নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রেমিক হও, ধার্মিক হও বা নাস্তিক হও, যাই হইতে\nচাও তাহাতেই মানসিক উন্নতির\nপ্রয়োজন।\n----রোকেয়া সাখাওয়াত হোসেন।

কিশোর হালদার

কিশোর হালদার › বিস্তারিত পোস্টঃ

চলেন ভাই তীর্থে যাই

১২ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৩৮

কি শুরু হয়েছে আমাদের সোনার বাংলায়?ঢাকা,সিলেট,ঢাকা এসবের পর এখন টার্গেট বরিশাল গনজাগরন মঞ্চের কর্মীরা।হুমকি দিয়ে রেখেছে এখন বাস্তবায়নের অপেক্ষা।যাদের হুমকি দিয়েছে তারা কিন্তু সবাই মুক্তমনা নয় এমনকি ব্লগে লেখালেখিও করেন না।এদের মধ্যে কেউ কেউ আবার সাধারন লেখক ও আছেন।১৯৭১ সালের পুনরাবৃত্তি শুরু হয়ে গেছে।তখন পাকিস্থানীদের প্রথম এবং প্রাধান টার্গেট ছিল দেশের প্রথম সারির কিছু লেখক এবং বুদ্ধিজীবীরা।আর স্বাধীন বাংলাদেশের উগ্রবাদীদের একটি সাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্রথম ও প্রধান টার্গেট কিছু ব্লগার(নাস্তিক উপাধী প্রাপ্ত তারা) এবং সাধারন লেখকরা।বঙ্গবন্ধুর অসাম্পপ্রদায়িক বাংলাদেশ বর্তমানে কোন দিকে এগুচ্ছে।তাহার কন্যার মন্ত্রীবর্গরাও আজ সাম্প্রদায়িকতার পরিচয় দিচ্ছে।তাহলে উর্গ মৌলবাদীদের দোষ কি?দোষ কারো না।

তাই চলেন ভাই আমরা তীর্থে যাই।সেখানে হয়ত কয়েকদিন নিরাপদে থাকতে পারব।ফিরে আসার ভাবনা না করলেও চলবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.