নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ছোটো ভাই- শাওন।
যার দ্বারা কিছু করা সম্ভব- আমরা কখনো কল্পনাও করিনি, কারন- পরিবারের ছোটো হওয়ার কারনে সব সমায় আদরে আদরে প্রায় মাথায় উঠা বাকী ছিলো তার।
যাই হোক সে এখন ডিউটি ডক্টর - কভিড ইউনিট- আজগর আলী মেডিকাল হাসপাতাল। এই সপ্তাহে তার ৮৪ ঘন্টা ডিউটি
ওর কাছ থেকে প্রতিদিনের আপডেট নেওয়া হয়।
গতকালের একটা ঘটা শুনলাম ওর কাছে-
ওদের ইউনিটে একজন ইমার্জেন্সি পেসেন্ট আসার পর অক্সিজেন সাপ্লাই ছিলোনা। তখন আরেক পেসেন্টের ছেলে তার বাবার অক্সিজেন খুলে সেই নতুন পেসেন্টকে ইউস করতে দেয় কারন তার বাবার অবস্হা কিছুটা ভালোর দিকে ছিলো।
আজকে সকাল পর্যন্ত আল্লাহর রহমতে দুই জনের অবস্হা কিছুটা স্টেবল।
মনে হলো ঘটনা টা সবার সাথে শেয়ার করা উচিত।
ছবি: অন্তর্জাল
০৯ ই জুলাই, ২০২১ সকাল ৮:৫৫
কবিতা ক্থ্য বলেছেন: মানবতা - আজকের অভিধানে বিরল একটা শব্দ।
ধন্যবাদ মন্তব্যের জন্য।
২| ০৯ ই জুলাই, ২০২১ সকাল ৯:২১
সাড়ে চুয়াত্তর বলেছেন: মানবতার জয় হোক।
০৯ ই জুলাই, ২০২১ সকাল ১০:৫৬
কবিতা ক্থ্য বলেছেন: কবিতা ক্থ্য বলেছেন: সবাই যদি একটু সহনশীল হয়, জীবনটা অনেক সহজ হয়ে যায়।
৩| ০৯ ই জুলাই, ২০২১ দুপুর ১২:০৫
সামিউল ইসলাম বাবু বলেছেন: ভালোলাগলো জেনে
১২ ই জুলাই, ২০২১ ভোর ৫:১৮
কবিতা ক্থ্য বলেছেন: ধন্যবাদ আমার ব্লগে মন্তব্য করার জন্য।
৪| ০৯ ই জুলাই, ২০২১ দুপুর ১২:০৯
আমি সাজিদ বলেছেন: কিন্তু একজন ডাক্তারের সপ্তাহে ৮৪ ঘন্টা ডিউটি করা উচিত নয়৷ এতে ক্লিনিকাল ডিসিশনের ভুল হতে পারে। হাসপাতালটি ইচ্ছা করেই কম ডাক্তার দিয়ে কোভিড ইউনিট চালাচ্ছে মনে হচ্ছে।
১২ ই জুলাই, ২০২১ ভোর ৫:২০
কবিতা ক্থ্য বলেছেন: ভাই সাজিদ,
ইহা বাংলাদেশ; - সব সম্ভবের দেশ।
এখানে কি উচিত, আর কি অনুচিত- আপনি আমার চাইতে ভলো জানােন।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভালো থাকুন।
৫| ০৯ ই জুলাই, ২০২১ দুপুর ১:১২
নতুন বলেছেন: আমাদের পাশে অনেক ভালো মানুষ আছে।
আমার মেয়ে কে নিয়ে হাসপাতালে থাকার ৬ দিনে এমন কয়েকজন মহানুভব মানুষের দেখা পেয়েছিলাম। যাদের কয়েকজনের সাথে জীবনে আর কখনোই দেখা হবেনা।
কিন্তু আজীবন কৃতজ্ঞ থাকবো। সুজোগ পেলেই তাদের উপকারের কথা টা বলি সবাইকে।
১২ ই জুলাই, ২০২১ ভোর ৫:২২
কবিতা ক্থ্য বলেছেন: আসলো ভালো মানুষ এখনো অনেক বেশী আছে দুনিয়ায়- না হলে কবেই সব ধংস হয়ে যেতো।
৬| ০৯ ই জুলাই, ২০২১ বিকাল ৫:৫৩
জহিরুল ইসলাম সেতু বলেছেন: স্বার্থপরতা আর আত্মকেন্দ্রিকতা যখন আমাদের সমাজে ব্যাধির রূপ নিয়েছে, তখন একি অমিয় সংবাদ শোনালেন আপনি!
মনটা খুব ভাল হয়ে গেল। আসলে এমনো ভাল কিছু মানুষ রয়েছে বলেই পৃথিবীটা এখনো সুন্দর।
শুভেচ্ছা।
১২ ই জুলাই, ২০২১ ভোর ৫:৪৩
কবিতা ক্থ্য বলেছেন: ভাই সেতু,
আপনার সাঠে আমি এক মত।
খারাপ খবর শুনতে ভালো কোনো খবর পেলেও মনে হয়- সাথে কি কোনো কিন্তু আছে?
ভালো থাকুন।
৭| ০৯ ই জুলাই, ২০২১ রাত ১১:০৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার শেয়ার। আপনার ভাইএর জন্য শুভ কামনা।
১২ ই জুলাই, ২০২১ ভোর ৫:৪৫
কবিতা ক্থ্য বলেছেন: লিটন ভাই,
অবশেষে পেলাম আপনার দেখা।
আপনি কষ্ট করে আমার ব্লগে এসেছেন- অনেক ধন্যবাদ ভাই।
আশাকরি - ভালো থাকবেন।
৮| ১২ ই জুলাই, ২০২১ দুপুর ১২:০৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: মানুষ মানুষের জন্য।
সুন্দর অনুভূতি
৯| ১২ ই জুলাই, ২০২১ দুপুর ১২:৩৫
মলাসইলমুইনা বলেছেন: চমৎকার ! ছোট ছোট এই মানবিকতাগুলোই আসলে আমাদের পরিচয়। আমাদের নেতা নেতৃবৃন্দের ব্যর্থতার জন্য ব্যর্থতা আর অমানবিকতার যে গল্পগুলো লেখা হয়ে যায় আমাদের দেশ ও জাতির কপালে সেগুলো আমাদের আসল পরিচয় না কখনোই।
১৩ ই জুলাই, ২০২১ সকাল ১০:০৭
কবিতা ক্থ্য বলেছেন: নাইমুল ভাই,
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।আসলে আমাদের কপাল খারাপ যে - স্বাধীনতার ৫০ বছর পরও ১ জন জগ্য নেতা পাইনি।
দেশে বিবেক বান মানুশ পাওয়া মানে আকাশের চাঁদ হাতে পাওয়া।
কি আর বলবো?
১০| ১২ ই জুলাই, ২০২১ বিকাল ৩:৫০
কবির সরদার বলেছেন: এখনো মনুষ্যত্ব হারিয়ে যায় নি।
১৩ ই জুলাই, ২০২১ সকাল ১০:০৮
কবিতা ক্থ্য বলেছেন: ধন্যবাদ কবির ভাই আপনার মন্তব্যের জন্য।
ভালো থাকুন।
১১| ২০ শে জুলাই, ২০২১ সকাল ৮:২০
মেহবুবা বলেছেন: অনেক চাপ, অনেক বেদনা এই অতিমারি তে, অনেকদিন হোল; তার মাঝে এমন পজিটিভ বিষয় কিছুটা হলেও স্বস্তি আনে।
এই সময়ে চিকিৎসক দের শারিরীক ভাবে যতটা না তার চেয়ে মানসিকবাবে বেশী চাপ নিতে হয়; ওরাও মানুষ । আপনার ভাইয়ের মন ভাল রাখে যেন আল্লাহ্ ।
২০ শে জুলাই, ২০২১ সকাল ৮:২৫
কবিতা ক্থ্য বলেছেন: আপনার মন্ত্যের জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৯ ই জুলাই, ২০২১ সকাল ৮:৪৮
শেরজা তপন বলেছেন: ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য
মানবতার উৎকৃষ্ট উদাহরণ!