নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রেমিক হও, ধার্মিক হও বা নাস্তিক হও, যাই হইতে\nচাও তাহাতেই মানসিক উন্নতির\nপ্রয়োজন।\n----রোকেয়া সাখাওয়াত হোসেন।

কিশোর হালদার

কিশোর হালদার › বিস্তারিত পোস্টঃ

"গর্তের সুখ এবং আমাদের পরাধীনতা"

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২৯

আমরাতো জানি,আমরা কেউ সত্যি কথা বলিনা বা বলতে পারিনা,সত্য আচারণ করিনা।তাই প্রত্যেকেই একটি গর্ত বেছে নিয়েছি,আর পরাধীনতার সুখে বেশ আছি।

তবু সত্যি বলতে কি "গর্তের সুখ" পরাধীনতা যাকে বলে।তাহতে মাঝে মাঝে "স্বাধীনতা" এমনভাবে তেড়ে আসে যে গর্তের সুখটুকু হায়-হায় করে ওঠে।যেমন ধরুন- একজন পকেটমারকে ধরে সবাই মিলে যখন রাক্তাক্ত করে,আর আমি তার প্রতিবাদ করি,কারন ওতে পকেটমারের অপরাধের সুরাহা হবে না,ওটা আইন নয়,অক্ষম ক্রোধের জিঘাংসা মাত্র।তাহলে আমাকেও রক্তাক্ত করে ছেড়ে দেবে।কারন আমি স্বাধীনভাবে সত্যি বলে দিয়েছি।কিন্তু এই স্বাধীনতার বদলে আমিও যদি চুপ করে দেখতাম কিংবা সকলের সাথে পকেটমারকে উত্তম মধ্যম করতাম তাহলেই গর্তের সুখের নির্ঝঞ্ঝাট সুখটুকু গর্তের ভিতর থেকে উপভোগ করতাম,যেটা আমার পরাধীনতা অর্থাৎ যা অন্যায় অবিচার,ভুল আর মিথ্যা,যা আমাদের জীবনের চারপাশে শিকড় গেড়ে বসে আছে।যেকোন দিক চোখ তুলে তাকালেই তা দেখা যায়,এসব মেনে নিয়ে থাকাটাই গর্তের সুখে থাকা।পরাধীনতা যাকে বলে,আর এর বিরুদ্ধে স্বাধীনতা আমাকে ঠেলে দিতে চায় বা তেড়ে আসে এবং এই তেড়ে আসাটায় নিজেকে অনেক সময় জানতে পারিনা।যে কারনে বলতে হয়,নিজেকে বোধহয় ঠিক চিনি না,জানিনা।তাই আমাদের পরাধীনতা এবং গর্তের সুখের মধ্যমনি "স্বাধীনতা" কে মেরে ফেলব?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.