নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ হবার নিমিত্তে

কবিতা ক্থ্য

My limitation — is only my imagination

কবিতা ক্থ্য › বিস্তারিত পোস্টঃ

১৪তম ব্লগ দিবস উপলক্ষে অস্ট্রেলীয়া প্রবাসী ব্লগারদের পু্নর্মিলনী

১৫ ই ডিসেম্বর, ২০২২ ভোর ৬:১৯





প্রিয় ব্লগার,

১৪তম ব্লগ দিবস উপলক্ষে অস্ট্রেলীয়া প্রবাসী ব্লগারদের নিয়ে একটা পু্নর্মিলনী আয়োজন করলে কেমন হয়? ঠিক যেমন পু্নর্মিলনী হতে যাচ্ছে বাংলাদেশে। একই দিন একই সময়ে।

দয়া করে আস্ট্রলীয়া প্রবাসী ব্লগাররা সড়া দিন; দেখা যাক প্রবাসে - দেশের আড্ডা জমে কি না।


তারিখ: শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
সময়: বিকেল ৭:৩০ - ৯:৩০
স্হান: আলোচনা সাপেক্ষ।

ইমেইলের মাধ্যমে আমরা প্রাথমিক যোগাযোগ করতে পারি।
[email protected]

মিরোরডডল - আপনার এবং আস্ট্রলীয়া প্রবাসী সকল বলগারদের আন্তরিক এবং সক্রিয় সহযোগীতা কামনা করছি।




মন্তব্য ৫০ টি রেটিং +৮/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০২২ সকাল ৭:৪৯

সোনাগাজী বলেছেন:



আপনি ও মিরোরডডল ব্যতিত ারো কেহ আছেন?

১৫ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৪১

কবিতা ক্থ্য বলেছেন: আমার মনে হয় সামুর আরো অনেক ব্লগার আছেন আস্ট্রলীয়ায়।
সকলের কাছ থেকে রিসপন্স আশা করছি।

২| ১৫ ই ডিসেম্বর, ২০২২ সকাল ৮:২৬

বিষন্ন পথিক বলেছেন: কোটায় আছি, হাজিরা দিয়ে গেলাম, ভালো উদ্যোগ, শুভকামনা

১৫ ই ডিসেম্বর, ২০২২ সকাল ৮:৩৭

কবিতা ক্থ্য বলেছেন: [email protected]

সময় পেলে ১টা ইমেইল ছুড়ে মাইরেন।

৩| ১৫ ই ডিসেম্বর, ২০২২ সকাল ৮:৪৯

শেরজা তপন বলেছেন: অস্ট্রেলিয়া থাকলে আইতাম- কিন্তু দুর্ভাগ্য :(

১৫ ই ডিসেম্বর, ২০২২ সকাল ৯:৩৪

কবিতা ক্থ্য বলেছেন: বলেছেন: ব্যপার না।
আপনি দেশের টায় যোগ দেন, ভিডিও কনফারেন্স হবে।

৪| ১৫ ই ডিসেম্বর, ২০২২ সকাল ৯:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: অভিনন্দন শুভ কামনা শুভ জন্মদিন সামহোয়্যার ইন বাংলা ব্লগ।

১৫ ই ডিসেম্বর, ২০২২ সকাল ৯:৪৬

কবিতা ক্থ্য বলেছেন: আপনি বস মানুষ।
আমার ব্লগে পায়ের ধূলা দিয়েছেন- এতেই আমি ধন্য।
আপনার দীর্ঘায়ূ কামনা করছি।

ব্লগের জন্মদিনে সকল ব্লগার কে শুভেচ্ছা।

৫| ১৫ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: টিকেট ভিসা দেন আইয়া পড়ি

১৫ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৪১

কবিতা ক্থ্য বলেছেন: আপু এইটা কি বললেন আপনি?

ব্লগের প্রতি টান থাকলে...টিকেট, ভিসা, দূরত্ব - এইসব কোনো ব্যপার না।

৬| ১৫ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৪৮

মরুভূমির জলদস্যু বলেছেন: সকলের জন্য শুভকামনা

১৫ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৫১

কবিতা ক্থ্য বলেছেন: দোআ করিয়েন-
অন্তত ১ জন সাথী পেলেও আমরা এগিয়ে যাবো।

৭| ১৫ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৫৭

মোহাম্মদ গোফরান বলেছেন: আমাকে অস্ট্রেলিয়া নিয়ে যান। আমিও যোগ দিতে চাই। অস্ট্রেলিয়ার ব্লগারদের জন্য শুভ কামণা।

১৫ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১১:০৫

কবিতা ক্থ্য বলেছেন: চলে আসেন গোফরান ভাই।

আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি যারা পরিবাগের অনুস্ঠানের সাথে আমাদের অনুস্ঠানে যোগ দিতে চান।
কিন্তু সমস্যা হল- আমরা ও এক ই সময় অনুস্ঠানটা করতে চাই।

৮| ১৫ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১১:০৫

মোহাম্মদ গোফরান বলেছেন: আমার এক্স অস্ট্রেলিয়া থাকে। ওকেও ইনভাইটেশন দিয়েন।

১৫ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১১:০৯

কবিতা ক্থ্য বলেছেন: আপনি চাইলে তাকে আমরা চিফ গেস্ট বানায়া দিব।
যোগাযোগের মাধ্যম জানায়েন।

৯| ১৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:০৬

বাকপ্রবাস বলেছেন: যেতে মন চাচ্ছে, কিন্তু সময়, টিকেট, ভিসা, সামর্থ্য কিচ্ছু নাই তায় খেমতা দিলাম

১৬ ই ডিসেম্বর, ২০২২ ভোর ৪:০৯

কবিতা ক্থ্য বলেছেন: বাকপ্রবাস ভাই,
আপনি সশরিরে না থাকলেো ও আমাদের মনের মাঝে থাকবেন আপনি।
আমাদের অনুস্ঠানে আপনাকে স্মরন করা হবে।

১০| ১৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:১৬

মোহামমদ কামরুজজামান বলেছেন: আহা অস্ট্রেলিয়া !!!!!!!!!!
আহা মধুর মিলন ( ব্লগারদের মিলন)'মেলা!!!!!!!!!!!!!!!!!
সাধ আছে সাধ্য নাই , যদি থাকত পাঙখা তয় যাইতাম উড়িয়া সুদুর-সুন্দর অস্ট্রেলিয়ায় ব্লগারদের মিলন মেলায় (একবার যাইবার পারলে জিন্দেগিতে আর ফিরা আইতাম না :P আমার সোনার বাংলায়। পালাইয়া যামু নির্ঘাত কইলাম ব্লগারদের মিলন মেলা থেকে ) ।

তারপরও কিললাই যামুনা,কারন কি ?
কারন, টিকেট কিনার টেহা :(( ও ভিসা লাগানোর ক্ষমতা নাই।
আমি যাইবার পারুম না বঈলে আমনেরা মিলবেন না এমন ঐবার পারেনা। আমনেরা মিলেন ,পরে কিছু মিছু আমাদের (খাওয়া দাওয়ার ছবি+আপনাদের হককলের ছবি ) দিয়েন , যা দেখে আমরা নিরিহ ব্লগারদের চউখ জুড়াবে।

১৬ ই ডিসেম্বর, ২০২২ ভোর ৪:১১

কবিতা ক্থ্য বলেছেন: আমার ইমেইলে আপনার ছবি পা ঠায়েন,
ষেলফি তুলার সময়, আপনারে ও এড করে নিমুনে।

১১| ১৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:২৮

রাজীব নুর বলেছেন: হ্যাঁ করুণ । ভালো হবে। আপনাদের দেখাদেখি আরো অনেকে আগ্রহ পাবে।

১৬ ই ডিসেম্বর, ২০২২ ভোর ৪:১২

কবিতা ক্থ্য বলেছেন: দোআ করেন রাজীব ভাই,
আমাদের উদ্দেশ্য যেনো সফল হয়।

১২| ১৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:১১

নীলসাধু বলেছেন: একটা সময়ে বিশ্বের অন্যান্য শহরেও ব্লগ দিবস পালিত হয়েছে। তা আবার শুরু হোক।
প্রবাসে আমাদের অনেক সহ ব্লগার রয়েছেন, তারা চাইলে মার্কিন মুল্লক, ইউকে, অস্ট্রেলিয়া ইউরোপ সহ নানা স্থানেই ব্লগারদের মাঝে এই যোগাযোগ, দেখাদেখি হতে পারে। সেটা হবে সবার জন্য আনন্দের।
তবে এই কাজগুলো আয়োজন করা, কো অরডিনেট করা এবং সবশেষে সমালোচনাবিহীন ভাবে শেষ করা কিছুটা কষ্টকর। তবু আপ্নারা মিলিত হলে ভালো লাগবে আমাদের কাছেও।

গুড উইশ।

১৬ ই ডিসেম্বর, ২০২২ ভোর ৪:১৫

কবিতা ক্থ্য বলেছেন: নীলসাধু,
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
আমরা যদি সফল হই, তার অংসিদার সামু ব্লগের প্রত্যেক ব্লগার। অন্তত ২ জন হলেও আমরা এগিয়ে যাবো আপনাদের দোয়ায়।

১৩| ১৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:২০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি যেটা বলার জন্য এ পোস্টে এসেছি, অলরেডি নীলসাধু ভাই সেটা বলে ফেলেছেন।

চমৎকার আইডিয়া। আমাদের বিভিন্ন দেশের প্রবাসীরা এ দিবসটা পালন করতে পারেন। অনেক ব্লগারের উপস্থিতি আবশ্যক না; ব্লগারগণ বিভিন গেস্ট বা শুভাকাঙ্ক্ষীদের ইনভাইট করতে পারেন, ব্লগের প্রচারণা চালাতে পারেন তাদের মধ্যে।

আমাদের বিভিন্ন জেলা শহর বা বিভাগীয় শহর এমনকি, প্রত্যন্ত অঞ্চলেও এটার আয়োজন করা যেতে পারে - যারা ঢাকায় আসতে পারবেন না, তারা করতে পারেন এটা।

আপনাদের জন্য শুভ কামনা রইল।

ইয়ে, আমি আগামীতে অস্ট্রেলিয়ায় বসতি গড়ার প্ল্যান করিতেছি, এখনো স্বপ্নের পর্যায়ে, তো, আসলে আপনাদের ওখানে যোগদান করিব।

১৬ ই ডিসেম্বর, ২০২২ ভোর ৪:১৯

কবিতা ক্থ্য বলেছেন: সোনাবীজ ভাই,
আপনাকে ধন্যবাদ; সেই সাথে স্বাগতম।
আপনি আসলে আমাদের আনন্দ তখন আরো মাত্রা পাবে - সন্দেহাতীত ভাবে।

আপাতত, আমরা চেস্টা করবো- অন্তত যেনো- শুরু টা করতে পারি।

১৪| ১৫ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:০৫

মিরোরডডল বলেছেন:




চমৎকার উদ্যোগ।
আমি ক্ষমাপ্রার্থী অংশগ্রহণ করতে পারছি না বলে কিন্তু সবার জন্য আমার অনেক অনেক শুভকামনা।

অস্ট্রেলিয়ার লোকাল টাইম ৮:৩০ হবে, বাংলাদেশের সাথে পাঁচ ঘন্টা টাইম ডিফারেন্স ।

আরেকটা কথা, শায়মাপু কিন্তু সিডনিতে আছে সেসময় :)


১৬ ই ডিসেম্বর, ২০২২ ভোর ৪:২০

কবিতা ক্থ্য বলেছেন: মিরোরডল-
আপনার মুল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৫| ১৫ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:০৫

খায়রুল আহসান বলেছেন: চমৎকার একটা উদ্যোগ নিয়েছেন, সাফল্য কামনা করছি। আশা করছি, অস্ট্রেলিয়ায় প্রবাসী ব্লগারগণ অনুষ্ঠানে আসতে পারেন বা না পারেন, আপনার উদ্যোগে একটা রেসপন্স অন্ততঃ দিবেন।

ব্লগ দিবস উপলক্ষে অস্ট্রেলিয়ায় প্রবাসী সকল ব্লগারকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা!

১৬ ই ডিসেম্বর, ২০২২ ভোর ৫:১৪

কবিতা ক্থ্য বলেছেন: খায়রুল আহসা
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
আমিও আপনার মতো বলতে চাই, যারা অস্ট্রেলীয়া প্রবাসী - আমরা পারি - না পারি, অন্তত রেসপন্স করি।

১৬| ১৫ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৫৬

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: তাহলে আমিও ছুইড়া দেই আরেকটা বাণী!



ইতালীতে বসবাসরত ব্লগাররা যদি এরকম মিলনমেলার আয়োজন করতে চান, তবে এই পোস্টের মন্তব্যে জানান!


দেখা যাক কেমন জমে!
অপেক্ষায় থাকলাম।

আপনার আয়োজনটির পূর্ণসফলতা কামনা করি। শুভকামনা থাকলো।

১৬ ই ডিসেম্বর, ২০২২ ভোর ৫:১৬

কবিতা ক্থ্য বলেছেন: তাজুল ভাই,

আপনার এই উদ্যোগ সফল হোক- এই কামনা করি।
আর আপনাদের ছবি দিতে ভুলবেন না যেনো।

১৭| ১৫ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩৩

আহমেদ জী এস বলেছেন: কবিতা ক্থ্য,




একটি আনন্দবার্তা।
সফলতা কামনা করছি।

সুদূর বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া প্রবাসী সকল ব্লগারকে অভিনন্দন এবং শুভেচ্ছা!

১৬ ই ডিসেম্বর, ২০২২ ভোর ৫:৩৫

কবিতা ক্থ্য বলেছেন: আহমেদ ভাই,

আপনাকে ও শুভকামনা। আশা করি- আপনাদের পু্নর্মিলনীর অনেক অনেক ছবি দেখতে পাবো।

১৮| ১৫ ই ডিসেম্বর, ২০২২ রাত ৯:১৭

নেওয়াজ আলি বলেছেন: সামুর জন্মদিনের আনন্দ ছড়িয়ে পড়ুক দেশে বিদেশে। একটি পরিবার গড়ে উঠুক সাহিত্য অঙ্গনে।

১৬ ই ডিসেম্বর, ২০২২ ভোর ৫:৩৬

কবিতা ক্থ্য বলেছেন: ধন্যবাদ নেওয়াজ ভাই,
দোআ করবেন আমরা যেনো শুরো টা করতে পারি।

বাকি টুকু সময়ের হাতে ছেড়ে দিলাম।

১৯| ১৬ ই ডিসেম্বর, ২০২২ রাত ২:২৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: জানুয়ারীর শেষে আসার সম্ভামনা আছে

১৬ ই ডিসেম্বর, ২০২২ ভোর ৫:৩৮

কবিতা ক্থ্য বলেছেন: [email protected]আসবার আগে আওয়াজ দিয়েন।

সাক্ষাতের আশা রাখি।

২০| ১৬ ই ডিসেম্বর, ২০২২ রাত ২:৩৩

রোকসানা লেইস বলেছেন: বেশ সুন্দর ভাবনা। সবদেশেই ব্লগাররা এক সাথে হয়ে জন্মদিন উপভোগ করতে পারলে ভালোই হতো।
অনেক শুভকামনা রইল

১৬ ই ডিসেম্বর, ২০২২ ভোর ৫:৪০

কবিতা ক্থ্য বলেছেন: রোকসানা লেইস,

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
দোআ করবেন- আমার সাথে যদি আরেক জন পাই, তাহলেই এগিয়ে যেতে পারবো।

২১| ১৬ ই ডিসেম্বর, ২০২২ ভোর ৬:৫৮

আরজু পনি বলেছেন: খুবই ভা‌লো উদ্যোগ।

আমি‌তো ম‌নে ক‌রি কাও‌কে না পে‌লে একাই কেক কে‌টে ছ‌বি তু‌লে আন‌ন্দের সময়টুকু শেয়ার করা যায়।
মা‌নে হ‌লো যে কয়জন থাক‌বে তা‌দের নি‌য়েই হ্কে জ‌ম্পেশ আড্ডা।

শুভকামনা অ‌শেষ।

১৬ ই ডিসেম্বর, ২০২২ সকাল ৭:০৫

কবিতা ক্থ্য বলেছেন: আরজু আপু,
এইটা ও বিবেচনায় থাকবে - (কেকের কথা টা মাথায় ছিলো না)
আমাদের কথা ভেবেই হয়তো রবি ঠাকুর বলেছিলেন- যদিতোর ডাক শুনে কেউ না আসে, তবে...

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

২২| ১৬ ই ডিসেম্বর, ২০২২ সকাল ৮:০২

ইসিয়াক বলেছেন:








চমৎকার উদ্যোগ।
শুভকামনা রইলো।

২১ শে ডিসেম্বর, ২০২২ ভোর ৬:৩৯

কবিতা ক্থ্য বলেছেন: কবিতা ক্থ্য বলেছেন: ধন্যবাদ ইসিয়াক ভাই।
আপনাদের অনুপ্রেরনায় যদি আমরা মিলিত হতে পারি, তবেই এই পোস্ট স্বার্থকতা পাবে।

ভালো থাকবেন।

২৩| ১৬ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:১৯

মনিরা সুলতানা বলেছেন: কী আনন্দ কী আনন্দ !!
একটা সময় অনেক দেশে এমন ভাবে মিলন মেলা হত। আবার জমুক মেলা !!
শুভ কামনা :)

১৬ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১১:২৪

কবিতা ক্থ্য বলেছেন: ধন্যবাদ মনিরা আপু,

দেখা যাক অস্ট্রেলীয়ার বুকে এক টুকরো বাংলাদেশ এর অনুভুতি পাওয়া যায় কি না।
ভালো থাকুন।

২৪| ১৬ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:২৮

রাজীব নুর বলেছেন: আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

২১ শে ডিসেম্বর, ২০২২ ভোর ৬:৪৩

কবিতা ক্থ্য বলেছেন: রাজীব ভাই,
আপনাদের অনুপ্রেরনা আমাদের সামনে এগিয়ে নিয়ে যাবে।

২৫| ১৬ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:২৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

আপনার উদ্যোগ কে সাধুবাদ জানাই।

২১ শে ডিসেম্বর, ২০২২ ভোর ৬:৪৪

কবিতা ক্থ্য বলেছেন: সৌরভ ভাই,

দোয়া করবেন জেনো আমরা একবার মিলিত হতে পারি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.