নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখালেখিতে প্রচণ্ড আগ্রহ আছে। পেশা সাংবাদিকতা। এ ছাড়া সাহিত্যের প্রতি দুর্বলতা আছে। বেশকিছু বই প্রকাশ করার ইচ্ছে আছে। সেগুলো নিয়ে কাজ করতে চাই।

কবীর আলমগীর

পরিচয় বলার মতো কিছু নই। লেখালিখির চেষ্টা চালাচ্ছি।

কবীর আলমগীর › বিস্তারিত পোস্টঃ

মায়াবী শহর

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:২৪

কোনো এক মায়াবী শহর তোমার আমার ঠিকানা

প্রতি রাতেই চকচকে যে চাঁদ উকি দেয়

তোমার বারান্দা, ফুলের টব কিংবা ভেজা শাড়িতে

যে চাঁদের আলো বুঝি আমিও কিছুটা পাই।



মায়াবী যে শহরের পথে তুমি এখন একলা হাঁটায় অভ্যস্ত

কোনো একদিন ওই পথ আমাদের ছিল।

আমাদের ভালোবাসার এক্সপ্রেস ওই পথে ছুটেছে বহুবার।



বিষণ্ন বিকেলে তুমি যে দু:খ ভোলা গান করো

ওই গানে আমিও মিলিয়েছি গলা কতবার।



প্রতিদিন সকালে মায়াবী এক হকারের ডাকে ঘুম ভাঙে তোমার,

মায়াবী এই শহরে তোমার আমার বসবাস।

তবুও তোমার আমার মাঝে কোটি আলোকবর্ষের দূরত্ব।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.