নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“কলিমদ্দিকে আবার দেখা যায় ষোলই ডিসেম্বর সন্ধ্যায় বাজারের চা স্টলে। তার সঙ্গীরা সবাই মুক্তি, সে-ই শুধু তার পুরনো সরকারি পোশাকে সকলের পরিচিত কলিমদ্দি দফাদার।”

কলিমুদ্দি দফাদার

“ঘুরছি আমি কোন প্রেমের ই ঘুর্নিপাকে, ইশারাতে শিষ দিয়ে কে ডাকে যে আমাকে”

কলিমুদ্দি দফাদার › বিস্তারিত পোস্টঃ

"মিস্টার মাওলা"

২৩ শে মার্চ, ২০২৫ ভোর ৫:০৯


বিটিভিতে খুব সম্ভবত আগে একটি বাংলা ছবি প্রচার করা হতো , নাম 'মিস্টার মাওলা'। নায়ক রাজ রাজ্জাক, অভিনিত ছবির সার-সংক্ষেপ কিছুটা এমন: গ্রামের বোকাসোকা, নির্বোধ ছেলে মাওলা‌। মাকে হারিয়ে শহরে এসে  মাওলা পড়ে এক মাফিয়ার খপ্পরে। এই সময় 'মাওলার' প্রেম হয় ছবির নায়িকা নতুনের সাথে। একসময় মাওলাকে মারতে উদ্ধত হয়ে দলবল পাঠায় সেই মাফিয়া। আড়ালে থেকে ছবির নায়িকা মাওলার জীবন বাঁচায় আর কপাল গুনে অস্ত্র হাতে সেই
নির্বোধ মাওলা বনে যায় এলাকাবাসী হিরো!!!!

এইতো গেল, ছবির নির্বোধ মাওলার কথা। বর্তমানে রাজনীতিতে এমনি এক নির্বোধ মাওলা, জনাব তারেক রহমান! জ্বি, হ্যাঁ! আকাশ থেকে পড়ার কিছু নেই! রাজনীতিতে এক সময়ের এই 'নির্বোধ' কালের পরিক্রমায়, বর্তমান প্রবাহকালে ফিরে এসেছে কারো কাছে, "মহানায়ক‌" বা ৫ই, আগস্টের মাষ্টার মাইন্ড হয়ে। বিএনপির ০১-০৬ সালের দুঃশাসন, দুর্নীতি, অর্থ-পাচারের সাথে জড়িত একটি নাম ছিল জনাব তারেক রহমান। এছাড়া প্রতিটি ব্যবসায় মিস্টার ১০%, খাম্বা তারেক নামে ও ওনার কিছু প্রতিকি নাম আছে।

তৎকালীন সময়ে জনাব তারেক রহমানের বিএনপিতে বেপরোয়া প্রভাবের প্রেক্ষিতে মরহুম সালাউদ্দিন কাদের (সাকা চৌধুরী) বলেছিলেন, "আগে কুত্তায় লেজ লারাইতো, আর এখন লেজে কুত্তা লারায়"। সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী ও কর্নেল অলির মত সিনিয়র নেতাদের দল ছাড়া করেছেন ব্যাক্তিগত কলহের জেরে। বিএনপির মত একটি দলকে ওনি শুধু সাংগঠনিক ভাবে দুর্বল করে ১৭ বছর ক্ষমতার বাইরে রাখে নী, ১০ ট্রাক অস্ত্র, ২১ আগষ্ট বোমা হামলায় জর্জ মিয়ার নাটক, দেড় কোটি ভুয়া ভোটার তালিকার ফলস্বরূপ ১/১১ সরকার ও পড়ে হাসিনার ফ্যাসিবাদী রুপ ধারনের সব বিজ জনাব তারেক রহমানের পুঁতে গেছেন।



বাংলাদেশীদের ভাগ্যর কি নির্মম পরিহাস, কালের পরিক্রমায় ১৭ বছর যে দলটির একটি আন্দোলন করার সাহস ছিল না, খালেদা জিয়ার বাসার সামনে থেকে একটি বালির ট্রাক সরানোর শক্তি ছিল না, হাজারো ছাত্রের প্রানের বিনিময়ে অর্জিত স্বাধীনতার মাষ্টার-মাইন্ড নাকি জনাব তারেক রহমান‌। তিনিই নাকি আগামী দিনের বাংলাদেশের কান্ডারি, ওনার জনপ্রিয়তায় নাকি এতই, দেশের মাটিতে পা রাখলে অনেক দল ব্লাকহোলের মত গর্তে পতিত হবে। ওনি যদি জনপ্রিয় হয়েও থাকেন, সেটা জাতি হিসেবে আমাদের অশিক্ষা, অদূরদর্শিতা ফল। আমার বিএনপিরপন্থী কিছু শুভাকাঙ্ক্ষীদের জিগ্গেস করি, এত কেলেঙ্কারি পর কোন যৌগতায় ওনি দেশ পরিচালনা করবেন?? প্রতি উওরে- জনাব তারেক রহমান আগের থেকে এখন অনেক পরিনত,‌ তিনি লন্ডনে পলিটিক্যাল সাইন্সের উপর ডিগ্রি নিয়েছেন, তিনি সামনে অনেক ভাল দেশ পরিচালনা করবেন। আচ্ছা!!!! বিএনপির বর্তমান কর্মকান্ড আর জনাব তারেক রহমানের দলের উপর নিয়ন্ত্রণ দেখে কি আপনাদের ও তাই মনে হয়???

কালের পরিক্রমায় এক সময়কার দুর্নীতিবাজ, লুটেরা যদি বাংলাদেশের ত্রাণকর্তা হিসেবে ফিরে আসতে পারে, হাজারো ছাত্রের রক্তের বিনিময়ে উৎখাত হওয়া পলাতক স্বৈরাচার খুনি হাসিনাকে ও একসময় মানুষ উন্নয়নের রানী বলে জয়ধ্বনি দিবে।

জিয়াউর রহমান বাংলাদেশের শ্রেষ্ঠ শাসক ছিলেন। ওনার আমলে বাংলাদেশের অর্থনীতি অদ্ভুতপূর্ব সাফল্য অর্জন করেছে। বিদেশে কর্মী পাঠিয়ে বৈদেশিক মুদ্রা আয়ের পথ সর্বপ্রথম জিয়াউর রহমান উন্মুক্ত করেছিলেন। তাছাড়া, একদল শিক্ষিত, সম্ভবনাময় জনগোষ্ঠীকে রাজনীতি মুখি করে তিনি বিএনপি গঠন করেছিলেন। ফলাফল: এখনো বাংলাদেশের সেরা অর্থমন্ত্রী বলা হয়, সাইফুর রহমান‌কে। আমি বিশ্বাস করি, জিয়াউর রহমান এক যুগের ও বেশী সময় দেশ শাসন করার সুযোগ থাকলে, বিশ্ব দরবারে বাংলাদেশ আজ মালয়েশিয়া, কোরিয়ার মত অর্থনৈতিক ভাবে শক্তিশালী একটি দেশ হিসেবে আবির্ভূত হতো। ওনার এই স্বল্প সময়ের রেখে যাওয়া ল্যাগেসির দরুন, বিএনপি দুইবার এমনকি এখনো দেশ শাসন করার স্বপ্ন দেখে। ভাবতেই কষ্ট হয়, জনাব তারেক রহমান ওনার মত একজন ব্যক্তির সন্তান!!!

মন্তব্য ২৭ টি রেটিং +২/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০২৫ ভোর ৫:১৫

কলিমুদ্দি দফাদার বলেছেন:

২| ২৩ শে মার্চ, ২০২৫ ভোর ৫:১৬

কলিমুদ্দি দফাদার বলেছেন:

৩| ২৩ শে মার্চ, ২০২৫ ভোর ৫:১৬

কলিমুদ্দি দফাদার বলেছেন:

৪| ২৩ শে মার্চ, ২০২৫ ভোর ৫:৩১

সাড়ে চুয়াত্তর বলেছেন: শুনলাম উনি নাকি ভালো হয়ে গেছেন। :)

জিয়াউর রহমান একজন ভালো মানুষ ছিলেন। ওনার সততা নিয়ে ওনার শত্রুও কোন কিছু বলে না। যদিও সামরিক বাহিনীতে হত্যাকাণ্ডের জন্য ওনাকে দায়ী করা হয়।

২৩ শে মার্চ, ২০২৫ ভোর ৫:৫৬

কলিমুদ্দি দফাদার বলেছেন: শুনলাম উনি নাকি ভালো হয়ে গেছেন। :)
বিএনপির অনুসারীরা তো এখন তাই বলে।
আওয়ামীলীগের ০৯ সালে নির্বাচনী প্রচারণার "দিন বদলের সনদ" নামে একটি স্লোগান কথা, আপনার মনে আছে কিনা জানিনা‌! তরুন, শিক্ষিত নবীন ভোটারদের মনে তা ব্যাপক সাড়া জাগিয়েছিল। পড়ের আওয়ামী লীগের কুকীর্তি কথা তো সবার ই জানা। এভাবে দিনের পর দিন প্রতারিত হয়ে আসছে এদেশের জনগণ। তারেক রহমানের ভালো হয়ে যাওয়া ও হয়তো "দিন বদলের সনদের" মত কোন ধাপ্পা। আপার নিকট আত্মীয় এক রাজনীতিবিদ বলেছিলেন- "Never trust a politician".

জিয়াউর রহমান আমার দেখা বাংলাদেশের সেরা শাসক। ওনি দীর্ঘদিন দেশ পরিচালনা করার সুযোগ থাকলে বাংলাদেশের চেহারা পাল্টে যেত।

৫| ২৩ শে মার্চ, ২০২৫ ভোর ৫:৩৩

সামরিন হক বলেছেন: এরা নিজেদেরকে রাজনীতিবিদ হিসেবে পরিচয় দেয় কিভাবে এরাই জানে!

২৩ শে মার্চ, ২০২৫ ভোর ৬:০৩

কলিমুদ্দি দফাদার বলেছেন: ওনি ঠিক রাজনীতিবিদ না, উওরাধিকার হিসেবে একটি দলের নেতৃত্ব পাওয়া। বাপ-দাদার জমিদারি সূত্র অর্জিত সম্পত্তি যেইটা বলে আর কি? পিতার ল্যাগেসি বিক্রি করে ও এখনো বাংলাদেশে শাসন করার স্বপ্ন দেখছে। নিজের ব্যাক্তিগত অর্জন বলতে তেমন কিছুই নেই, একদল দলকানা কর্মী পোষা ছাড়া।

৬| ২৩ শে মার্চ, ২০২৫ সকাল ৭:০৪

ইফতেখার ভূইয়া বলেছেন: গাঁজা টানার পরেও কেউ টাইটেলে উল্লেখিত মন্তব্য করতে পারে বলে আমার ধারনা ছিলো না।

২৩ শে মার্চ, ২০২৫ দুপুর ১২:০৮

কলিমুদ্দি দফাদার বলেছেন: বিএনপি শিক্ষিত মানুষের দল। দলটি যে ১৭ বছর ক্ষমতার বাইরে থেকে নানা রকম দমন-পিরন, অত্যাচারের শিকার হইছে, টকশোতে ওনাদের কিছু নেতাকর্মী মন্তব্য শুনলে তা বুঝার উপায় নেয় যে উনাদের নেতা ১৭ বছর দেশের মুখ দেখেনি। বিএনপি ধাওয়া দিলে নাকি রাস্তায় আর কোন দল দাঁড়াতে পারবে না, বাণীতে নিলুফা চৌধুরী মনি।

৭| ২৩ শে মার্চ, ২০২৫ সকাল ১০:০৭

সৈয়দ কুতুব বলেছেন: রাজনীতি বিদ দের প্রতিটি কথা কে যদি আক্ষরিক ভাবে ধরে নেন কেমনে কি? :)

২৩ শে মার্চ, ২০২৫ দুপুর ১২:১১

কলিমুদ্দি দফাদার বলেছেন: মানুষের মুখে জয়, মানুষের মুখে ক্ষয়, কুতুব সাহেব। মুক্তিযোদ্ধার বাচ্চারা চাকুরী পাবে না তো কি, রাজাকারের বাচ্চারা পাবে! এরপরের দেশের অবস্থা কি হয়েছে দেখছেন না?

৮| ২৩ শে মার্চ, ২০২৫ সকাল ১০:৫৫

আহমেদ রুহুল আমিন বলেছেন: বিএনপি‘র আরো একটি জনপ্রিয় ডায়ালগ ছিল - ‘আগামী ঈদের পরে আন্দোলন...’ ।

২৩ শে মার্চ, ২০২৫ দুপুর ১২:১৫

কলিমুদ্দি দফাদার বলেছেন: নির্বাচনের রুপ-রেখা না‌ পেলে, এই ঈদের পর ও আন্দোলন,ধাওয়া আসতে পারে বলে হুমকি-ধামকি আসছে। :)

৯| ২৩ শে মার্চ, ২০২৫ দুপুর ১২:৩৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: সবার সব কথায় কান দিতে নেই।

২৩ শে মার্চ, ২০২৫ দুপুর ২:৪৩

কলিমুদ্দি দফাদার বলেছেন: সংখ্যাগরিষ্ঠ বিএনপি নেতারা এখন এমনটাই ভাবছেন‌।

১০| ২৩ শে মার্চ, ২০২৫ দুপুর ১২:৫৭

রবিন_২০২০ বলেছেন: "জিয়াউর রহমান আমার দেখা বাংলাদেশের সেরা শাসক। ওনি দীর্ঘদিন দেশ পরিচালনা করার সুযোগ থাকলে বাংলাদেশের চেহারা পাল্টে যেত।" পুরোপুরি একমত।
আমান গত ১৫ বছর কই ছিলো ? এই বাটপারটা আবার উদয় হয়েছে লুটপাটের আশায়।

২৩ শে মার্চ, ২০২৫ দুপুর ২:৪৯

কলিমুদ্দি দফাদার বলেছেন: আমান গত ১৫ বছর কই ছিলো ? এই বাটপারটা আবার উদয় হয়েছে লুটপাটের আশায়। ছিল, হয়তো বিদেশে পালিয়ে অথবা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে টাকা পয়সা দিয়ে আঁতাত করে। এইসব এর বাইরে কিছু হবে না।

১১| ২৩ শে মার্চ, ২০২৫ দুপুর ২:০৭

ঢাবিয়ান বলেছেন: মিস্টার টেন পারসেন্ট এইবার কিছুটা সাবধানী। যাবতীয় তিতা কথা বাইর করতাছে মির্জা ফখরুল, রিজভি আর মির্জা আব্বাসের মুখ দিয়া। আর উনার মুখ থিকা বাইর হয় খালি ভালা ভালা কথা।তবে হাসনাতের কল্যানে তাগো আসল চেহারা বাইর হয়া গেসে। রিফাইন্ড লীগরে নিয়ে তারা নির্বাচন করতে রাজী!!!! কিন্তু ডঃ ইউনুসরে কোণ অবস্থাতেই আর ক্ষমতায় দেখতে রাজী না। ডঃ ইউনুস যেই দুর্বার গতিতে দেশটারে ঠিক করে ফেলতেসে , তাতেতো তাগো ভবিষ্যত ফকফকা। তাই যে কোন ভাবে তারা এখন ডঃ ইউনুসরে সরাইতে চায়।

ছাত্র জনতাকে আবারো আরেকদফা রাজপথে নামতে হবে লীগের সাথে এই মিস্টার মওলার পার্টিরেও দফারফা করতে। পরিবারতন্ত্র নিপাত যাক।

২৩ শে মার্চ, ২০২৫ বিকাল ৩:১৬

কলিমুদ্দি দফাদার বলেছেন: মিস্টার টেন পারসেন্ট এইবার কিছুটা সাবধানী। আপনি সোস্যাল মিডিয়াতে এক্টিভ কিনা জানিনা, বাংলাদেশের প্রথম সফল রাজনৈতিক ফ্রিল্যান্সার জনাব তারেক রহমানকে যে পোলাপান কিভাবে পচায় না দেখলে বুঝবেন‌ না!!! মন্তব্যর ঘরে ছবি দিছি দেখেন। তরুন-শিক্ষিত, ভার্সিটিতে পড়া রাজনৈতিক সচেতন পোলাপান, এইসব ভন্ডামি এখন বুঝে। শহরের খেটে খাওয়া মানুষ, গ্রামের অশিক্ষিত একটা অংশ ৫০০/১০০০ টাকার বিনিময়ে এদেশের ভাগ্য বিক্রি করে এইসব নেতাদের হাতে তুলে দেয়। আর এভাবেই এরা আংগুল ফুলে কলাগাছ হয়।

ডঃ ইউনুস যেই দুর্বার গতিতে দেশটারে ঠিক করে ফেলতেসে , তাতেতো তাগো ভবিষ্যত ফকফকা। এদেশের ভবিষ্যতে রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে আমি খুব একটা আশাবাদী না। শেষ ভরসা ডা: ইউনুস। ওনার প্রজ্ঞা, মেধা, জ্ঞান আর বিশ্ব পরিচিতি দিয়ে যদি অভাগা জাতির অর্থনৈতিক পরিবর্তনের, পরিবারেরতন্ত্র থেকে মুক্তি সহ, কয়েক বছর পরপর সংঘঠিত রাজনৈতিক অস্থিরতার নিরসনে নির্দিষ্ট কিছু কাঠামো ঠিক করে দিয়ে যান।

১২| ২৩ শে মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:১৩

রিফাত হোসেন বলেছেন: মনের কথা বলেছেন তবে মেজর জিয়া সমালোচনার ঊর্ধ্বে নন। সে কারণেই করুণ পরিনতি। একদল খেয়ে গিয়েছে আরেক দল খাওয়ার প্রস্তুতি নিচ্ছে।

২৩ শে মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:৩৫

কলিমুদ্দি দফাদার বলেছেন: জিয়াউর রহমানের ক্ষমতা গ্রহণ নিয়ে সমালোচনা হতে পারে, কিন্তু উনি একজন দেশপ্রেমিক, দক্ষ, সু-শাসক ছিলেন। জনহিতকর কোন কাজ বা দেশের স্বার্থ বিসর্জন দিয়ে, দেশ পরিচালনা করেন নী। ওনার জানাজায় লাখের অধিক মানুষের অংশগ্রহণ মনে করিয়ে দেয়, সাধারণ মানুষের নিকট ওনি কতটা জনপ্রিয় ছিলেন।

১৩| ২৩ শে মার্চ, ২০২৫ রাত ১০:৪২

ভুয়া মফিজ বলেছেন: আরে.........আপনের মিস্টার মাওলারে তো দেখিই নাই। শিরোনাম বোল্ড করে দিবেন, তাইলে নজরে আসে দ্রুত!!!!

২৪ শে মার্চ, ২০২৫ রাত ১:৩৯

কলিমুদ্দি দফাদার বলেছেন: মিষ্টার মাওলার দিন শেষ!!! স্বামী-স্ত্রীর পিরিতি'র বাংলাদেশ। =p~

১৪| ২৪ শে মার্চ, ২০২৫ সকাল ৭:২৮

রিফাত হোসেন বলেছেন: উনি সৎ ছিলেন সন্দেহ নাই। উনার শত্রুরাও স্বীকার করতে বাধ্য। তবে উনি ক্ষমতার জন্য অনেক মানুষকে গুম করেছেন। উনার চরিত্র অনেকটা কামাল আতারতুর্ক এর মত ছিল। তবে একটা মূল পার্থক্য বিদ্যমান যে, মেজর জিয়া ধর্মপরায়ণ ছিলেন। তুরস্কের নেতা উল্টো ছিলেন। মেজর জিয়া জামাতকে সুযোগ না দিলেও পারতেন। তবে কোন শাসক দীর্ঘ মেয়াদি না থাকাই ভাল। উনার চ্যাপ্টার তো closed সেটা নিয়ে না ভেবে আমাদের এগিয়ে যেতে হবে। বিএনপি এটা থেকে বের হতে পারে না। যেকোন ব্যানারে উনা ছবি, বঊ আর ছেলের ছবি থাকতেই হবে। এ যেন জিয়া মতবাদ! কিন্তু মেজর জিয়ার জীবিত অবস্থার আদর্শ যা ছিল তা অনেক দেশের আধুনিক নেতারই ছিল, সুতরাং ব্যতিক্রম তো কিছু নয়। বি এন পির দল টি লীগের মতই আজীবন পদের দল। নতুনদের বা আত্নীয় এর বাহিরে সুযোগ হচ্ছে না। হলেও সেখানে আর্থিক স্বার্থ জড়িত! মানে পদ বেচাকেনা। এসব থেকে বের হয়ে হবে। না হলে ভাই এই জাতি নীচু জাতি হিসেবেই থেকে যাবে। উদাহরণ নেতা হিসেবে অনুসরণ করতেই হয় তাহলে ইসলামের বিখ্যাত ৪ খলিফা আছে, মহানবী সা: আছে। আমি কোন জামাতপন্থী না তবে উদাহরণ হিসেবে বললাম। আলোচনা যখন করা হয় তখন মানুষ একটি ভাল দিক বললে সঠিক হয় না। ইতিবাচক ও নেতিবাচক বললে পরিষ্কার হওয়া যায়। তবে টানা ১০ বছর থাকলে মেজর জিয়া দেশকে সিঙ্গাপুর না বানালেও অন্তত লীগ থেকে better হতেন, যেহেতু উনি সৎ ও দেশপ্রেমিক ছিলেন। ক্যু অনেকবার হয়েছিল। তাই শহীদ/মৃত্যু যাই বলেন তা হবার কথাই, না হওয়াটাই অবাক হবার মত হত। উনার compromise করে চললেই ভাল হত। জামাতের ১৯৭১ এর রাজাকার পন্থীদের সাথে compromised করতে পারলে প্রতিপক্ষের সাথে কেন নয়? উনি নেই উনাকে এই প্রশ্ন করার সুযোগ নেই। তবে বাংলাদেশের এ পর্যন্ত best শাসক উনি। অন্তত ড. থেকেও বেশি বলব। ড. সাহেব ব্যবসায়ী ধাঁচের আর মেজর জিয়া আম জনতার কথা ভাবতেন। শেখ মুজিব family corruption এ পরে গিয়েছেন, পরিণতি ভোগও করেছেন। কিন্তু লীগ শিক্ষা নেই নি। দলও দেখে শিক্ষা নিচ্ছে না। they are just gone. নতুন শক্তিদের সুযোগ দিতে হবে সাথে সৎ পুরনো অভিজ্ঞদের নিয়ে। মজার ব্যাপার হল দল লীগ এ সৎ লোক খুঁজে পাওয়া কষ্টকর। জামাতও ১৯৭১ রাজাকারদের স্বীকার করতে চায় না। সুতরাং নতুনের বিকল্প নতুনই।

২৪ শে মার্চ, ২০২৫ বিকাল ৩:৪২

কলিমুদ্দি দফাদার বলেছেন: মোটাদাগে যে পয়েন্ট গুলোর কথা বলেছেন তার সাথে দ্বিমত করার সুযোগ নেই। ভাল-মন্দ নিয়েই মানুষ, আমরা কেউই এর উর্ধ্বে নয়। নেতারা ও এমন! জিয়াউর রহমান কোন পীর-আউলিয়ার নন, উনার ও ভুলভ্রান্তি ছিল। এখানে দেখার বিষয়, ওনার শাসনামলে দেশে স্থিতিশীলতা ছিল,‌ অর্থনৈতিক প্রবৃদ্ধি, মানুষের জীবন-মাল স্বাভাবিক হচ্ছিল। পাহাড়ের সেনা পাঠিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষা ও আন্তর্জাতিক ষড়যন্ত্র নস্যাৎ এর অনেক জটিল বিষয় জিয়াউর রহমান করেছিলেন। দেশ সঠিক প্রক্রিয়ায় চললে জিয়াউর রহমানের দেশের ক্ষমতা নেওয়ার প্রশ্নই আসতো না। কিন্তু দেশ সেই পড়ে চলে নী‌।

বিএনপি এটা থেকে বের হতে পারে না। যেকোন ব্যানারে উনা ছবি, বঊ আর ছেলের ছবি থাকতেই হবে। এ যেন জিয়া মতবাদ! বিএনপি ছিল শিক্ষিত, মেধাবী,‌এলিট শ্রেনীর দল। তারেক ইহা সন্ত্রাসী, চোর-বাটপারের দলে পরিনত করছে। তারেক জিয়ার দেশের জন্য ব্যাক্তিগত কোন‌ অর্জন নেই, বিএনপির দুই বারের শাসনামল খুব বেশি একটা সুখোকর নয়, তাই জিয়ার জনপ্রিয়তা আর রেখে যাওয়া ল্যাগেসিকে পুঁজি করে বিএনপিকে এখনো চলতে হচ্ছে।

১৫| ২৪ শে মার্চ, ২০২৫ বিকাল ৪:০৪

ভুয়া মফিজ বলেছেন: তারেকের রাজনৈতিক জ্ঞান কম, দেশপ্রেম আরো কম; তবে ধান্ধাবাজি বেশী। ওরে প্রধানমন্ত্রী বানাইলে বাংলাদেশের খবরই আছে। মানুষ বদলায়.......আমি ভাবছিলাম আর্মির মাইর-টাইর খায়া ওর চিন্তা-ভাবনাতে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হইছে। কিন্তু না, সে ধান্ধাবাজির বিপ্লব সাধনে ব্যস্ত।

পলিটিকাল সাইন্সের ডিগ্রী নিলেই ভালো প্রশাসক হওয়া যায়? এইটা জানতাম না। যারা এইসব বলে, তাদের রাজনৈতিক চিন্তা বাদ দিয়া কাঠাল গাছের চাষ করা উচিত, কারন কাঠাল পাতা তাদের প্রধান খাদ্য। রাষ্ট্র ক্ষমতায় এসে দেশের উন্নতির জন্য জান-প্রান দিয়ে কাজ করবে, এমন নেতা আপাততঃ বিএনপি'র কোন পর্যায়েই নজরে আসছে না।

বাই দ্য ওয়ে, আপনের লেখার স্টাইল ভালো। আমার পছন্দ হইছে। যে কোনও এনালাইটিকাল লেখা বেশী বেশী লিখতে থাকেন। সব হয়তো পড়া হবে না ব্যস্ততা আর ব্লগে কম আসার কারনে, তবে যখনই নজরে আসবে, পড়ার আশা রাখি। :)

২৪ শে মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:১৫

কলিমুদ্দি দফাদার বলেছেন: এখন বিএনপির আকাশচুম্বী জনপ্রিয়তাকে জনাব তারেক রহমান,‌ দলীয় কিছু সংস্কার ও কঠোর দিকনির্দেশনা আর বাংলাদেশ নিয়ে তার ভবিষ্যতে পরিকল্পনা দিয়ে আরো গ্রহনযোগ্য ভাবে হাজির হতে পারতেন। কিন্তু উনি সেই, চিত্রায়িত রাজনৈতিক বন্দোবস্ত এর মত ব্যাক্তি কেন্দ্রিক ক্ষমতাকে হাতের মুঠোয় রেখে নির্বাচনে জিতে আসার চেষ্টায় আছেন। বিএনপির গত ৭ মাসের কর্মকান্ড, ভোটব্যাঙ্কের মিনিমাম ৭% ভোট হারাইছে।

ওদিকে নতুন ছাত্রদের করা দলকে নিয়ে ও ভরসা করতে পারছি না। অভিজ্ঞতা, অপরিপক্কতা দৃশ্যত‌। শেষ ভরসা এখন ডা: ইউনুস, ওনার প্রজ্ঞা-মেধা দিয়ে যদি রাজনৈতিক আর সাংবিধানিক সংস্কার করে দেশের ফাউন্ডেশনের শক্ত একটা ভিক্তি করে দিয়ে যেতে পারেন।

বাই দ্য ওয়ে, আপনের লেখার স্টাইল ভালো। আমার পছন্দ হইছে। ধন্যবাদ, অনেক উৎসাহ পাইলাম। :-B আপনি সহ আরো কিছু ব্লগারের ফলো করি, শিখার চেষ্টায় করছি। আপনাদের শব্দ ভান্ডার বিশাল আর এত সুন্দর করে বিরাম চিহ্নের ব্যবহার করেন, পড়লে মনে হয় সামনে বসে কথা বলছি। :-/ দেখি নিজেকে কিভাবে আরো আপগ্রেড করা যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.