নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ হবার নিমিত্তে

কবিতা ক্থ্য

My limitation — is only my imagination

কবিতা ক্থ্য › বিস্তারিত পোস্টঃ

আপডেট- ২: ১৪তম ব্লগ দিবস উপলক্ষে অস্ট্রেলীয়া প্রবাসী ব্লগারদের পু্নর্মিলনী

৩০ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৫৮





আমরা অবশেষে পাইলাম- উনাকে ই পাইলাম।

প্রিয় শায়মাপু,
আপনি আমাদের অনুস্ঠানের প্রধান অতিথি। তাই আপনাকে ছাড়া আমাদের অনুস্ঠান সম্ভব না। ৩১শে ডিসেম্বর ফাইনাল হয়নি এখনো। আমরা প্রধান অতিথির সাথে বিশেষ অতিথির (মিররডডল) সুবিধাজনক তারিখের অপেক্ষা করছি। শায়মাপু এবং মিররডডল আপনাদের উপর এবার দ্বা্য়িত্ব দিন তারিখ ধার্য করা (হতে পারে সেটা জানুয়ারি ২০২৩ এর কোনো একটা দিন)।
আপনাদের উপর এখন আমাদের পু্নর্মিলনী তারিখ নির্ভর করছে।

আশা করছি মিররডডল- আপনার সাথে শায়মাপুর যোগাযোগ আছে। যদি না থাকে, তাহলেও বলুন, আমরা আপনাদের দুজনের সাথেই যোগাযোগের চেস্টা করবো।

প্রিয় জানা আপি,
আপনাল মুল্যবান মন্তব্য আমাদের সম্ভাবনার দ্বার আরো উন্মুক্ত করে দিলো।
আমাদের পু্নর্মিলনী বাংলা ভাষা ভাষী সকল ব্লগারদের জন্য। আমরা আসলে বুঝতে পারছিনা - অন্য ব্লগের ব্লগারদের সাথে কিভাবে যোগাযোগ করা যায়। ব্লগার ভাই বোনদের যদি কোনো সাজেশন থাকে, প্লিজ শেয়ার করুন। আমাদের ব্লগ পু্নর্মিলনী শুধু মাত্র সামহোয়্যার ইন ব্লগে সীমাবদ্ধ না। এটা বাংলাভাষার সকল ব্লগারদের জন্য।

ব্লগার আর ইউ এর সাথে কি আমরা কোনো ভাবে যোগাযোগ করতে পারি?

পরিশেষে বলতে চাই- আপনার ছোট্র একটা অভিমত আমাদের লক্ষ্য পূরনে এক ধাপ এগিয়ে নিবে। তাই, কোনো সাজেশন থাকলে শেয়ার করুন দয়া করে।

সকল ব্লগারদের ব্লগ দিবসের শুভেচ্ছা।

মন্তব্য ৩৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৪২

গেঁয়ো ভূত বলেছেন: ১৪তম ব্লগ দিবস উপলক্ষে অস্ট্রেলীয়া প্রবাসী বাংলা ভাষা ভাষী সকল ব্লগারদের পু্নর্মিলনী অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করছি।

নিরন্তর শুভকামনা। ❤️❤️❤️

৩০ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:৪৩

কবিতা ক্থ্য বলেছেন: ভুত ভাই,

আপনি ও চলে আসুন আমাডের মিলন মেলায়।

২| ৩০ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:১৩

জুল ভার্ন বলেছেন: সামু ব্লগের সবার প্রিয় একজন ব্লগার আমাদের স্নেহের, আদর ভালোবাসার শায়মা, যিনি আপনাদের মধ্যমনি হয়ে থাকবেন জেনে ভালো লাগলো। শুভ কামনা।

৩১ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৪৬

কবিতা ক্থ্য বলেছেন: জুল ভার্ন,
আপনি ও শায়মাপু কে বলেন - উনি যেনো আমাদের সাথে থাকেন।

৩| ৩০ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:৪৪

কবিতা ক্থ্য বলেছেন: জুল ভার্ন,
আপনি ও শায়মাপু কে বলেন - উনি যেনো আমাদের সাথে থাকেন।

৪| ৩০ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০৯

নেওয়াজ আলি বলেছেন: আপনি অনেক কষ্ট ও অনেক আশা উচ্ছাস নিয়ে মিলন মেলার করতে চেষ্টা করতেছেন

৩১ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৩৯

কবিতা ক্থ্য বলেছেন: নেওয়াজ ভাই,
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

দোয়া রাখবেন।

৫| ৩০ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১৪

শায়মা বলেছেন: আজ তাড়াতাড়ি দেখেছি কবিতা কথ্য আপুনি....... কিন্তু আমার তো অনেকগুলা কাজ আছে আপুনিমনি!!!!!

তুমি এত সুন্দর একটা গুরু দায়িত্ব নিয়েছো তুমিই প্রধান অতিথি হবার যোগ্য আপুনিমনি! :)

আমি সারাদিন দৌড়ের উপর দৌড়ে আছি। আসলে এটা বেড়াবার জন্য ট্যুর না এই ট্যুরের অনেকগুলা কারণ মানে কাজ আছে। আমি কোনোভাবেই আসলে এই অনুষ্ঠানে মনে হয় সময় করতে পারবো না। এমনিতেই এত কিছু চিনিনা জানিনা অন্যের উপর নির্ভর করে চলতে হয়।

আমার উপর রাগ করো না। অনেক ভালোবাসা অনেক অনেক আনন্দ হোক এই মিলনমেলায়।

৩১ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৪৫

কবিতা ক্থ্য বলেছেন: শায়মাপু,

আমি আপুমনি না- ভাইয়া। কনফিউসিং নিকের জন্য দু:খিত।

আমরা আসলে আপনার জীবনের মূল্যবান ২ ঘন্টা সময় চেয়েছিলাম; কিন্তু বুঝতে পারছি আপনার ব্যস্ততা এবং অন্যান্য কমিটমেন্ট আছে। আপনি সময় নিয়ে আমদের পোস্ট পড়েছেন এবং কমেন্ট করেছেন - সেই জন্য ধন্যবাদ। আসলে আমি শিওর ছিলাম না যে আমাদের আহ্বান আপনার পর্যন্ত আমরা পৌছালো কিনা।

এই বার না হলে পরের বার আপনি আমাদের প্রধান অতিথি হবেন আশা রাখি।
ভালো থাকবেন

৬| ৩০ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২২

মিরোরডডল বলেছেন:




কবিতা, থ্যাংক ইউ আন্তরিকতার সাথে এতবার বলার জন্য ।
কিন্তু আমি আগেও প্রতিবার বলেছি, আবারো বলছি আই'ম সো স্যরি যে থাকতে পারছিনা ।
আশা করি আমার এই অপারগতাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে ।
সবার জন্য আমার শুভকামনা ।


৩১ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৫০

কবিতা ক্থ্য বলেছেন: মিররডডল,

আপনি সময় করে আমাদের পোস্টএ রিপ্লাই দিয়েছেন, সেটাও আমাদের জন্য অনেক পাওয়া।
আসলে আমরা যারা বিদেশে থাকি, তাদের অনেক রকমের দ্বায়িত্ব, কমিটমেন্ট থাকে; চাইলেও সব সময় তা এড়ানো যায় না।
পরের বার নিশ্চই আপনি আমাদের প্রধান অতিথি হবেন।

আপনার মন্তবয়ের জন্য ধন্যবাদ।
আশা করি ভালো থাকবেন।

৭| ৩০ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৫

মিরোরডডল বলেছেন:




@একলব্য২১
মাইরগুলো একটাও মাটিতে পড়বে না ।

৩১ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৫১

কবিতা ক্থ্য বলেছেন: আশা করি- @একলব্য২১ আপনার কমেন্ট দেখেছেন।

৮| ৩০ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪৫

শূন্য সারমর্ম বলেছেন:


টোটাল কতজন হতে পারে?

৩১ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৫৩

কবিতা ক্থ্য বলেছেন: বলা মুশকিল।
২ জন ব্লগার অস্ট্রেলীয়ার বাইরে থেকেও আমাদের সাথে যুক্ত হবার আকাংখা পোষন করেছেন।

দেখা যাক কতদূর যেতে পারি আমরা।

৯| ৩০ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪৯

সোনাগাজী বলেছেন:




আপনার প্রচেষ্টাটা আন্তরিক ।

৩১ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৫৬

কবিতা ক্থ্য বলেছেন: সোনাগাজ

আপনার মন্তবয়ের জন্য ধন্যবাদ।
আমি আসলে ব্লগে লিখতে পারি না- কারন আমার লিখার হাত ভালো না; কিন্তু ব্লগ আমার পরিবারের মতই- বলতে পারেন- ২য় জীবন।
আন্তরিকতা টা তাই মনে হয় একটু বাড়াবাড়ির পর্যায়ে চলেযাচ্ছে।

১০| ৩০ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:৩৯

জুল ভার্ন বলেছেন: @শায়মা, তোমাকে অনুরোধ করবো- যেকোনো ভাবে একটু সময় বের করে আয়োজকদের সাথে যোগ দিতে। শুভ কামনা ❤️

৩১ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৫৮

কবিতা ক্থ্য বলেছেন: জুল ভার্ন,
শায়মাআপু আমাদের সাথে থাকলে ভালো লাগতো।
আর আমার পক্ষে সম্ভব হলে, আপনাকে উড়িয়ে নিয়ে আসতাম আমাদের মিলন মেলায়।

আশা করি ভালো থাকবেন।

১১| ৩০ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:৪৮

মরুভূমির জলদস্যু বলেছেন: শুভকামনা রইলো আবারও।

৩১ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৫৯

কবিতা ক্থ্য বলেছেন: আপনাদের মন্তব্যগুই আমাদের অনুপ্রেরনা।
অনেক ধন্যবাদ।

১২| ৩১ শে ডিসেম্বর, ২০২২ রাত ১:৫৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমি অষ্ট্রেলিয়া আসতে পারি ফেব্রুয়ারীতে'২৩
ততক্ষন বোধহয় কিছুই পাবো না ।

৩১ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:০৩

কবিতা ক্থ্য বলেছেন: স্বপ্নের শঙ্খচিল,
বলা যায় না।
আমাদের প্রধান অতিথি যদি মত পরিবর্তন করেন এবং ফেব্রুয়ারীতে তারিখ দিয়ে বসেন- তবে আপনি ও আমাদের সাথে থাকবেন।

না পারলেও সমস্যা নেই আমার সাথে আসার আগে যোগাযোগ করবেন, দেখা হবে নিশ্চই।
[email protected]

১৩| ৩১ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:০৭

নীল আকাশ বলেছেন: শুভ কামনা আপনাদের জন্য।

৩১ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:০৩

কবিতা ক্থ্য বলেছেন: আপনার মন্তবয়ের জন্য ধন্যবাদ

১৪| ৩১ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৪৫

রাজীব নুর বলেছেন: আপনাদের অনুষ্ঠান সুন্দর ও সফল হোক।

০৪ ঠা জানুয়ারি, ২০২৩ রাত ৩:২৪

কবিতা ক্থ্য বলেছেন: ধন্যবাদ আপনাকে রাজীব ভাই।

১৫| ৩১ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:৪৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


ভালো উদ্যোগ সফল হোক এই কামনা করি।

০৪ ঠা জানুয়ারি, ২০২৩ ভোর ৪:০৯

কবিতা ক্থ্য বলেছেন: ধন্যবাদ শাইয়্যান ভাই,

আসলে চেস্টা করে যাচ্ছি, দেখা যাক কত দূর যাওয়া যায়।

১৬| ০৩ রা জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৫৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আপনার প্রচেষ্টাকে শ্রদ্ধা জানায়।
মিরোরডডল আর শায়মা আপু থাকলে নিশ্চয় ভালো হতো।
আপনাদের জন্য শুভকামনা।

০৪ ঠা জানুয়ারি, ২০২৩ ভোর ৪:১১

কবিতা ক্থ্য বলেছেন: সৌরভ ভাই,
আপনার সাথে আমি সহমত।
কিন্তু, শায়মা আপু অথবা মিররডডল কি সহমত? - জাতি জানতে চায়।

১৭| ০৪ ঠা জানুয়ারি, ২০২৩ ভোর ৬:৩০

সোনাগাজী বলেছেন:


ব্যাপারটা আগায়নি?

২৮ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১২:১২

কবিতা ক্থ্য বলেছেন: আমার লগইনে সমস্যা ছিলো।
এতদিন কোনো পোস্ট দিতে পারিনি, বা মন্তব্য করতে পারিনি।

আমরা ছোটোখাটো একটা আয়োজন করেছিলাম এখানে।
ছবি শেয়ার করবো ।

১৮| ০৪ ঠা জানুয়ারি, ২০২৩ সকাল ৯:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: সবার অংশগ্রহণে দারুন একটা অনুষ্ঠান হতে পারে। জানা আপু বেটার অপশন প্রধান অতিথি হিসেবে। শায়মা যেহেতু অষ্ট্রেলিয়াতে আছে সেক্ষেত্রে তার উপস্থিতি অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ হবে কোন সন্দেহ নেই। তিনি উপস্থিত থাকলে দারুন হবে। মিরোর ডল উনার কি অবস্থা? আসলে এমন একটা অনুষ্ঠান বিদেশে বসবাসরত বাংলা ভাষাভাষী সকলের জন্য ই দারুন ভালো লাগার। এটা তো অষ্ট্রেলিয়ার মাটিতে এক টুকরো বাংলাদেশ হওয়ার মতোই আনন্দ দায়ক ও গর্বের। সবশেষে আপনাদের মিলন মেলার সাফল্য কামনা করছি।

২৮ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১২:১২

কবিতা ক্থ্য বলেছেন: আমার লগইনে সমস্যা ছিলো।
এতদিন কোনো পোস্ট দিতে পারিনি, বা মন্তব্য করতে পারিনি।

আমরা ছোটোখাটো একটা আয়োজন করেছিলাম এখানে।
ছবি শেয়ার করবো ।

১৯| ২৬ শে জুলাই, ২০২৩ দুপুর ১২:৫৩

খায়রুল আহসান বলেছেন: শেষ পর্যন্ত কে হয়েছিলেন প্রধান অতিথি? অনুষ্ঠানের কিছু ছবি দিবেন বলেছিলেন .....

২০| ২৭ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৩

এসো চিন্তা করি বলেছেন: সুন্দর লিখেছেন আমার লেখাগুলো পড়ার আমন্ত্রণ রইলো ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.