নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রেমিক হও, ধার্মিক হও বা নাস্তিক হও, যাই হইতে\nচাও তাহাতেই মানসিক উন্নতির\nপ্রয়োজন।\n----রোকেয়া সাখাওয়াত হোসেন।

কিশোর হালদার

কিশোর হালদার › বিস্তারিত পোস্টঃ

প্রশ্ন আপনার কাছে???

০১ লা আগস্ট, ২০১৫ রাত ১:১০

আমি বাংগালী।
আমরা বাংগালী।
ষোল কোটি মানুষ এই বাংলার।
একটা স্বাধীন,সার্বভৌম এবং গনতান্রিক দেশের জনগন আমরা।


কিন্তু আমারা একটি গনতান্ত্রিক রাষ্ট্রের
বসবাসকারী স্বাধীন এবং ধর্ম নিরেপেক্ষ
দেশের নাগরিক হয়েও নিরেপেক্ষ বা
স্বাধীনভাবে মত প্রকাশে ব্যর্থ.
আমাদের মুক্তচিন্তা মানেই আমরা এক ধরনের
নাস্তিক সেখানে বাস্তবতা নিয়েও কথা বলা গুরুতর
অন্যায়.
এখানে রাজনীতি মানে কথার ফুলঝুড়ি,গুম,খুন এবং
প্রহসন.
এখানে শিক্ষাব্যবস্থা মানে আমাদের শিক্ষিত হতে
হবে,তবে সুশিক্ষার এতটুকু প্রয়োজন নেই.আপনি
বা আমি কত বড় জ্ঞানী তা জানার জন্য আমাদের
সনদপ্রত্র এবং লাল ফিতার দৌরাত্ত্ব্য জানা থাকাটাই
যথেষ্ঠ.
এখানে যার আছে তাকে আরো দিতে হবে এবং
যার নেই সে পাবেনা এরকম নীতি প্রচলিত.
এখানে প্রশাসন মানে আপনার আমার সুরক্ষার এবং
সমাজের শান্তি শৃঙ্খলার জন্য নিয়োজিত কেউ নয়
বরং তাদের দ্বারা আজ আমারা পরিচালিত খেলার পুতুল
মাত্র.যেখানে আমাদের সুরক্ষার পাওয়ার আশা খুবই
নগন্য.
এটাই কি আমাদের প্রকৃত স্বাধীনতা???নাকি আজও
আমরা আমাদের বিবেকের কাছে পরাধীন???
এভাবেই চলবে কি তবে আমাদের মত আমাজনতার
জীবনযাত্রা???
[বি.দ্র:]প্রশ্নগুলি আপনাদের কাছে.প্রশ্নগুলো বিবেকের আদালতে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.