নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রেমিক হও, ধার্মিক হও বা নাস্তিক হও, যাই হইতে\nচাও তাহাতেই মানসিক উন্নতির\nপ্রয়োজন।\n----রোকেয়া সাখাওয়াত হোসেন।

কিশোর হালদার

কিশোর হালদার › বিস্তারিত পোস্টঃ

হুজুরী শিক্ষা

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৭

আমি বর্তমানে একটি মুসলিম পরিবারের একজন সদস্য।যদিও আমি হিন্দু(জন্মসূত্রে)।দীর্ঘ ৩ টা বছর একটি মুসলিম পরিবারের সাথে একত্রে বসবাস করতে গিয়ে তাদের পরিবারের একজন গুরুত্বপূর্ন সদস্য হয়ে গেছি।পরিবারে দুটি বাচ্চা আছে।তাদের সাথে আমার সম্পর্ক মামা ভাগ্নের।যদিও তারা যেহেতু খুব ছোট তাই তারা বিশ্বাস করে আমি তাদের অন্য মামার মত একটি মামা।আমিও সেটাই ভাবি।একদিন তাদের সাথে খেলতে খেলতে একসময় ছোট বাচ্চাটি বলে আমি মামার সাথে খেলব না কারন মামা(আমি) হিন্দু।একটা ছোট বাচ্চার মুখে একথা শুনে আমি অবাক।ওসব এসব কই পেল।প্রশ্ন করতে গিয়ে বেরিয়ে আসা ঘটনা থেকেই আমার আজকের লেখা।


এই এলাকার(আমি যেখানে থাকি) একজন হুজুর তাদের অন্য শিক্ষদের মত একজন শিক্ষক।যদিও তিনি ধর্ম শিক্ষক তাই তার প্রতি একটা আলাদা সম্মান পরিবারের সবার।তিনি বাচ্চাদের কোরআন শিক্ষা দেন।সাথে এসবও শিক্ষা দেন বিধর্মীরা তাদের(মুসলিমদের) বন্ধু নয়।কিশোর মামা(আমি) তাদের বন্ধু হতে পারিনা।আমি হিন্দু এটাই আমার দোষ।আমি কোরবানীতে বাসায়ই থাকব কিনা এটাও জানতে চান তিনি।যখন উত্তরটা হ্যাবোধক পায় তখন বাচ্চাদের কাছে জানতে চায় তাহলে আমি কি কোরবানী দেব?আমিতো কোরবানী দিতে পারব না।আমি জানি এটা।আর আমিই বা কোরবানী দিতে যাব কেন?আমি বাসায় থাকলে আমার সামনে নাকি নামাজ হয় না এমন শিক্ষাও তিনি দিয়ে থাকেন একটা ১০ এবং একটা ৬ বছরের বাচ্চাদের।আমি সালাম দিলে তিনি সেটা গ্রহন করেন না কারন আমি বিধর্মী।আরো কি শিক্ষা দেয় সেটা জানতে আর একটু অপেক্ষা করতে হবে হয়ত আমাকে।আপনারও অপেক্ষায় থাকুন।

এখন প্রশ্ন আমার দুটি নাবালক বাচ্চাকে এসব শিক্ষা না দিলেই কি নয়?তাদের মনের মধ্যে এই বয়সেই কেন এরকমভাবে বিষ ডুকিয়ে দেওয়া হয়?এরকম শিক্ষা কি কোন ধর্মগ্রন্থে বর্নিত আছে?আমার জানা নেই আপনারা জানলে জানাবেন।

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৫

আমি জিয়া বলছি বলেছেন: ভাই আপনার কথাটা আমি দুঃখপেলাম
দয়া করে আপনি কি তার ফোন নাম্বার টা দিবেন, তাহলে আমি তার সাথে আমাদের হুজুরের সাথে কিছু কথা বলতাম



সর্বশেষ আপনাকে ধন্যবাদ দিতে চাই এই কারনে যে , আপনি ধর্মীয় ব্যাপারে আঘাত করেননি Fb.com/ashraf.s.asif

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০৭

উড়োজাহাজ বলেছেন: এগুলোই সাম্প্রদায়িক প্রাণী। মোটেও ধার্মিক না। কোন ধর্মই অপর ধর্মের মানুষকে ঘৃণা করতে শিক্ষা দেয় না।

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১১

সুমন কর বলেছেন: উনি যা বলেছেন, তা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।
আমাদের বাসায় এবং আমার সামনেই অনেক মুসলিম নামাজ পড়েছে।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২০

কিশোর হালদার বলেছেন: তাকে কে বোঝাবে ভাই?

৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৩

কিশোর হালদার বলেছেন: তার নম্বর আমার সংগ্রহে নেই।আপনি আপনার আশে পাশে এরকম অনেক হুজর বা ধর্মশিক্ষক পেয়ে যাবেন।শুধু একটু খুজে দেখুন।


কোন ধর্মকে আঘাত করা আমার মূল উদ্দেশ্য নয়।বরং ধর্মীয় গোড়ামিগুলো এবং ধর্মের নামে ভুলভাল শিক্ষা দেওয়াটাকে তুলে ধরার প্রয়াস আছে শুধু। #জিয়া_ভাই

৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৩

কিশোর হালদার বলেছেন: তার নম্বর আমার সংগ্রহে নেই।আপনি আপনার আশে পাশে এরকম অনেক হুজর বা ধর্মশিক্ষক পেয়ে যাবেন।শুধু একটু খুজে দেখুন।


কোন ধর্মকে আঘাত করা আমার মূল উদ্দেশ্য নয়।বরং ধর্মীয় গোড়ামিগুলো এবং ধর্মের নামে ভুলভাল শিক্ষা দেওয়াটাকে তুলে ধরার প্রয়াস আছে শুধু। #জিয়া_ভাই

৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৮

কিশোর হালদার বলেছেন: এগুলো তাদের কে বোঝাবে ভাই #উড়োজাহাজ

৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৭

অহনাব বলেছেন: হুজুরের মাথায় ডিস্টার্ব আছে। অল্প বিদ্যা ভয়ংকর।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০৪

কিশোর হালদার বলেছেন: ঠিক জানা নেই।তবে থাকতেও পারে।বিদ্যা যতটুকুই হোক সেটা এনেহ কর্মকান্ডে ব্যয় না করলেই পারে।

৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২৪

Blogger Zubair বলেছেন: এটা একদম ভুল কথা যে "আমি বাসায় থাকলে আমার সামনে নাকি নামাজ হয় না"

তবে সেটা কোনো ছোট/ভন্ড টাইপের হুযুর হবে হয়ত, আপনি আপনাদের জেলার বড় কোনো মাদরাসায় গিয়ে খোঁজ করতে পারেন, দেখবেন তারাও ঐ হুযুরের বিপক্ষে বলবে ।

তবে আপনি ঢালাওভাবে "হুযুর" বলেছেন, যা পাঠ করলে সব হুযুরই এমন, বোঝা যায় অথচ এটা ভুল । ইন্ডিয়ান কোনো ধর্মীয় শিক্ষক হয়ত হিন্দু বাচ্চাদের এসব কথা শিখায়...আমি যদি বলি, আমাদের এলাকায় (ইন্ডিয়ায়) অমুক সাধু হিন্দু বাচ্চাদের আমাদের থেকে দূরে থাকত বলে তাহলে আপনি কী করবেন?

পরিশেষে
এই ভিডিওটা আপনার জন্য
https://youtube.com/watch?v=ejah16YU6Qc

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৭

কিশোর হালদার বলেছেন: আমি অকপটে শিকার করব এরকম অনেক ধর্মশিক্ষক আছেন প্রত্যেকটা ধর্মে।কিন্তু এদের বুজাবে কে?কে এদের বলবে এদের ক্ষমা কর এদের জ্ঞান দাও।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.