নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রেমিক হও, ধার্মিক হও বা নাস্তিক হও, যাই হইতে\nচাও তাহাতেই মানসিক উন্নতির\nপ্রয়োজন।\n----রোকেয়া সাখাওয়াত হোসেন।

কিশোর হালদার

কিশোর হালদার › বিস্তারিত পোস্টঃ

আমার বিশ্বাস

১০ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৪৩

যেতে হবে বহুদূর,পাড়ি দিতে হবে ক্রোশের পর ক্রোশ পথ
নেই কোন সাংগ,পথটাও অজানা
বিভিষিকা পিছনে,সামনে স্বর্গরাজ্য
মাঝখানে আমি ও এক দূর্গম্য বিন্ধ্যাচল
কি করিব আমি?কারো সহায়তা নেব আমি?
যে আমার আহার যোগাবে,আমাকে সহায়তা করবে বিন্ধ্যচল পাড়ি দিতে।
নাকি ভগবানকে স্মরন করিব আমি,সে এসে তাহার দিব্যরথে চাপিয়ে আমাকে নিয়ে যাবে?
কোনটাই হবে না।
এই অগম্য স্থানে কেউ সাহায্য করতে আসবে না আমাকে।
ভগবানতো দূরে থাক ক্ষুদ্র প্রানী গোষ্ঠিও সহায়তার বদলে ঝাপিয়ে পরবে আমাকে আহারের বস্তু ভেবে।
তাই বিশ্বাস করিনা আমি আমাকে কেউ সহযোগিতা করবে।
বিশ্বাস করিনা আমি ভগবানকে।
বিশ্বাস করিনা তাহার দিব্যরথকে।
আমি বিশ্বাস করি বহুদূরের পথ পাড়ি দিতে হবে আমাকেই।
সাম্যবাদ থাকবে যেখানে,
প্রতিহিংসা থাকবে না সেখানে,
মনুষ্যত্বটাই ধর্ম সেখানে।
তাই দূর্গম পথ পাড়ি দিয়ে আমি যেতে চাই সেখানে নতুন আলোকবর্তিকা হাতে নিয়ে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.