নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রেমিক হও, ধার্মিক হও বা নাস্তিক হও, যাই হইতে\nচাও তাহাতেই মানসিক উন্নতির\nপ্রয়োজন।\n----রোকেয়া সাখাওয়াত হোসেন।

কিশোর হালদার

কিশোর হালদার › বিস্তারিত পোস্টঃ

কোন দলে যাব আমি?

১৪ ই আগস্ট, ২০১৫ রাত ১১:০১

কোন দলে ভর্তি হব আমি?আওয়ামী-লীগ,বিনপি নাকি ওলেমা লীগ নাকি জামায়েত ইসলাম(বাজেয়াপ্ত দল যদিও)।একদল সন্ত্রাসী কর্মকান্ডে পটু,অন্যদল চুরিতে পটু।বাকি দুইটায় ভর্তি হওয়ার যোগ্যতা আমার নেই।কারন আমি হিন্দু বলে স্বীকৃত হয়েছি জন্মের সাথে সাথে।
(যদিও সর্বপোরি মানুষ হিসেবে স্বীকৃত পেতে আগ্রহী)

আগামীকাল সর্বকালের সেরা বাংগালী হিসেবে স্বীকৃত বাংগালী জাতির পিতা বংগবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০ তম মৃত্যবার্ষকি অপর দিকে বাংলাদেশ জাতীয়তাবাদি দল(বিএনপি) এর কর্ণধার এবং প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের স্ত্রী এবং বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার শুভ জন্মদিন(কততম সেটা তিনিই সঠিক বলতে পারবেন)।
একদল কালকে কেক কাটবে,রং মাখবে,আনন্দ উৎসব করবে এবং অপর দল গায়ে কালো ব্যাজ ধারন করে বিভিন্ন সমাবেশ করবে।প্রত্যেক দল একে অপরের দিকে কাদা ছোড়াছুড়িও অনেক করবে।

এখানেই শেষ নয়।৫ই জানুয়ারি একদিকে গনতন্ত্র হত্যা দিবস হিসেবে ইতিমধ্যে একদল স্বীকৃতি দিয়েছিলেন এবং অপর দল ক্ষমতাগ্রহনের বর্ষপূর্তি উৎসব করেছিলেন।
এরকম হাজারো বির্তকিত ইস্যু রয়েছে বর্তমান রাজনৈতিক অগংনে।
তেতুলতত্ত্ববিদের(ওলেম লীগ) এবং চাপাতীযোদ্ধদের দলেতো আমার আবেদন গ্রহনযোগ্য নয়।

তবে যাব কোন দলে আমি???

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.