন
আদর্শ বাঙ্গালী এবং একজন অকুতোভয়ী কলম
যোদ্ধা।দাড়াতে পারি নির্যাতিত মানুষের পাশে।হয়ে উঠতে পারি অন্ধ কুসংস্কারমুক্ত মানুষ।

আপনাদের দোয়া আর আমার ইচ্ছা থাকলেই বোধহয় সম্ভব।থাকবেনতো পাশে?

তবে শুরু হয়ে যাক আমার প্রথম পদযাত্রা।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:৩৭

সুমন কর বলেছেন: শুভ ব্লগিং........ !:#P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.