নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাজিরা আমাদের অন্চলের খুব পরিচিত একটা শব্দ।
এই শব্দ সাধারনত এলাকায় যারা সম্মানিত চাকুরিজিবী তাদের বলতে শুনা যায়। এদের সবাই অবশ্য সরকারি চাকুরিজিবী। এদের কাজ হচ্ছে- মাসে ১ দিন কর্মস্হলে গিয়ে হাজিরা দিয়ে বেতন তুলে আনা। সাধারনত এই রকম চাকরি নিতে তাদের ৫-১০ লক্ষ টাকা ঘুস দিতে হয়। এক বার চাকুরি হয়েগেলে সারা জীবন বাসায় বসে বসে বেতন পাওয়া। কেউ কেউ আরেকটু বেশী স্মার্ট । তারা তাদের দ্বায়িত্ব দিয়ে দেয় অন্য কাউকে। সেই লোক কাজ করে, আর মাস শেষে বেতন পাঠিয়ে দেয় আসলে যার চাকরি- তার কাছে। প্রশ্ন করতে পারেন তাহলে তার (মিডিল ম্যন) এর লাভ কি? উত্তর- ঘুষের, চা নাস্তার টাকাই তার ইনকাম।
আমাদের আত্মীয়দের মাঝে ১ জন আছেন - যিনি নৌপরিবহন এ চাকুরি করেন। তার পোস্টিং- আরিচা ফেরিঘাট। উনি মনে হয় ২য় ক্লাস পর্যন্ত পড়েছেন। সারা মাস উনি গ্রামেই থাকেন। মাস শেষে উনি বেতন তুলেন সাথে ৫০,০০০ টাকা বোনাস। এই ৫০,০০০ হলো- ফেরি, লন্চের যে তেল চুরি হয়, তার ভাগের টাকা।
পর্যালোচনা:
আমার খুব জানতে ইচ্ছে করে- এই ঘুসখোরদের (টপ টু বটম) কোন কারনে রাস্ট্রদ্রোহীতার অভিযোগে বিচার হবে না? একজন ঘুষখোর তো প্রকৃত পক্ষে রাষ্ট্রের আমানতের খেয়ানত করছে। জনগনের জান মাল মাল নিয়ে ছিনিমিনি খেলছে। এই ঘুষ, অনিয়ম, দুর্নিতির জন্য কত মানুষ প্রান হারায়। দূর্নিতির মাধ্যমে বানানো ব্রিজ, ফ্লাইওভার ভেংগে কত মানুষ মারা যায়। যেসব ঠিকাদারেরা, সরকারী কর্মচারী জড়িত (আমি তাদের কথা বলছি- যারা জড়িত) তাদের বিরুদ্ধে কেনো হত্যা মামলা হয়না? অফিস থেকে খেলার মাঠ, নৌকা থেকে উড়োজাহাজ, ধানেরশিষ থেকে পানের পিক - পুরোটাই আজ অনিয়মের আখড়া।
কেনো অনিয়ম কে নিয়ম মেনে নিয়ে আমাদের চলতে হবে? কেনো কালো কে সাদ আর সাদাকে কালো মেনে নিয়ে অভিশপ্ত জীবন বয়ে বেড়াতে হবে? আপনারা হয়তো বলতে পারেন- সবাই তো একই কাজ করছে, তোমার সমস্যা কোথায়? সমস্যা আসলে আমার না- সমস্যা সবার- যারা দেখেও না দেখার ভান করে - তাদের। তার পরও যদি মনে হয়- আরে বাবা - এই সব প্রোবলেম কোনো সমস্যা না...
আমি বলবো- GOOD LUCK
ছবি: অন্তর্জাল।
বি:দ্র: টাইটেল আর লিখার অসামন্জস্য ইচ্ছে করেই রাখা হয়েছে। (কেউ সামন্জস্য খুজে পেলে লেখক দায়ী না)
০৯ ই আগস্ট, ২০২১ ভোর ৪:০৮
কবিতা ক্থ্য বলেছেন: এই কথা মুজিব সাহেবও বুঝতে পেরেছিলেন। কিন্তু কিছুই করতে পারেননি। কারন উনি এই দেশের মানুষদের ভালোবাসতেন।
বাবা মা'র মতো সন্তানদের ভালবাসার সাথে শাসনটাও ঠিক মতো করতে হয়।
আমি একটু অসুস্হ, তাই দেরিতে রিপ্লাই দিলাম।
২| ০৫ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:৪৭
সাসুম বলেছেন: এরজন্য দায়ী এডুকেশান সিস্টেম। দেখুন আপনার রিলেটিভ ক্লাস ২ পর্যন্ত পড়েছেন। উনার কাছে মাসে ৫০ হাজার টাকা ঘুষের টাকা অন্যায় না, দেশের গোয়া মারা না।
কিন্তু এখনকার সিস্টেমে মাস্টার্স পাস করা লোক ও সেইম কাজ করে কোন চিন্তা বা দেশের প্রতি ভালোবাসা ছাড়াই।
এর জন্য প্রয়োজন শিক্ষা ব্য্যবস্থার পরিবর্তন আনা।
সারা দুনিয়ায় উন্নত দেশ গুলোতে প্রাথমিক শিক্ষা শুরু হয়- অনেস্টি, মোরালিটি, এথিক্স, হিউমিলিটি আর দেশপ্রেম দিয়ে।
আমাদের দেশে শুরু হয়- এক ড্রাম দুধে পানি মেশানো দিয়ে। যতই চেস্টা করি না কেন- দিনশেষে যেই লাউ সেই কদু।
যতদিন আমরা উন্নত ও শিক্ষিত জাতি এবং সৎ মানুষ খুজে বের করতে ও গড়ে তুলতে পারব না ততদিন এরকম চোর বাটপার প্যারা মজিদ দের নিয়েই সমাজে বেচে থাকতে হবে।
০৯ ই আগস্ট, ২০২১ ভোর ৪:১০
কবিতা ক্থ্য বলেছেন: আপনার সাথে আমি সম্পূর্ন এক মত। আমাদের আসলে গোড়াতেই গলদ। আমিও এর বাইরে নই, কাকে দোষ দিবো, নিজেই দোষী।
আমি একটু অসুস্হ, তাই দেরিতে রিপ্লাই দিলাম।
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
৩| ০৭ ই আগস্ট, ২০২১ দুপুর ১:২০
দেয়ালিকা বিপাশা বলেছেন: কবিতা ক্থ্য ,
ধর্মে আছে ঘুষের টাকা হারাম , ঘুষ খোর জাহান্নামী। যে পথ আমাদের বিধানে নিষিদ্ধ সে পথকে বেছে নিয়ে স্মার্টনেসের পরিচয় দেয়াকে আজকাল ম্যাচুরিটি বলা হয়। যাক সে কথা সেটি আমার মন্তব্যের মূল বিষয় নয়।
আপনার পর্যালোচনাটি যথার্থ কিন্তু আমার কথা হচ্ছে অনিয়মের যে নিয়ম ঘটাবে সেই নিয়মেই তো বিশাল অনিয়ম হয়ে আছে। যদি ভিত্তি মজবুত হয় তবে শক্তিশালী এমারত দাঁড় করানো যায়। আমি মনে করি আমাদের সমস্যা হয়তবা ভিত্তিতেই (নিরপেক্ষভাবে বলছি)। তাই সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করি তিনি আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করুক এবং সুপথে চলার তৌফিক দান করুক।
শুভকামনায়,
- দেয়ালিকা বিপাশা
০৯ ই আগস্ট, ২০২১ ভোর ৪:১৪
কবিতা ক্থ্য বলেছেন: ঠিক বলেছেন আপনি।
আমরা রক্ষক হয়ে ভক্ষন করি, সর্প হয়ে দংশি আবার সেই আমরাই ওঝা হয়ে ঝাড়ি।
নিজেকে নিজে গালি দেয়া ছাড়া আর কিছুই করতে পারিনা; কারন- এই (অ)নিয়মের বিপরীতে চললে- আমাকেই প্রতিবন্ধি হিসাবে প্রমানের লোকের অভাব হবে না।
আমি একটু অসুস্হ, তাই দেরিতে রিপ্লাই দিলাম।
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।
৪| ০৯ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:৫৬
দেয়ালিকা বিপাশা বলেছেন: কবিতা কথ্য,
আশা করছি আপনি দ্রুত সুস্থ হয়ে যাবেন। আল্লাহ আপনার মঙ্গল করুক।
- দেয়ালিকা বিপাশা
২০ শে আগস্ট, ২০২১ ভোর ৫:২০
কবিতা ক্থ্য বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
এখন কিছুটা ভালো আছি।
ভালো থাকুন।
৫| ২৯ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:১৩
খায়রুল আহসান বলেছেন: এখন তো আরও ভয়ানক অবস্থা চলছে। সবকিছুরই সীমা অতিক্রম করে গেছে।
©somewhere in net ltd.
১| ০৫ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:৪২
চাঁদগাজী বলেছেন:
পুরো প্রশাসনটাকে সম্পুর্ণভাবে নষ্ট করে, চোর-ডাকাতের আস্তানায় পরিণত করা হয়েছে।