নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অস্ট্রেলীয়া প্রবাসী সকল ব্লগারদের অসংখ্য ধন্যবাদ যারা আমার সাথে ব্যক্তিগত ভাবে এবং ব্লগের মাধ্যমে যোগাযেগ করেছেন। বিশেষ করে যাদের নাম না বললেই নয় তারা হলেন- আমিন আহমেদ, শুভো, মুর্তোজা হাসান, সোহা মিররডডল। এর বাইরে ও যারা আছেন, তাদেরকে ও ধন্যবাদ।
ব্লগারদের সকলেই বিভিন্ন স্টেট এ থাকেন। কাজেই, সকলের সাথে কথা বলার পর আমরা পু্নর্মিলনীর তারিখ পু্নর্বিবেচনা করছি।
আমরা সকলের সুবিধা বিবেচনা করে একটা দিন ধার্য করতে চাই- যাতে করে- সবাই উপস্হিত থাকতে পারি; তাই সকলের কাছ থেকে রিসপন্স আশা করছি।
আমাদের মিররডডল জানিয়েছেন- শায়মা আপু সিডনিতে আসছেন।
শায়মা আপু, আপনি যদি আমাদের সাথে থানকেন, সেটা হবে আমাদের জন্য বিশেষ পাওয়া- যা কিনা আমাদের ভবিষ্যত চলাপথে অনুপ্রেরনা যোগাবে।
আমি আরো ২ জন ব্লগারের রিসপন্স আশা করছি-
মিররডডল- আপনার যদি কোনো সাজেশন থাকে জানবেন দয়া করে- কারন আমরা সকল অস্ট্রেলীয়া প্রবাসী ব্লগারদের অংশগ্রহন চাচ্ছি।
ব্লগার আর ইউ- আপনি যদি অস্ট্রেলীয়া প্রবাসী হয়ে থাকেন, দয়া করে রিসপন্স করুন।
জাদিদ ভাই, আমরা কি কোনো ভাবে, শায়মা আপুর সাথে যোগাযোগ করতে পারি? উনার উপস্হিতি আমাদের অনুস্ঠানকে সাফল্য মন্ডিত করবে বলে আমরা বিশ্বাস করি।
শায়মা আপু, আর ইউ, মিররডড বিষন্ন পথিক, - আপনারা আমার সাথে ইমেইলে যোগাযোগ করতে পারেন-
[email protected]
পরিশেষে- আমি বিশেষ ধন্যবাদ দিতে চাই- সোনাগাজী, শেরজা তপন, সেলিম আনোয়ার, কাজী ফাতেমা ছবি, মরুভূমির জলদস্যু, বাকপ্রবাস, মোহাম্মদ গোফরান , মোহামমদ কামরুজজামান, রাজীব নুর, নীলসাধু ,সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, খায়রুল আহসান, সৈয়দ তাজুল ইসলাম,আহমেদ জী এস, নেওয়াজ আলি , স্বপ্নের শঙ্খচিল, রোকসানা লেইস, আরজু পনি, ইসিয়াক, মনিরা সুলতানা, স্বপ্নবাজ সৌরভ এবং সামুর সকল ব্লগাররা যারা অস্ট্রেলীয়ায় না থেকেও আমাদের উতসাহিত করেছেন।
আপনাদের সকলের আনুপ্রেরনা আমদের সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে।
২৯ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:০২
কবিতা ক্থ্য বলেছেন: ধন্যবাদ শেরজা তপন।
আমাদের জন্য দোআ করবেন।
২| ২৯ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৮:৫১
খায়রুল আহসান বলেছেন: আপনার উদ্যোগ সফল হোক। অস্ট্রেলিয়ায় প্রবাসী ব্লগারদের মিলন মেলা সকলের জন্য আনন্দময় হয়ে উঠুক!
সকলের জন্য শুভেচ্ছা!
২৯ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:০৩
কবিতা ক্থ্য বলেছেন: খায়রুল আহসা
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
আপনি আবার কবে আসবেন অস্ট্রেলিয়ায়?
৩| ২৯ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৯:১০
সোহানী বলেছেন: শায়মাকে প্রধান অতিথি করা হোক...........।
যাহোক, আপনাদের উৎসাহ দেখে আমারো ইচ্ছে করছে কানাডায় কিছু করতে। কিন্তু এ ঠান্ডায় করা সম্ভব নয়। সামারে চিন্তা করা যেতে পারে। দেখি যাদেরকে চিনি তাদের সাথে যোগাযোগ করতে পারি কি না।
আপনাদের অনুষ্ঠান সফল হোক। বিস্তারিত জানাবেন।
২৯ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:০৪
কবিতা ক্থ্য বলেছেন: সোহানীপু,
আপনার ইচ্ছা ই আমাদের শিরধার্য।
দেখা যাক শায়মা আপু আমাদের আমন্ত্রন গ্রহন করেন কি না।
৪| ২৯ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৯:৩২
আলমগীর সরকার লিটন বলেছেন: সাফল্য হোক ব্লগ আড্ডা
শুভ কামনা----------------
২৯ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:০৫
কবিতা ক্থ্য বলেছেন: আলমগীর ভাই,
আপনাদের অনুপ্রেরনাই আমাদের সম্বল।
৫| ২৯ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৯:৫৭
সোনাগাজী বলেছেন:
আপনি চেষ্টা করছেন, ইহা অবশ্যই সফল হবে।
২৯ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:০৭
কবিতা ক্থ্য বলেছেন: আপনার মন্তব্যই আমাদের জন্য অনেক পাওয়া।
৬| ২৯ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:০৫
গেঁয়ো ভূত বলেছেন: ১৪তম ব্লগ দিবস উপলক্ষে অস্ট্রেলীয়া প্রবাসী ব্লগারদের পু্নর্মিলনী অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করছি।
নিরন্তর শুভকামনা। ❤️❤️❤️
২৯ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৩০
কবিতা ক্থ্য বলেছেন: ভূত সাহেব,
আপনার মন্তব্য ই আমাদের উতসাহ।
ধন্যবাদ নিরন্তর
৭| ২৯ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:০৯
নেওয়াজ আলি বলেছেন: সবাই একসাথে আড্ডা দিলে পরিবারের সুখ খুজে পাবেন বিদেশে
২৯ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:২৯
কবিতা ক্থ্য বলেছেন: আমরা সফল হলে, সেই সাফল্য সামুর সকল ব্লগারদের।
৮| ২৯ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:০৬
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আপনাদের জন্য শুভকামনা রইলো।
২৯ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০৬
কবিতা ক্থ্য বলেছেন: ধন্যবাদ দাদা আপনার মন্তব্যেের জন্য।
আশা করি এইবার কিছু একটা হবে।
৯| ২৯ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:১৯
মোহামমদ কামরুজজামান বলেছেন: শায়মা বনি, সিডনিতে?
স্কুল ফাকি দিয়া ইদিক-সেদিক (অস্ট্রেলিয়া) ঘোরাঘুরি? পুলিশে কল করতে ঐবে। ওনার সাথে দেকা ঐলেই তাড়াতাড়ি স্কুলে যেতে বলবেন। ( মজা করলাম। কিছু মনে ন করি ভাইজান।)
আপনার ঐকান্তিক আগ্রহ দেখে খুব ভাল লাগছে।
ভাল লাগছে বিদেশ বিভুইয়ে নিজেদের অগ্রজদের দেখে।আরো ভালো লাগবে ও আশা থাকবে শুধু একদল (কোন্দল / দলাদলি) হিসাবে সবার উপস্থিতি থাকলে।(আমরা জাতি হিসাবে বড়ই আলাদা ও দূর্ভাগা । যেখানেই যাই দল হিসাবে যাই তবে দলাদলি ছাড়িনা। এ বড়ই বেদনার)।
ব্লগ দিবস উপলক্ষে অস্ট্রেলীয়া প্রবাসী ব্লগারদের পু্নর্মিলনী অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করছি এবং মিলাদের জিলাপি পাবার আশায় আছি।
২৯ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১৪
কবিতা ক্থ্য বলেছেন: মোহামমদ কামরুজজামান ভাই,
আপনার মুল্যবান মম্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
এই বার আশা করি আমরাও দলাদলি থুক্কু একটা দল গরতে চাই- আর তা হলো- সামু ব্লগ গোস্ঠি।
এই দলের পথচলাটা জেনো মসৃন হয়, তারই স্তম্ভ গড়তে চাই আমরা কতিপয় ব্লগাররা এই বিদেশের মাটিতে।
দোয়া করবেন।
১০| ২৯ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:২০
সেলিম আনোয়ার বলেছেন: আমিন আহমেদ, শুভো, মুর্তোজা হাসান, সোহা মিররডল সহ যারা অনুষ্ঠান আয়োজনের সঙ্গে যুক্ত হতে পেরেছেন তাদের সকলকে অভিনন্দন শুভকামনা । ব্লগ ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার প্রথম পদক্ষেপ। তাই সাধুবাদ জানাই সব বাংলা ব্লগ ও সকল ব্লগারকে । তারা যেন আধুনিক বিশ্বের ও সভ্যতার একেকজন দক্ষ কারিগর।
২৯ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১৮
কবিতা ক্থ্য বলেছেন: আমিন আহমেদ, শুভো, মুর্তোজা হাসান, সোহগ, মিররডল- এরাই আসলে আমাদের সামনে এগিয়ে যাবার প্রাথমিক পদক্ষেপ।
সেই সাথে আছে- সামুর সহস্র ব্লগারদের অনুপ্রেরনা। আশাাকরি হবে, হবে এই বার।
১১| ২৯ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:২০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
প্রোগ্রাম শেষ হলে জিলাপি পাঠিয়ে দেবেন।
২৯ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১৯
কবিতা ক্থ্য বলেছেন: বাতাসা...
সৌরভ ভাই, আপনার জন্য- স্পেশাল বাতাসার অর্ডার দেয়া হয়েছে।
১২| ২৯ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৪৩
নীলসাধু বলেছেন: শায়মা একাই একশো। তাকে পেলেতো আপনাদের আনন্দ বেড়ে যেতো অনেক। তাঁর কাছে খবর পৌছাঁলে সে নিজেও আগ্রহ নিয়ে যুক্ত হবে- আমার তাই ধারণা। জাদিদ আশা করছি এই বিষয়ে সহায়তা করতে পারবে, কিন্তু সে নিজেও অসুস্থ।
ব্লগারদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা আন্তরিকতা হৃদ্যতা গড়ে উঠুক। পূনর্মিলনীর সফলতা কামনা করছি। সবাই মিলে আড্ডা আনন্দ হৈচৈ হোক।
২৯ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২২
কবিতা ক্থ্য বলেছেন: নীলসাধ
আপনার সাথে আমিও বলতে চাই-
শায়মা আপুনি, আপনি যেখানেই থাকুন- প্লিজ সাড়া দিন।
এই বিদেশ বিভূইএ - আপনার হাত ধরেই উঠুক- বাংলা ব্লগের পতাকা।
১৩| ২৯ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:০৩
নতুন নকিব বলেছেন:
দূর দেশের মাটিতে ব্লগারদের মিলনমেলার আপনার এই প্রচেষ্টা নিঃসন্দেহে ধন্যবাদার্হ। প্রোগ্রামটির স্বার্থকতা এবং সফলতা একান্তভাবে কামনা করছি। নীল দা তো বলেই দিয়েছেন যে, শায়মা একাই একশো। কথাটায় পুরোপুরি সহমত। তাকে পেলে অনুষ্ঠানটি যে জমে উঠবে, তাতে সন্দেহ নেই। চেষ্টা করে যান।
শুভকামনা জানবেন।
২৯ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৬
কবিতা ক্থ্য বলেছেন: নকিব ভাই,
আপনার নাম নতুন নকিব হলেও আপনি আমাদের পুরানো সাথী।
আশা করি আপনার কথা টা শায়মাপুর হৃদয়ে পৌছাবে।
১৪| ২৯ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৪৭
ঢাবিয়ান বলেছেন: খুব ভাল উদ্যোগ। আপনাদের অনুষ্ঠানের সফলতা কামনা করছি। আমি যেখানে আছি সেখানেও এমন আয়োজন করা গেলে খুব ভাল হত। তবে সিঙ্গাপুর থেকে আর কেউ ব্লগিং করেন কিনা জানা নেই।
২৯ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৯
কবিতা ক্থ্য বলেছেন: ঢাবিয়ান,
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
আমার যতদুর মনেপড়ে- সিংগাপুরে আমাদের ২-১ জন ব্লগার আছেন।
আশাকরি তারা আপনার মন্তব্যের উত্তর দিবেন।
১৫| ২৯ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০২
মিরোরডডল বলেছেন:
প্রিয় কবিতা, আই'ম সো স্যরি জয়েন করতে পারছি না বলে কিন্তু সবার জন্য আমার বেস্ট উইশ থাকবে ।
শায়মা আপু অলরেডি সিডনিতে, আপুকে ছাই দিয়ে চেপে ধরা হোক
মিররডডল- আপনার যদি কোনো সাজেশন থাকে জানবেন দয়া করে
আমার সাজেশন নিলে সেটা পূনর্মিলনী না হয়ে ডিজাস্টার কিছু হতে পারে !
আমি বেটার দূর থেকে চিয়ার লিডারের ভূমিকায় অনুপ্রেরণা দিয়ে যাই, সেই ভালো
২৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:০৩
কবিতা ক্থ্য বলেছেন: মিররডডল,
আপনি কি কোনো ভাবে শায়মা আপুর সাথে যোগাযোগ করতে পারেন?
অন্তত আমাদের বার্তা টা কোনো ভাবে কি তার পর্যন্ত পৌছে দিতে পারেন?
আমাদের ২-৩ জন ব্লগারআছেন যারা মেলবর্ন এ থাকেন, শায়মা আপু সিডনীতে আছেন এবং আমাদের সাথে যোগদিবেন- জানলে তারাও সিডনীর উদ্দেশ্যে রওনা দিয়ে দিবেন।
আমার সাজেশন নিলে সেটা পূনর্মিলনী না হয়ে ডিজাস্টার কিছু হতে পারে !
ডিজাস্টার কিছু হলে- সেটা আমরা সবাই একসাথে সামাল দিবো; তাই যদি না পারি- তবে কিভাবে আমারা সামুর সাথে একসুতায় বাধা হলাম।
দুরে থেকে না, আপনাকে কেন্দ্রে থেকে চিয়ার লিডারের ভূমিকায় অনুপ্রেরণা দিয়ে যেতে হবে।
জাতি কোনো ভাবেই এর ব্যতিক্রম মেনে নিবে না (পড়ে নেন ক্ষমা করবে না)
১৬| ২৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:০৮
জুল ভার্ন বলেছেন: শুভ কামনা ❤️
৩০ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৩৪
কবিতা ক্থ্য বলেছেন: জুল ভার্ন,
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
আশাকরি এই বার একটা কিছু হবে।
১৭| ২৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:৩০
শায়মা বলেছেন: হায় হায় হায় হায় !!!
এই এখন দেখলাম এই পোস্ট!!!!!!!!!!!
কবিতাকথ্য আপুনি কি কি করবা তোমরা???
তবে হ্যাঁ আমার তো অলরেডি ৩১ এর প্রোগ্রাম সেট করা হয়ে গেছে।
যাইহোক আমি তোমার পোস্ট পড়ে আনন্দিত হলাম আর সবার কমেন্ট পড়ে হাসতে হাসতে মরলাম।
বিশেষ করে সোহানী আপুর কমেন্ট হা হা ......
আমি নিজেই পোস্ট দেখে ফেললাম.......
৩০ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৩৬
কবিতা ক্থ্য বলেছেন: শায়মাপু,
আপনি কি বলেন তো?
এতো দেরিতে দেখলেন?
যাইহোক, আমার বক্তব্য আমি আমার পরের পোস্টে ছুলে ধরছি।
আশা রাখি আপনি এই বার সময় মত দেখবেন।
১৮| ২৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:৩২
শায়মা বলেছেন: আর ইউ ভাইয়াকে চিনতে পারিনি জানতেও না......... এখন দেখছি মনের ইচ্ছা পূরণের এক্কেবারে হাতে নাতে ধরার ব্যবস্থা!!!!!!!!!!
৩০ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৩৭
কবিতা ক্থ্য বলেছেন: আর ইউ ভাইয়ের সাথে কি কোনো ভাবে যোগাযোগ করা যায়?
১৯| ২৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:০৩
রাজীব নুর বলেছেন: আপনার কি ঢাকার অনুষ্ঠানের আগেই কিছু করতে চাচ্ছেন?
৩০ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৩৯
কবিতা ক্থ্য বলেছেন: আমরা এখনো কোনো তারিখ ফাইনাল করিনি।
অস্ট্রেলীয়ার সকল ব্লগারদের নিয়ে আমরা একসাথে কাজ করতে চাই।
২০| ৩০ শে ডিসেম্বর, ২০২২ ভোর ৬:০৬
জানা বলেছেন: প্রিয় কবিতা কথ্য,
আপনার আন্তরিক উদ্যোগটির জন্যে ধন্যবাদ। খুব ভাল লাগছে জেনে যে, সামহোয়্যার ইন ব্লগের প্রবাসী ব্লগাররা মিলিমিশে কিছু সময় একত্রে কাটাবেন, অভিঞ্গতা, আনন্দ-বেদনা ভাগাভাগি করবেন, ব্লগের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা-সমালোচনা করে সবার মতামত এবং পরামর্শ আমাদের জন্যে ব্লগেই প্রকাশ করবেন আশা করি। আমি নিশ্চিত তা সবাইকে আনন্দ দেবে এবং পৃথিবীর বিভিন্ন দেশের আনাচে-কানাচে যে সব বাংলা ব্লগার বসবাস করেন, তাঁদেরও এমন সম্মিলনে উৎসাহিত করবে। বিশেষ করে মাতৃভূমি, মাতৃভাষা এবং স্বজনদের ছেড়ে যাঁরা দুরে থাকেন, তাঁরা জানেন এবং বোঝেন, এই রকম যোগাযোগ বা সম্মিলনের আনন্দ, মুল্য এবং গুরুত্ব কতখানি। সম্ভব হলে শুধুমাত্র সামহোয়্যার ইন এর ব্লগারদেরই নয়, বাংলা ভাষায় যে কোন সামাজিক মাধ্যমের ব্যবহারকারীদেরও ঐদিন আপানদের সাথে একত্রে কিছু সময় কাটানোর জন্যে আমন্ত্রণ জানাবার কথা ভেবে দেখতে পারেন। এভাবে মাতৃভাষা বাংলা চর্চার প্রসার ঘটানোও আমাদের (সামহোয়্যার ইন ব্লগ এবং ব্লগারদের) উদ্দেশ্য এবং লক্ষ্য। নিজস্ব ভাষা, সংস্কৃতি এবং কৃষ্টির টানে একটা সুন্দর আয়োজনে অনেকেই আনন্দের সাথে যুক্ত হতে চাইবেন বলেই আমার বিশ্বাস। আপনার উদ্যোগ এবং প্রচেষ্টা সফল হোক। শুভেচ্ছা এবং ভালবাসা।
৩০ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৫৩
কবিতা ক্থ্য বলেছেন: প্রিয় জানা আপু,
আপনার মন্তব্যের উত্তর দিতে গিয়ে নার্ভাস ফিল করছি।
আপনি আমাদের পোস্টে মন্তব্য করবেন- সেটা আমাদের জন্য অনেক বড় পাওয়া।
সত্যি বলতে সামহোয়্যার ইন ব্লগ ছাড়া যে আরো ব্লগ থাকতে পারে- সেটাই কখনো আমার মাথায় আসেনি।
আমি আসলে আর কোনো ব্লগে কখনো যাইনি, তাই অন্য কোনো ব্লগের কারো সাথে কোনো যোগাযোগ নেই। কিন্তু, এটুকু বলতে পারি- বংলা ব্লগ জগতের (সামহোয়্যার ইন ব্লগ সহ) সকল ব্লগারদের জন্য আমাদের এই আয়োজন। আসলে বুঝতে পারছিনা- কেমন করে অন্য ব্লগের ব্লগারদের সাথে যোগাযোগ করব।
আপনার মন্তব্য এবং উপদেশের অপেক্ষায়।
২১| ৩০ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৯:৫৮
আহমেদ জী এস বলেছেন: কবিতা ক্থ্য,
ছোট বা বড় পরিসরেই হোকনা কেন, আসল কথাটি হলো সামুর প্রতি ব্লগারদের নিবেদন। এই উদ্যোগ সকল ব্লগারদেরই উৎসাহিত করবে এখন এবং আগামী দিনেও।
মিলন মেলার সফলতা কামনায়। শুভেচ্ছা অস্ট্রেলীয়া প্রবাসী সকল সহ ব্লগারদের।
৩০ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৫৯
কবিতা ক্থ্য বলেছেন: আহমেদ ভাই,
দোয়া করবেন ছোটো পরিসরেই হোক- শুরুটা যেনো হয়।
২২| ৩০ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৪৪
গেঁয়ো ভূত বলেছেন: সিডনি তে কি জিলাপি পাওয়া যায় ?
না পাওয়া গেলে
জিলাপির পরিবর্তে আমার জন্য অন্য কিছু পাঠাইয়া দিয়েন।
আমি ম্যাজিক টুথ পাউডার দিয়ে
ভালো মতন দাঁত মেজে
একদম ঝকঝকে দাঁত বানিয়ে
জিলাপি খাওয়ার জইন্য অপেক্ষায় রইবো।
৩০ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৫৮
কবিতা ক্থ্য বলেছেন: গেঁয়ো ভূত,
আমরা জিলাপী না মুলাকাত শেষে বাতাসার আয়োজন করবো।
আপনার ভাগের টা পৌছেদেয়া হবে সময় মতো।
ধন্যবাদ মন্তব্যের জন্য।
©somewhere in net ltd.
১| ২৯ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৮:৪৬
শেরজা তপন বলেছেন: ব্লগারদের মধ্যে পারস্পারিক শ্রদ্ধাবোধ আন্তরিকতা হৃদ্যতা ভালবাসার সম্পর্ক গড়ে উঠুক। আপনাদের এই পূনর্মিলনীর সফলতা কামনা করছি।