নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রেমিক হও, ধার্মিক হও বা নাস্তিক হও, যাই হইতে\nচাও তাহাতেই মানসিক উন্নতির\nপ্রয়োজন।\n----রোকেয়া সাখাওয়াত হোসেন।

কিশোর হালদার

কিশোর হালদার › বিস্তারিত পোস্টঃ

স্বার্থবাদী আমরা সবাই???

০৫ ই আগস্ট, ২০১৫ রাত ২:১২

অবুজ থেকেই শুরু আমাদের স্বার্থনেষী
মনোভাব.আমরা খেলনা,আমার খাবার,আমার
জিনিস আমি অন্য কারো সাথে ভাগ করব
কেন?এরকম প্রশ্ন আমাদের মনে তখন
থেকেই.ধীরে ধীরে বেড়ে ওঠার সাথে
সাথে আমাদের ঐ মনোভাবটা অনেকের
মাঝেই থেকে যায়.আর তখনই শুরু হয়
আমাদের চূড়ান্ত পর্যায়ের স্বার্থনেষী
মনোভাব.আমি ভালো থাকব,আমি ভালো
পোষাক পরব,আমার ওইটা লাগবেই,আমি
একাই এই পৃথিবীর সুখের রাজ্যে রাজত্ব
করব এটা আমাদের প্রতিনিয়ত
ভাবনা.আমাদের এই চাওয়ার জন্য যদি
কারো স্বার্থে এতটুকু আঘাত করে সেটা
ছিনিয়ে নিতে পারি তবেই সেটাই আমাদের
সার্থকতা.কে কিভাবে ভালো থাকল বা কে
কোনটাতে সুখী সেটা ভাবার সময় আমাদের
নেই.মোট কথা আলাদ্বিনের আচর্য
প্রদীপটা একান্ত আমারই কাম্য.অন্য সব
কিছু আমাদের দৃষ্টিগোচর নয়.নিজ
স্বার্থ বাস্তবায়নের জন্য কিনা করতে
পারি আমরা?উচু তলা থেকে নিচে নামা
থেকে শুরু করে বিনামূল্যে পাওয়া
আলকাতরা নতুন কাপড়ে নিতে
দ্বিধাগ্রস্ত নই আমরা.এমনকি আমাদের
স্বার্থের জন্য আমদের যদি কাউকে খুনও
করতে হয় তবুও বোধহয় আমাদের হাত
কাঁপাবে না.
এভাবেই চলবে কি আমাদের স্বার্থপর
হওয়ার লড়াই?এতটাই নি:কৃষ্ট আমরা.হয়ত
হ্যা আবার হয়ত না.আমরা সবাই
স্বার্থবাদী তবে সবাই স্বার্থপর নই.সবাই
স্বার্থপর হলে এতদিনে এই সুন্দর
পৃথিবীর অস্তিত্ত্ব থাকত কিনা সন্দেহ
ছিল.
এই স্বার্থপরতার শেষ কোথায়?আমরা
জানি বাস্তবিক জীবনে আমাদের কিছুই
নেই.যদিও থেকে থাকে তবে সেটা
সল্পস্থায়ী.তবে কেন আমরা স্বার্থপর?
আমরা কি পারি না নিজের স্বার্থের কথা
সব সময় চিন্তা না করে আমাদের অর্জিত
সুখের প্রদীপের আলোটা সবার কাছে
পৌছে দিতে?পারিনা একজন সার্থক মানুষ
হতে?একটা সুন্দর পৃথিবী গড়তে যেখানে
থাকবেনা কোন স্বার্থপরতা.থাকবে শুধু
সবার জন্য অনাবিল সুখ এবং সমৃদ্ধি.
[বি.দ্র:] আমি কোন দলে আমি নিজেই
জানিনা.কারন এটা বিচারের দ্বায়িত্ব
আমার না.

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.