নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখালেখিতে প্রচণ্ড আগ্রহ আছে। পেশা সাংবাদিকতা। এ ছাড়া সাহিত্যের প্রতি দুর্বলতা আছে। বেশকিছু বই প্রকাশ করার ইচ্ছে আছে। সেগুলো নিয়ে কাজ করতে চাই।

কবীর আলমগীর

পরিচয় বলার মতো কিছু নই। লেখালিখির চেষ্টা চালাচ্ছি।

কবীর আলমগীর › বিস্তারিত পোস্টঃ

দাঁত কেলিয়ে হাসছে

৩০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

মুখ তো গম্ভীর থাকার কথা। হেসে হেসে কি বিচার চাওয়া যায়? এরা তনু হত্যার বিচার চাইছে। আবার দাঁত কেলিয়ে হাসছে। ফরিদপুর সারদা ‍সুন্দরী কলেজের মানববন্ধন থেকে বুধবার তোলা ছবি।



মন্তব্য : আন্দোলনে সিরিয়াসনেস না থাকলে তার উদ্দেশ্য সফল হবে না।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৬ রাত ৮:১৮

tareqbaiya বলেছেন: marmoke cehera nea darile tik hoyto? human necar ja sobike sekar korte hoy. tobe sobi pare na. pare jara tarai boro neta hote pare.

২| ৩০ শে মার্চ, ২০১৬ রাত ৮:২৫

প্রামানিক বলেছেন: এরা ছবি তুলতে দেখেই খুৃশিতে হাসি দিয়েছে। এটা তনু হত্যার মানব বন্ধনের কথা হয়তো খেয়াল নেই।

৩| ৩০ শে মার্চ, ২০১৬ রাত ৮:২৯

কবীর আলমগীর বলেছেন: আপনার বুদ্ধিশুদ্ধি কিছুটা কম বোধহয়। আমি আন্দোলনের স্পিড নিয়ে কথা বলতে চেয়েছি। এই ছবি দেখে কি আপনার মনে হচ্ছে এখানে আন্দোলনের গতি আছে? tareqbaiya

৪| ৩০ শে মার্চ, ২০১৬ রাত ৮:৩০

কবীর আলমগীর বলেছেন: ভালো বলেছেন। প্রামানিক

৫| ৩০ শে মার্চ, ২০১৬ রাত ৯:৪৮

বিজন রয় বলেছেন: দাঁত কেলিয়ে?

৬| ৩১ শে মার্চ, ২০১৬ রাত ১২:৩০

নতুন বলেছেন: হাসি মুখে কি আন্দোলন হয় না?

আমাদের উপমাহাদেশেই মনে হয় বেশি সিরিয়াস আন্দোলন করে...যেটা গাড়ী ভাঙ্গা, আগুন দেওয়া এমনকি মানুষ পিটিয়ে মেরে ফেলে...

আপনার কস্ট দেখে মনে হচ্ছে.... যদি এই নারীরা রাস্তায় টায়ার পুড়িয়ে, গাড়ী ভেঙ্গে বা গাড়ীর থেকে কেউকে টেনে বেরকরে আগুন দিতো তবে সেটা আন্দোলনের স্পিড বোঝা যেত?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.