নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ হবার নিমিত্তে

কবিতা ক্থ্য

My limitation — is only my imagination

কবিতা ক্থ্য › বিস্তারিত পোস্টঃ

আরে বেকুবের দল- মুশতাক আহমেদের মৃত্যু নিয়া এত লাফালাফির কিছু নাই

০৫ ই মার্চ, ২০২১ সকাল ৮:৩৪

মানের ভাব প্রকাশের স্বাধীনতা নাকি ভাষার স্বাধীনতা- কোনটা বেশী গুরুত্বপূর্ন

ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়,
ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতে-পায়ে।

আব্দুল লতিফ এই গানটি লিখেন পশ্চিম পাকিস্তানীদের উদ্দেশ্য করে। কারন তখন বাঙ্গালীদের উর্দূ ভাষায় কথা বলতে বলা হয়েছিলো। শুধু ভাষার মধ্যম বদলের জন্য সেইদিন প্রান দেয়- রফিক, জব্বার, শফিউল, সালাম, বরকত সহ অনেকেই। তাই এ দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে।

মুশতাক আহমেদ ১০ মাস ধরে কাশিমপুর কারাগারে বন্দী ছিলেন। গত ২৫ ফেব্রুয়ারি রাতে তিনি কারাগারে মারা যান। (যদিও দুস্ট লোকের বলে- তার মনের ভাব প্রকাশ করতে গিয়ে তিনি সরকারের রোষানলে পড়েন এবং নির্যতনের শিকারে মারা যান)
জনগনের চাপের মুখে আরকজন- কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর মুক্তি পেয়েছেন। কিশোরের লোমহর্ষক নির্যাতনের বর্ননা দয়া করে প্রথমআলো থেকে পড়েনেন।

অজ্ঞাত স্থানে ৬৯ ঘণ্টা রেখে কার্টুন নিয়ে প্রশ্ন, মারধর

জতির বিবেক জানতে চায় আজ- মানের ভাব প্রকাশের স্বাধীনতা নাকি ভাষার স্বাধীনতা- কোনটা বেশী গুরুত্বপূর্ন।যদি মানের ভাব প্রকাশের স্বাধীনতা বেশী গুরুত্বপূর্ন হয়, তাহলে বলব- আরে বেকুবের দল- এই রকম আরো ৫০০- ৬০০ জন মুশতাক আহমেদ মারা গেলেও হয়তোবা ডিজিটাল নিরাপত্তা আইন - বাতিল হবেনা।

৫২'তে পাকিস্তানীরা ৫-৬ জনের জীবনের বিনিময়ে বাংলাভাষাকে মুক্তি দিয়েছিলো। আর এইটা ২০২১- আমাদের সরকার ১ জনের মৃত্যুতেই মানের ভাব প্রকাশের স্বাধীনতা দিবে?

দরকার আরো রক্ত।



মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০২১ বিকাল ৩:৫৪

রাজীব নুর বলেছেন: আপনার লেখা প্রথম পাতায় আসছে না কেন?
দুঃখজনক।
আশা করি ব্লগ এডমিন ব্যবস্থা নেবেন।

২| ০৬ ই মার্চ, ২০২১ বিকাল ৩:৫৪

রাজীব নুর বলেছেন: এই দেশে বাস করতে হলে বোবা হয়ে বাস করতে হবে।

৩| ০৮ ই মার্চ, ২০২১ দুপুর ১২:৪৬

রাজীব নুর বলেছেন: প্রথম পাতায় আসেন নি?

০৯ ই মার্চ, ২০২১ রাত ৩:২০

কবিতা ক্থ্য বলেছেন: আরে না রে ভাই।
সহযোগীতায় গিয়া সাবমিট করলে - এরর দেখায়।

৪| ১২ ই মার্চ, ২০২১ ভোর ৬:৪৯

ওমেরা বলেছেন: মনের ভাব প্রকাশ করতে না পারলে মানুষ দম বন্ধ হয়ে এমনিতেই মারা যাবে ।

১২ ই মার্চ, ২০২১ সকাল ৭:৩৭

কবিতা ক্থ্য বলেছেন: মানুষ আসলে অদ্ভুত প্রানী- গিরগিটির চাইতেও ভালো পারে মানিয়ে নিতে।
ভালো থাকবেন।

৫| ১৬ ই মার্চ, ২০২১ সকাল ১০:০৫

জুল ভার্ন বলেছেন: মুশতাক-কিশোরদের জন্য ভয়ে ভয়ে সমবেদনা জানানো ছাড়া আর কিছুই করার নাই।
তবে মুশতাক-কিশোরদের থেকেও ভয়াবহ নির্যাতনের শিকার বেশ কয়েকজনকে চিনি যারা এই ব্লগেই আছেন।

১৬ ই মার্চ, ২০২১ সকাল ১০:২৫

কবিতা ক্থ্য বলেছেন: আমি তাদের বিষয়ে জানতে চাই।
আপনার পরিচিত কেউ থাকলে জানাবেন।

১৬ ই মার্চ, ২০২১ সকাল ১০:২৬

কবিতা ক্থ্য বলেছেন: আপনি চাইলে ইমেইল করতে পারেন।

৬| ২২ শে মার্চ, ২০২১ সকাল ১১:৪১

রাজীব নুর বলেছেন: প্রথম পাতায় এসেছেন?

৭| ২২ শে এপ্রিল, ২০২১ দুপুর ১:৫৫

রাজীব নুর বলেছেন: আমি বেঁচে আছি।

৮| ০৫ ই জুন, ২০২১ ভোর ৪:২২

তাই-ফি বলেছেন: উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ বিরানায়; মুক্তিযুদ্ধ, হায়, বৃথা যায়, বৃথা যায় বৃথা যায় - শামসুর রাহমান।

০১ লা জুলাই, ২০২১ ভোর ৪:০৩

কবিতা ক্থ্য বলেছেন: বলা বন্ধ।
চোখ অন্ধ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.