নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিটি ঝরা পাতা যেনো এক একটি অনবদ্য গল্প- এক একটি জীবন গাঁথা।
কানে কানে তারা কি যেনো বোলতে চায়,
অভাগা আমি বুঝতে পারিনা সেই ভাষা।
তাদের কথা আমার কানে আসে কিন্তু হৃদয়ে ঢুকেনা।
আসোলেই কি তাহলে আমার হৃদয় বলে কিছু নেই?
সবুজের মাঝে আমি পাতা ঝরা ঠায়।
এ আমার অভিসাপ,
এ আমার বেদোনার নিঃশব্দ আত্'নাদ;
যদি কখোনো ছুয়ে যায় তোমার হৃদয়
যেনো তবে আজো বেঁচে আছি পাতাহীন বৃক্ষ হয়ে।
বাতাসে কি আজ শীতের বিদায় ভাষন
নাকি বসন্তের আগমনী সুর-
হাাসি এঁকেদিলো ঝরা পাতার ফাঁকে,
তবু যেনো কোথায় শুন্যতার বাঁসুরি শুনতে পাই আমি।
পথ হারায়েছে পথের বুকে
খুঁজে নিয়ে নিজ ঠিকানা
তবু পোড়া মন সেই পথ কেই খুঁজে ফেরে
যা কোনোদিন সে পাবেনা।
২| ২৬ শে আগস্ট, ২০২০ রাত ৯:২০
কবিতা ক্থ্য বলেছেন: Obiron, NSW
Busy in hospital, so short answer
৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৩৬
শোভন শামস বলেছেন: প্রকৃতি আর কবিতার সমন্বয়
৪| ২৭ শে অক্টোবর, ২০২০ ভোর ৫:৩৪
কবিতা ক্থ্য বলেছেন: ধন্যবাদ শোভন
৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৪৭
রাজীব নুর বলেছেন: ছবি পোষ্ট দিলে কমপক্ষে ১৫ টা ছবি দিবেন।
আপনি কি দিয়ে ছবি তোলেন? ক্যামেরা না মোবাইল?
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:০৯
কবিতা ক্থ্য বলেছেন: আমি ভাই মোবাইলেই ছবি তুলি।
বড় ক্যমেরা আমার দ্বারা সামলানো সম্ভব না।
৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:১১
রাজীব নুর বলেছেন: নাইকন এর একটা ক্যামেরা কিনে ফেলুন।
আপনি পারবেন। কঠিন কিছু না।
১০ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:০৪
কবিতা ক্থ্য বলেছেন: ভাই নাইকনের ক্যামেরা ১ টা আসে, কিন্তু অনেক পুরানো।
কই যে আসে, তা খুজতে হবে।
৭| ০৩ রা আগস্ট, ২০২১ সকাল ১১:২৫
দেয়ালিকা বিপাশা বলেছেন:
কবিতা কথ্য,
আপনার ফটোগ্রাফি দারুন
০৪ ঠা আগস্ট, ২০২১ ভোর ৪:৩৯
কবিতা ক্থ্য বলেছেন: আমার ফটোগ্রাফি সুন্দর না- আপনার দৃষ্টিভন্গি সুন্দর।
তাই হয়তো আপনার ভালো লেগেছে।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ২৩ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:১০
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
এগুলো কোথায়?