নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Life is like a flute.It may’ve many holes& emptiness but if u work on it,It can play magical melodies

কলিমুদ্দি দফাদার

“ঘুরছি আমি কোন প্রেমের ই ঘুর্নিপাকে, ইশারাতে শিষ দিয়ে কে ডাকে যে আমাকে”

কলিমুদ্দি দফাদার › বিস্তারিত পোস্টঃ

নেটফ্লিক্সে সিরিজ!

২৩ শে সেপ্টেম্বর, ২০২০ ভোর ৪:১২

করোনা এবং লকডাউনে ঘরে বসে নেটফ্লিক্সে সিরিজ দেখার প্রবনতা বেশি বেড়ে গিয়েছে। Breaking Bad , Money Heist এর মত আমেরিকান ও স্পেনিশ সিরিজগুলো সবার মুখে মুখে থাকলে ও এর বাইরে আলাদা Top Boy আমার কাছে সেরা মনে হইছে।Top Boy ব্রিটিস একটি ওয়েব সিরিজ। এটি রিলিজ হওয়ার পর পর ইউকে টপ লিস্ট এ প্রথমে চলে আসে।Breaking Bad নিয়ে সবাই একটু বেশি মাতামাতি করলে ও কাহিনি,মিউজিক একসন টপ বয় এর কাছে কিছু ই না। Ashley Walter, Kane Robinson এর মত অভিনেতারা রীতিমত তারকা বনে যান।

সমগ্র ইউরোপ এবং আমেরিকা জুরে চলে সিরিজটির একক আধিপত্য। প্রথম সিজনটি বানানো হয় ২০১১ সালে ৪টি এপিসোড নিয়ে এরপর ২য় সিজনে ২০১৩ সালে রিলিজ করে আরো ৪টি এপিসোড। সর্বশেষ ২০১৯ সালে সিরিজটি ১০ টি এপিসোড নিয়ে করে। লন্ডনের সামারহাউজ নামক স্হানে ড্রাগ বেচা-কেনা নিয়ে দুই দল নিগ্রোদেরমধ্য আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সিরিজটির কাহিনি। Action,Thrillin,Crime এবং অল্প পরিসরে রোমান্স ও পাবেন সিরিজটিতে

মন্তব্য ১৯ টি রেটিং +০/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ ভোর ৫:৩৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
গুড।

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ ভোর ৫:৫১

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বহুদিন পর ব্লগে এলেন ?

২৩ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৩৪

কলিমুদ্দি দফাদার বলেছেন: কেমন আছেন? পাসওয়ার্ড ভুলে গেছিলাম। আর সামুতো অনেকদিন বন্ধ ছিল। আপনারা সবাই এখন ও আছে দেখে ভাল লাগছে।

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ ভোর ৬:২৯

সেনসেই বলেছেন: ধন্যবাদ। তবে গল্পটা আরেকটু জানালে পোস্ট টা সম্পূর্ণ হত

২৩ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৩৫

কলিমুদ্দি দফাদার বলেছেন: বাংলা লিখতে কষ্ট লাগেরে ভাই!

৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৮:৫০

এমএলজি বলেছেন: ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে।

৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৪৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সময় নাইরে ভাই। বাট এমনিতেও আমি সিরিজ তেমন দেখি নাই।

২৩ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৩৭

কলিমুদ্দি দফাদার বলেছেন: সময় না থাকলে অন্য কথা! কেমন আছেন?

৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:০১

রাজীব নুর বলেছেন: আমি গরীব আমার নেটফ্লিক্স নেই।

২৩ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৩৩

কলিমুদ্দি দফাদার বলেছেন: কেমন আছেন রাজীব নুর ভাই, ভাবী কেমন আছে ?

৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৪২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কেমন আছেন? ভালো আছি ভাই আল্লাহর রহমতে। খোঁজ নেয়ার জন্য ধন্যবাদ। আশা করি আপনিও ভালো আছেন।

৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৪৫

উম্মে সায়মা বলেছেন: দেখার চেষ্টা করা যেতে পারে। আসলে একেকজনের টেস্ট একেকরকম।

২৩ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৫৫

কলিমুদ্দি দফাদার বলেছেন: টেস্টর কথা যখন চলে ই আসছে তাহলে আপনি কোরিয়ান সিরিজ “ইটস ওকে, নট টু বি ওকে” দেখতে পারেন।

৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৪১

জুন বলেছেন: এই করোনাকালে বাসায় বসে আমিও প্রচুর ম্যুভি দেখছি। ক্লিন্ট ইস্ট উড এর ব্রিজেস অন মেডিসসন কাউন্টিতে মেরিল স্ট্রিপের অভিনয় দেখে আমার চোখেই পানি আসলো। সিলভেস্টার স্ট্যালোনের পুরানো ছবি এসাসিন দেখলাম সাত বার। দ্যা মেগ ২ বার, হিউ গ্রান্ট আমার অলটাইম ফেভারিট তারোও কয়েকটা ছবি একাধিকবার দেখা হলো। আপনার ছবি দুটো দেখবো সময় করে কালিমুদ্দি দফাদার।

২৩ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৫৫

কলিমুদ্দি দফাদার বলেছেন: আপনার ব্যক্তিতের সাথে সিরিজগুলো যায় কি না আমি ঠিক শিউর না!

২৩ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৫৯

কলিমুদ্দি দফাদার বলেছেন: Netflix এ Bloodline নামক একটি সিরিজ আছে। আমার দেখা শ্রেষ্ঠ সিরিজগুলোর মধ্য একটি। একটি এপিসোড দেখলে বাকিগুলো দেখতে বাধ্য।

১০| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৪৬

জাহিদ হাসান বলেছেন: রাজীব নুর বলেছেন: আমি গরীব আমার নেটফ্লিক্স নেই।


আমারও এক দশা। আমার নেটফ্লিক্স ইউটিউব।

১১| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৩৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: কেমন আছেন রাজীব নুর ভাই, ভাবী কেমন আছে ?

ধন্যবাদ। আমরা ভালো আছি। দোয়া করবেন।

১২| ২৪ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:৪৬

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: লেখক বলেছেন: কেমন আছেন?

ভালো আছি। আপনি এখন কোথায় ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.