নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ হবার নিমিত্তে

কবিতা ক্থ্য

My limitation — is only my imagination

কবিতা ক্থ্য › বিস্তারিত পোস্টঃ

জাপান- মাথা নস্ট একটা জাতি

২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৬:০৪




আচ্ছা, একটা বিষয় বুঝতে আমার খুবই কষ্ট হয়- জাপানীরা কি আগে থেকেই প্রতিবান্ধি, নাকি ২য় বিশ্বযুদ্ধের পর থেকে তাদের এই পতন?

সব দেশের দর্শক যেখানে ফুড ওায়াস্ট দিয়ে পুরা স্টেডিয়াম ভরায়া ফেলে, সেইখানে জাপানিদের হাতে থাকে আবর্জনা টোকানোর ব্যাগ (মাথা নষ্ট না হইলে কারা এমন আচরান করে)।

আজকে প্রথমআলোর একটা প্রতিবেদন দেইখা মনের ধারনা (জাপান- মাথা নস্ট একটা জাতি) পোক্ত হইলো।

আপনাদের জন্য ঐ প্রতিবেদনের কিছু অংশ তুলে ধরলাম-

"ছেলের কাণ্ডে বিপাকে জাপানের প্রধানমন্ত্রী সুগা-

প্রধানমন্ত্রি সুগার বড় ছেলে সেইগো সুগা। তিনি টেলিভিশন অনুষ্ঠান নির্মাতা ও উপগ্রহ সম্প্রচার চালানো একটি কোম্পানিতে চাকরি করেন। এসব কোম্পানির লাইসেন্স সাধারণত জাপানের যোগাযোগ মন্ত্রণালয় থেকে দেওয়া হয়।
সেইগো সুগার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে মন্ত্রণালয়ের চারজন ঊর্ধ্বতন কর্মকর্তা তাঁর সঙ্গে টোকিওর একটি রেস্তোরাঁয় পানাহার করেছেন। জাপানে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্যবসাসংক্রান্ত স্বার্থ জড়িত থাকা বেসরকারি খাতের কোনো কোম্পানির নির্বাহীদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখাকে স্বার্থের দ্বন্দ্ব বা কনফ্লিক্ট অব ইন্টারেস্ট হিসেবে গণ্য করা হয়। সরকারি কর্মকর্তাদের জন্য যা সদাচরণবহির্ভূত।

জাপানের সাপ্তাহিক সাময়িকী ‘শুকান বুনশুনে’র অনলাইন সংস্করণ ফেব্রুয়ারির শুরুতে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। এরপর বিষয়টি নিয়ে জাপানের সংসদে প্রধানমন্ত্রী সুগাকে জবাবদিহি করতে হয়েছিল। পর্যায়ক্রমে জাপানের অন্যান্য সংবাদমাধ্যমও বিষয়টি নিয়ে উঠেপড়ে লাগে।
মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এমন অপরাধের জন্য শাস্তি পেতে হয়েছে। ১৩ কর্মকর্তার সবাইকেই নৈতিকতা বিধি লঙ্ঘনের জন্য তিরস্কার করা ছাড়াও তাঁদের বেতন কাটা হয়েছে।

জাপানের সংসদে নিয়মিত প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী সুগাকে ছেলের আচরণের জন্য বিরোধী দলের প্রশ্নবাণে জর্জরিত হতে হচ্ছে। সুগা অবশ্য সাংবাদিকদের বলেছেন, তাঁর ছেলের এ ঘটনায় তিনি সত্যিকার অর্থে দুঃখিত এবং জাপানের জনগণের কাছে ক্ষমাপ্রার্থী। "

আমাদের সেনাপ্রধান যেখানে নিজের আর ভাইদের নেক কর্ম ঢাকার জন্য জনগনের কপালে উষ্টা মারে, সেখানে জাপানের প্রধানমন্ত্রী জনগনের কাছে ক্ষমা চায় কারন- ছেলে যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে পানাহার করে অপরাধী।

অর্থনৈতিক ভাবে জাপান আমাদের থেকে উন্নত হইতে পারে, কিন্তু নৈতিকতা তাদের শিখতে হবে - আমাদের কাছেই।

মনে রাখতে হবে- শিক্ষায় কোনো লজ্জা নাই।

তথ্যসূত্র:
ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার লেখক মুশতাকের মৃত্যু কারাগারে, কিশোরও অসুস্থ
ছেলের কাণ্ডে বিপাকে জাপানের প্রধানমন্ত্রী সুগা

ছবি: অন্তর্জাল

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৩৯

রাজীব নুর বলেছেন: ব্লগ এডমিন কে অনুরোধ করবো- আপনার লেখা যেন প্রথম পাতায় আসে।
কারন আপনি একজন একটিভ ব্লগার।
তাছাড়া আপনি তিন বছর ধরে ব্লগে আছেন। প্রচুর পোষ্ট পড়েন এবং মন্তব্য করেন।

০১ লা মার্চ, ২০২১ রাত ৩:১১

কবিতা ক্থ্য বলেছেন: রাজীব ভাই,
আপনার মন্তব্য এবং আন্তরিক চিন্তার জন্য ধন্যবাদ।
আমি এডমিন কে অনুরোধ করে আবার মেইল করার চেষ্টা করবো।

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:২৫

ঠাকুরমাহমুদ বলেছেন:




প্রিয় কবিতা কথ্য,
আমি ব্যক্তিগত ভাবে আন্তরিক দুঃখ প্রকাশ করছি, আমি কখনো লক্ষ্য করিনি আপনি প্রথম পাতায় এক্সেস পাননি অথচ আপনি দিনের পর দিন আমাকে ও আমাদের সকলকে উৎসাহ দিয়ে মন্তব্য করে যাচ্ছেন!

ব্লগার রাজীব নুর আপনাকে হয়তো ব্যক্তিগত ভাবে চেনেন জানেন, আমি আপনাকে চিনিনা জানিওনা। ব্লগের কাউকেই আমি ব্যক্তিগত ভাবে চিনিনা জানিওনা। তারপরও আমি আপনার জন্য সামহোয়্যারইন ব্লগের মাননীয় এডমিনের কাছে অনুরোধ করছি তিনি যেনো পূর্ণ বিবেচনা করে আপনাকে প্রথম পাতায় এক্সেস প্রদান করেন।

সামহোয়্যারইন ব্লগে আপনি কবিতা কথ্য’র মতো ব্লগার প্রয়োজন আছে।
সবাইকে ধন্যবাদ। ব্লগিং আনন্দময় হোক।

০১ লা মার্চ, ২০২১ সকাল ১০:০১

কবিতা ক্থ্য বলেছেন: ঠাকুরমাহমু

আপনাকে অনেক ধন্যবাদ আমার সীমাবদ্ধতা অনুধাবন করার জন্য।
আপনার আন্তরিকতা সত্যি আমার জন্য অনুপ্রেরনাদায়ক।

এখন আমার ১ম পাতায় লেখার অধিকার হয়েছে। আগামীর দিন গুলোতে ও আপনাদের পাশে পাবো- এই কামনা।

ভালো থাকবেন।

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৫৩

সামিয়া বলেছেন: কি কান্ড!!!!

০১ লা মার্চ, ২০২১ সকাল ১০:০২

কবিতা ক্থ্য বলেছেন: আসলেই অবাক কান্ড।
আমরা আসলে ওদের নৈতিক শিক্ষক হতে পারি (!)

৪| ০৩ রা মার্চ, ২০২১ রাত ৩:৪৯

প্যারাডাইম বলেছেন: মাথা নষ্টই বটে

১১ ই মার্চ, ২০২১ রাত ৩:০২

কবিতা ক্থ্য বলেছেন: আমিও তো তাই কই।

৫| ২১ শে মার্চ, ২০২১ সকাল ১০:০৭

স্থিতধী বলেছেন: আমরা জাপানের পতাকাটাই অনুকরণ করতে পারলাম শুধু । ব্যাস অতটুকুই শক্তিতে কুলিয়েছে!

আশা করি প্রথম পাতায় অনুমোদন পেয়ে যাবেন দ্রুত । ইতিমধ্যে পেয়ে গেলে অভিনন্দন।

২৬ শে এপ্রিল, ২০২২ সকাল ১০:৫৯

কবিতা ক্থ্য বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৪৪

ফারহানা শারমিন বলেছেন: শুধু নৈতিকতা কেন তৈল মর্দন থেকে শুরু করে অনেক কিছুই আমাদের কাছ থেকে ওদেরকে শেখা উচিত।

২৬ শে এপ্রিল, ২০২২ সকাল ১০:৫৯

কবিতা ক্থ্য বলেছেন: ভালো বলছেন ফারহানা আপু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.