নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“কলিমদ্দিকে আবার দেখা যায় ষোলই ডিসেম্বর সন্ধ্যায় বাজারের চা স্টলে। তার সঙ্গীরা সবাই মুক্তি, সে-ই শুধু তার পুরনো সরকারি পোশাকে সকলের পরিচিত কলিমদ্দি দফাদার।”

কলিমুদ্দি দফাদার

“ঘুরছি আমি কোন প্রেমের ই ঘুর্নিপাকে, ইশারাতে শিষ দিয়ে কে ডাকে যে আমাকে”

কলিমুদ্দি দফাদার › বিস্তারিত পোস্টঃ

এই বর্বরতা শেষ কোথায়?

২১ শে মার্চ, ২০২৫ ভোর ৪:০৫



প্যালেস্টাইনে অর্ধ-যুগ ধরে চলা ইসরাইলি নৃশংসতা চলছে! গত কয়েক বছর এই মাত্রা আরো তীব্র হয়ে উঠছে। সম্পন্ন গাঁজা এখন বসবাসের অনুপযোগী। বিশুদ্ধ খাবার পানি, খাদ্যে, চিকিৎসার, ওষুধের তীব্র সংকট‌। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে- গাজায় অতি শীঘ্রই মহামারী শুরু হবে যাতে মৃত্যু হতে পারে আরো কয়েক লাখ মানুষের‌ বিশেষ করে নারী ও শিশু‌। বাচ্চারা রুটির মধ্য ঘাস-পাতা রোল করে খাচ্ছে‌। আর একবিংশ শতাব্দীর জীবন-যাপন, অর্থনীতি, আয়-ব্যায় এত সমস্যায় জর্জরিত নিকট আত্মীয়-স্বজনের কি হইলো দেখার টাইম নাই আর হাজার মাইল দুর প্যালেস্টাইনকি তো দুর কি বাত??? এত নৃশংসতা দেখতে দেখতে, এখন কেন জানি অভ্যস্ত হয়ে গেছি। এখন আর আগের মত কষ্ট লাগে না।! এক প্রকার মেনেই নিয়েছি এটাই প্যালেস্টাইনিদের ভাগ্যা। সবকিছু এখন এক প্রকার টেন্ড হয়ে গেছে, ফেসবুকে দু লাইন স্টেটাস লিখে মৌন্য প্রতিবাদ,‌ বয়কট ইসরাইলি প্রোডাক্ট মোটামোটি এইসব চলতেছে গত কয়েক যুগ ধরে। সেই ইরাক যুদ্ধ থেকে শুনে আসছি- " বুশ- ব্লেয়ার দুইভাই এক দড়িতে ফাঁসি চাই"।

বিশ্ব অর্থনীতি, শিক্ষা, বিজ্ঞান, টেকনোলজি, চিকিৎসা, সামরিক দিক দিয়ে, বর্তমানে আরব বা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর যে অবস্থা, আরো এক হাজার বছর চেষ্টা করলে ও এরা পশ্চিম বা ইহুদি- খ্রিষ্টানদের যুদ্ধে পরাজিত করা সম্ভব না। আমার স্বল্প জ্ঞান বলে, মুসলমানদের গৌরবের ইতিহাস অর্ধ-পৃথিবী শাসন, কখনো আধুনিক সমরাস্ত্র, উন্নত প্রযুক্তি কিংবা সৈন্য সংখ্যার আধিক্য দিয়ে হয় নী, বরং এর মুল- ভিত্তি ছিল সৃষ্টিকর্তার প্রতি অগাধ বিশ্বাস আর বিশেষ কিছু চারিত্রিক গুণাবলী। "ওল্ড টেষ্টামেন্টে" উল্লেখিত ডেভিড এন্ড গোলায়া, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু সময় "বদর' যুদ্ধে মাত্র ৩১৩ জনের একদল বিশ্বাসি মানুষ বিশাল এক সৈন্য বাহিনীকে পরাজিত করেছিল। ক্রুসেড, দ্যা ফল অফ কনস্টান্টিনোপল মুসলিম বাহিনী কখনোই প্রযুক্তি সমরাস্ত্রে শ্রেষ্ঠ ছিল না। এখন তথাকথিত ২০০ কোটি মুসলমানদের নেতারা আমদ ফুর্তিতে ব্যস্ত! সৌদি রাজপরিবারের তাঁদের জামা-কাপড় লন্ড্রি করতে ফ্রান্সে পাঠায়‌। বাংলাদেশের হুজুরেরা হেলিকপ্টার ছাড়া ওয়াজে যায় না, ৮-১০ আইটেম পদ ছাড়া খাবার খায় না, এসির বাতাস ছাড়া নামাজ পড়ায় না। অথচ প্রিয় রাসূল সাল্লাল্লাহু ভবিষ্যতে বাণী করে গেছেন- আবারো বিশ্বে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হবে, ৩১৩ জনের একদল বিশ্বাসি মানুষ দ্বারা, চিরে ধরা ২০০ কোটি দিয়ে নয়।



নারদিন কেসওয়ারী: পশ্চিমা মিডিয়া গুলোতে বিশেষ করে আমেরিকায় প্যালেস্টাইন সংঘঠিত নৃশংসতার প্রতিবাদ সহ সারা বিশ্বের কাছে তুলে ধরছেন প্যালেস্টাইনি বংশোদ্ভূত আমেরিকান এই অ্যাক্টিভিস্ট। "টক শো" সোস্যাল মিডিয়া, নিউ ইয়র্কের রাস্তায় প্রতিবাদ বিক্ষোভ করে অনেক পশ্চিমা সাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছেন। স্লোগানে স্লোগানে কাঁপিয়েছেন নিউ ইয়র্কের রাজপথ।
" Hey Biden What's u Say,
How many Babies have U killed today"
খুব দুঃখের বিষয় তার সোস্যাল মিডিয়ার দরুন মানুষ খুব বেশি প্রভাবিত হওয়ায় ইনষ্টারগ্রাম তার আইডি ডিলিট করে দেয়।



বাসেম ইউসুফ: মিসরীয় বংশোদ্ভূত একজন আমেরিকান কমেডিয়ান এন্ড এক্টিভিস্ট। হাসি-ঠাট্টা, স্ট্যান্ডআপ কমেডির মাধ্যমে তুলে ধরেছেন কয়েক যুগ ধরে চলা ইসরাইলি আগ্রাসন বর্বরতা। ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করে,‌ আমেরিকায় বসবাস এবং কাজ করার ঝুঁকি নিয়ে টকশোতে বিশদ বর্ননা করেছেন। বাসেম ইউসুফ তার ক্রিয়েটিভ প্রতিভা দিয়ে দেখিয়েছেন কিভাবে হাঁসি- ঠাট্টার ছলে প্রতিবাদ করা যায়, যুগের পর যুগ সংগঠিত হওয়া বর্বরতার প্রতিচ্ছবি মানুষের কাছে তুলে ধরা যায়।


মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০২৫ ভোর ৫:৩৭

সৈয়দ কুতুব বলেছেন: আরব রা যতদিন আমেরিকার পা চাটবে এই সমস্যার সমাধান হবে না।

২১ শে মার্চ, ২০২৫ সকাল ১১:৪৬

কলিমুদ্দি দফাদার বলেছেন: পা চাটা ছাড়া, আরবদের নিজেদের কোন মুরদ আছে বলে মনে হয় না।

২| ২১ শে মার্চ, ২০২৫ সকাল ১০:৩৭

নকল কাক বলেছেন: :(

২১ শে মার্চ, ২০২৫ সকাল ১১:৪৭

কলিমুদ্দি দফাদার বলেছেন: |-)

৩| ২২ শে মার্চ, ২০২৫ সকাল ১১:৩৮

রাজীব নুর বলেছেন: ফিলিস্তন এর উচিৎ হাতজোর করে ক্ষমা চাওয়া ইজরাইলের কাছে। তাহলে অন্তত ওরা বেচে থাকতে পারবে।

২২ শে মার্চ, ২০২৫ দুপুর ১২:৪২

কলিমুদ্দি দফাদার বলেছেন: সুন্দর প্রস্তাব!!! আর কি কি করলে ভাল হয়?

৪| ২২ শে মার্চ, ২০২৫ দুপুর ১:১৯

শায়মা বলেছেন: আহারে ছবিটা কি কষ্টকর!!! :(

২২ শে মার্চ, ২০২৫ দুপুর ১:২৮

কলিমুদ্দি দফাদার বলেছেন: জ্বি আপু!!!! এইসব দেখতে দেখতে এখন অভ্যস্ত হয়ে গেছি।

৫| ২২ শে মার্চ, ২০২৫ দুপুর ১:২৯

শায়মা বলেছেন: তবুও এই নিস্পাপ বাচ্চাটা যে কিছুই বুঝেনা স্বার্থ বা হানাহানি তার এই পরিনতি ...... কষ্টে বুকটা ফেটে যায় ......

২২ শে মার্চ, ২০২৫ দুপুর ১:৫৭

কলিমুদ্দি দফাদার বলেছেন: হ্যাঁ আপু!!! তা তো ঠিকই। কি নিষ্ঠুর এই পৃথিবী?

৬| ২২ শে মার্চ, ২০২৫ বিকাল ৩:৫১

ঠাকুরমাহমুদ বলেছেন:



এই বর্বরতার শেষ হবে না। এই বর্বরতা পৃথিবী ধ্বংস করবে, তথা কেয়ামত পর্যন্ত চলবে। কখনও সময় ও সুযোগ হলে আর ব্লগে যদি সমস্যা না থাকে এই বিষয়ে বিস্তারিত লিখবো।


২২ শে মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:১৫

কলিমুদ্দি দফাদার বলেছেন: এই বর্বরতা পৃথিবী ধ্বংস করবে, তথা কেয়ামত পর্যন্ত চলবে। কেয়ামতের পুর্বে কি হবে জানি না, তবে ইসরাইল ও জায়োনিষ্টপন্থী ইহুদিরা নিশ্চিত ধ্বংশ হবে। বিস্তারিত লিখুন, ব্লগে থাকলে অবশ্যই পড়বো।
ধন্যবাদ ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.