![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“ঘুরছি আমি কোন প্রেমের ই ঘুর্নিপাকে, ইশারাতে শিষ দিয়ে কে ডাকে যে আমাকে”
হাসিনা রেজিমের পতনের পর নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ডক্টর মুহম্মদ ইউনুছের উপর পুর্ন আস্থা রেখেছিলাম। ওনার বয়স একটু বেশি হওয়ায়, ক্ষেত্র বিশেষ চেয়েছিলাম দীর্ঘদিন না হলে ও অন্তত ২-৩ বছর ক্ষমতায় থাকুক। কারন ছিল উনার গ্লোবাল ইনফ্লুয়েন্স, ইমেজ, রেপুটেশনে আর অর্থনীতির উপর জ্ঞান। আরো একটি কারন হচ্ছে গনতন্ত্রে নিয়ে ওনার ভাবনা। উনি প্রায়স দেশের বাইরে দেওয়া বিভিন্ন সাক্ষাৎকার এবং ওনার বই 'দ্যা ওয়াল্ড অফ থ্রি জিরোছ' শঙ্কা প্রকাশ করেছিলেন, "অচিরই বিশ্ব গনতান্ত্রিক ব্যবস্থা ধসে পড়বে"। কারন গনতন্ত্র ব্যাবসায়ী ও রাজনৈতিক এলিটদের কাছে জিম্মি। এর বাইরে ব্যুরোক্রেসি সহ আরোকিছু জটিলতায় গনতান্ত্রিক পদ্ধতিতে অল্প সময়ে একটি জনগোষ্ঠীর উন্নয়ন ও সামাজিক পরিবর্তনকে বাধাগ্রস্ত করে। এটা অবশ্য আমার নিজের বিশ্বাস।
ন্যায় বিচার, সচ্ছ নিয়োগ প্রক্রিয়া, ব্যবসা ও বিদেশী বিনিয়োগ বান্ধব, ঢাকাকে বিকেন্দ্রীকরণের ও বসবাস উপযোগী শহর বানানো, উন্নত জাতায়াত, শিক্ষা ব্যাবস্থা সংস্কার, কারিগর শিক্ষার মান উন্নয়ন, বিদেশি পর্যটন আকর্ষণ সর্বোপরি সকল মানুষের ব্যাক্তি স্বাধীনতা সর্বোচ্চ উপভোগ করা যেখানে ধর্ম ও সামাজিক রীতিনীতি কোন বাধা হয়ে দাঁড়াবে না। যদি ও এই ধরনের সংস্কার একটি দীর্ঘ মেয়াদি প্রক্রিয়া তবু ও ইউনুস একটি রুপরেখা বা এমন মডেলের সমাজ ব্যবস্থার শুরু করে যেতে পারতেন; যেমনটা তিনি তার বইতে লিখেছিলেন।
দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের প্রসাশন, আইন, বিচারব্যবস্থা, অর্থনীতি কোন সেক্টর ই স্বাভাবিক অবস্থায় ছিল না। এমন অবস্থায় ঠিক হতে কিছুটা সময়ের প্রয়োজনে হলে ও অসম্ভব কিছু নয়! কিন্তু দুঃখজনক হলেও সত্যি আজকে এক বছরের কাছাকাছি দেশের আইনশৃঙ্খলা, অস্থিরতা, সামাজিক অবক্ষয়, বিচার বিভাগ, রাজনৈতিক সংকট আরো ঘনীভূত হয়েছে। এর মধ্যে "মরার উপর খাড়ার ঘা" কিংস পার্টি এনসিপি! সরকারী পৃষ্ঠপোষকতায় এনসিপির তৈরি করা সকল এন্যারকি জায়েজ করে দায়মুক্তি দেওয়া হচ্ছে; বোঝানো হচ্ছে জুলাই বিপ্লবের একমাত্র কান্ডারি এনসিপি।
৫ তারিখের পুর্বে কারও কারও বাবা রিকশা চালাতো, কারও বাবা ভ্যান চালাত, কারও বাবা প্রাইমারী স্কুলে শিক্ষকতা করে কোন ভাবে জীবন নির্বাহ করতো। কেউ ছেঁড়া স্যান্ডেল পরে ক্লাসে যেত। কারও মানি ব্যাগে টাকাই থাকতো না। কেউ আবার অন্যের কাছ থেকে ধার-দেনা করে কোন ভাবে পড়াশুনা করছিলো। সেই ছাত্ররা কি চেরাগ পেলেন; ঘষা দিলেই কেউ প্রাডো গাড়িতে চড়ে, কেউ ডুপ্লেক্স বাড়ি বানায়! অসংলগ্ন বেফাঁস কথাবার্তা, রাজনৈতিক সামাজিক শিষ্টাচার এরা সীমা ছাড়ায়ে গেছে।
এক ব্যাংক রিজার্ভ, টাকার মান ধরে রাখা ও দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ ছাড়া আর কোন সেক্টর ই দৃশ্যত কোন পরিবর্তন নেই। আগামী কয়েক বছরে হবে কিনা তার কোন নিশ্চয়তা নেই!! আদর্শগত ও রাজনৈতিক বিভক্তি এখন চরমে; এর একমাত্র সমাধান হয়তো হতে পারে শ্রীঘ্রই একটি ফ্রি এন্ড ফেয়ার নির্বাচন...
আমার মন ডক্টর ইউনুস কে আরো কিছুদিন ক্ষমতায় থাকার সায় দিলে ও আইনশৃঙ্খলা চরম অবনতি, ব্যবসা পরিস্থিতির উন্নতি আর এনসিপির বেপরোয়া কর্মকাণ্ড আর জ্বলজেন্ত একটি বিপ্লবকে মানি মেশিন টার্ন ওভার করায় বিবেক বাধা দিচ্ছে। রাজনৈতিক এই জটিল সমীকরণ আমার অবস্থা এখন " বিঁধি তুমি বলে দাও, আমি কার..দুটি মানুষ একটি মনের দাবিদার......
২| ২৯ শে জুলাই, ২০২৫ রাত ১:০২
কলিমুদ্দি দফাদার বলেছেন: এনসিপির প্রতি আমার ব্যক্তিগত কোন রাগ ক্ষোভ নেই। আলোকচিত্র শহিদুল আলম যিনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এক্টিভিস্ট এবং পাঠশালার প্রতিষ্ঠাতা; সৎ ও ক্ষমতার সাথে আপোষহীন এক ভদ্রলোক। ইন্টেরিম ও এনসিপির প্রতি তাঁদের পর্যবেক্ষণ আমার এই সিদ্ধান্ত। This are some people in our society, whom I can trust.....
৩| ২৯ শে জুলাই, ২০২৫ রাত ১:০৩
সৈয়দ কুতুব বলেছেন: নোবেল লরিয়েট বিজনেস আইডিয়ার মানুষ। এনসিপিকে আইডিয়া দিবেন তোমরা সোশাল বিজনেস শুরু করো । সেটা না করায় এনসিপি ডোনেশন নেয়া শুরু করে । বাকিটা ইতিহাস। ইউনুস সাহেবের মতো মানি মেকিং মেশিন থাকতে কেন আরেকজন থেকে ডোনেশন নেয়া লাগবে ? গেরামে গেরামে এনসিপি সোশাল বিজনেস শুরু করলে দল পুরো লাইম লাইটে চলে আসতো ।
২৯ শে জুলাই, ২০২৫ রাত ২:২৬
কলিমুদ্দি দফাদার বলেছেন: এনসিপি এখন সোস্যাল বিজনেস ই করছে। চান্দা তুলে ব্যবসায়ী,
রাজনীতিবিদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করছে।
এটা এক ধরনের সামাজিক বিজনেস। ইংরেজি একটা প্রবাদ আছে-
"A penny on the pound, and he dances around"
এনসিপির অবস্থা হইছে এখন এমন।
৪| ২৯ শে জুলাই, ২০২৫ রাত ১:২৮
ইপিআর সৈনিক বলেছেন:
আপনি যা যা চেয়েছেন, ইউনুস সবই করেছেন; এখন উনার ব্রেক দরকার, উনাকে থাইল্যান্ড নিয়ে মেয়েদের বস্তিতে রাখেন।
২৯ শে জুলাই, ২০২৫ রাত ২:১৮
কলিমুদ্দি দফাদার বলেছেন:
১৯৭৫ এর ১৫ই আগষ্ট নারায়ণগঞ্জের নাসিম ওসমান বাসর রাতে স্ত্রীর গহনা বেঁচে অস্ত্র কিনে-
রাস্তায় নামে শেখ হত্যার প্রতিশোধ নিতে।
আপনি কি বিক্রি করেছিলেন?
৫| ২৯ শে জুলাই, ২০২৫ রাত ১:৪৯
রবিন_২০২০ বলেছেন: ড: ইউনুস নিঃসন্দেহে ভালো মানুষ, কিন্তু আমাদের দেশের মানুষকে নিয়ন্ত্রণ করতে যে কঠোরতা দরকার সেটা তার নেই।
প্রেসিডেন্ট সাত্তারের সময় আইন শৃঙ্খলা অবনতির অজুহাত দেখিয়ে এরশাদ ক্ষমতা দখল করেছিল। সম্ভবত নুতন করে সেই নাটকের অবতারণা হতে যাচ্ছে।
মনে হয়না ইলেকশন হবে
২৯ শে জুলাই, ২০২৫ রাত ২:১১
কলিমুদ্দি দফাদার বলেছেন: ইউনুস নিঃসন্দেহে ভালো মানুষ, কিন্তু আমাদের দেশের মানুষকে নিয়ন্ত্রণ করতে যে কঠোরতা দরকার সেটা তার নেই।
ভাল পয়েন্ট তুলে এনেছেন। আপনার এই পয়েন্টটা মাথায় আসছিলো কিন্তু লিখতে ভুলে গেছি। ইউনুস সাহেব তার গ্লোবাল ইমেজ, ল্যাগেসি রক্ষার্থে কঠোর হতে পারছেন না। একটি বিপ্লব পরবর্তী সরকার ব্যবস্থা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যত কঠোর হওয়া দরকার তার বিপরীতে তিনি নমনীয় ভাবে সবকিছু পরিচালনা করছেন। তিনি আমেরিকা ঘেঁষা, গনতান্ত্রিকামি মানুষ, চাইলে তো রাষ্ট্র ব্যবস্থায় বিধিনিষেধ আরোপ করতে পারবেন না; তার উপর আবার অনির্বাচিত। বাইডেন সরকার থাকলে পরিস্থিতি কিছুটা অনুকূল থাকতো।
আর্মি ক্ষমতা আসবে বলে মনে হয় না; নেওয়ার থাকলে আরো আগে নিত। বিশ্ব ব্যবস্থায় এখন আর ৮০ দশকের পরিস্থিতি নাই। আইনশৃঙ্খলা পরিস্থিতি না হয় বাদ এনসিপির এই কর্মকাণ্ড তো আর্মি এসে করে যায় না। অযথা দেশের এই পরিস্থিতিতে অনর্থক কথাবার্তা বলে ঝামেলা সৃষ্টিকরার কি দরকার?
৬| ২৯ শে জুলাই, ২০২৫ রাত ২:২২
ইপিআর সৈনিক বলেছেন:
শেখ হত্যার সময় আমি ছাত্র, আমি কিছু করতে চাইনি; আমি জানতাম যে, ইহা সিআইএ করেছে, আমার করার মতো কিছু ছিলো না।
২৯ শে জুলাই, ২০২৫ রাত ২:৪০
কলিমুদ্দি দফাদার বলেছেন: ওরে বাপরে!!! আপনি দেখি বিদ্যার ধারী!!!
যেই জিনিস ইন্দিরা, নজরুল, তাজউদ্দিন বুঝলো না
আপনি ছাত্র অবস্থায় বুঝে গেলেন ইহা সিআইএ করেছে......
আপনি তো দেখি বিশাল হেক্কার.......
কিছু যখন করতে পারেনি মিষ্টি খেয়েছিলেন?
আপনার এলাকায় দোকানে মিষ্টি ছিল?
৭| ২৯ শে জুলাই, ২০২৫ ভোর ৪:০২
ইপিআর সৈনিক বলেছেন:
১৫ই আগষ্ট সকাল ১১টার দিকে আমি নিশ্চিত হই যে, ইহা সিআইএ করেছে; এরপর, সেইদিন দুপুর ২টার দিকে কবি আলাউদ্দিন আল আজাদকে ফোন করে বলেছিলাম যে, উনি যেন উনার বন্ধু তাজউদ্দিনকে পালিয়ে যেতে বলেন। কিন্তু ইহা শেষ অবধি কোন ফল দেয়নি।
২৯ শে জুলাই, ২০২৫ দুপুর ২:৩৪
কলিমুদ্দি দফাদার বলেছেন: আপনি ছাত্র অবস্থায় গ্রামে ছিলেন।
১৯৭৫ এ বড় শহরগুলো ছাড়া দেশের কোথায় ও টেলিফোন এক্সচেঞ্জ ছিল না।
টেলিফোন কিছু ধনী আর গুটি কয়েক গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের বাসায় থাকতো।
আপনি কিভাবে কোথা থেকে টেলিফোন করেছিলেন?
৮| ২৯ শে জুলাই, ২০২৫ সকাল ৭:২৪
কামাল১৮ বলেছেন: উনি এতো করে বলছে যে উনি দেশ চালানোর মতো লোক না।কিন্তু আমরা তার এই কথা বিশ্বাস করতে চাই না।আমরা ওনার থেকেবেশি জানি ওনার সম্পর্কে।টাউটগিরি করা আর দেশ চালানো এক জিনিস না।
২৯ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:১১
কলিমুদ্দি দফাদার বলেছেন: উনি এতো করে বলছে যে উনি দেশ চালানোর মতো লোক না।
কোথায় বলেছিলেন উনি এই কথা? দেশ চালাতে না পারলে ১/১১ পূর্বে উনি রাজনৈতিক দল বানাতে চেয়েছিলেন।
এবার ক্ষমতায় বসার উনার প্রথম কথা ছিল "সবাইকে আমার কথা শুনতে হবে"।
৯| ২৯ শে জুলাই, ২০২৫ সকাল ১১:১৩
কাঁউটাল বলেছেন: শেখ মুজিব হত্যা না হলে বাংলাদেশ আরও বহু আগে ভারতের করদরাজ্য হয়ে যেত। ইপিআর ছাগলদের দুর্ভাগ্য, প্রত্যেকবার উহার সমগোত্রীয় ভাদা এবং বালকুকুররা বাংলাদেশকে ভারতের কাছে ইজারা দিতে যায়, আর আমেরিকার সিআইএ এসে বাধ সাধে।
২৯ শে জুলাই, ২০২৫ দুপুর ২:৫০
কলিমুদ্দি দফাদার বলেছেন: শেখ মুজিব হত্যা না হলে বাংলাদেশ আরও বহু আগে ভারতের করদরাজ্য হয়ে যেত।
স্বাধীনের পর দেশে ২৫-৩০ হাজার ভারতীয় সৈন্য ছিল। মুজিব- ইন্দিরা চুক্তির মাধ্যমে শেখ মুজিব সৈন্যদের ভারত পাঠান।
ভারতীয় সৈন্য প্রত্যাহারের মাধ্যমে শেখ মুজিব বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছিল এটা স্বয়ং জিয়াউর রহমানের উক্তি।
হাসিনার আওয়ামী লীগ আর ব্যক্তিগত ক্ষোভ থেকে বিচার করে ঐতিহাসিক প্লটগুলো বিতর্কিত করবেন না। ইতিহাস বিকৃতি করা আওয়ামীদের কাজ।
ভারতের আপত্তি সত্ত্বেও ও শেখ মুজিব বাংলাদেশকে ওআইসি যুক্ত করে আর পাকিস্তানের সাথে পুনরায় সম্পর্ক স্থাপন করে।
১০| ২৯ শে জুলাই, ২০২৫ সকাল ১১:৩২
আহমেদ রুহুল আমিন বলেছেন: তারপরও দেশের এই ক্রান্তিলগ্নে ডঃ ইউনুসের কোন বিকল্প ছিলনা ...।
২৯ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:১৫
কলিমুদ্দি দফাদার বলেছেন: ওনি যৌগ্য লোক তা নিয়ে কোন আপত্তি নেই। কিন্তু দেশের কোন অংশ-প্রতংগ ঠিক মতো কাজ করছে না, অবস্থার উন্নতি না হলে ক্ষমতায় ধরে রেখে বিতর্ক সৃষ্টি করার কোন কারন দেখছি না।
১১| ২৯ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:২০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: জিঞ্জিরা ইঞ্জিনিয়ার কোন মুক্তিযোদ্ধা না উহা সার্টিফিকেট কেনা মুক্তিবোদ্ধা। উহা বাকশালে যোগদান করে তারপর শুরু করে ডাকাতি ও চাঁদাবাজি। পরে বিপদ দেখে সুযোগ বুঝে আমিরিকায় পারি জমায়।
২৯ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:৩০
কলিমুদ্দি দফাদার বলেছেন: এরা ৭১ এর লুটেরা জল্লাদ কাদের সিদ্দিকী টাইপ মানুষ।
১২| ২৯ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৭:০৫
ঢাবিয়ান বলেছেন: মাফিয়া রাজতন্ত্রের পক্ষে লেখালেখি করলে পেমেন্ট অনেক পাওয়া যায়। উমামা তা খুব ভাল করেই জানে। উমামাকে ডিজিএফাই বিগত জুলাই অগাস্ট মাসে তুলে নিলে কত টাকায় যে অভ্যূত্থানকে বিক্রি করত , তাই এখন ভাবি!! গনঅভ্যূত্থানের সময় কোটি কোটী কোটী টাকা, বিদেশে সেটল করে দেয়ার অফার প্রত্যাক্ষান করা ভ্যান চালক, প্রাইমারি স্কুলের শিক্ষকের এই সন্তানেরা ভয়াবহ আয়নারের টর্চারকেই মেনে নিয়েছিল , যে আয়নাঘর থেকে জীবিত খুব কমই ফিরে আসে।। নাহিদ, আসিফরা মৃত্যূকে বেছে না নিলে , রাজপথে এতএত তরুন জীবন দেয়ার জন্য তৈরী হত না। যাই হোক আপনাদের মত হাইক্লাস এলিট সুশীলেরা হয়ত আর কিছুদিন পরে বলবেন '' আয়নাঘর '' একটা মিথ্যাচার!!
২৯ শে জুলাই, ২০২৫ রাত ৮:০০
কলিমুদ্দি দফাদার বলেছেন: ব্লগার ভুয়া মফিজ কে অনেকদিন ধরে পাচ্ছি না, ওনার সাথে যোগাযোগ হয় নাকি আপনার? এই সংকটকালীন মুহুর্তে ওনার বুদ্ধিদীপ্ত আলোচনা, যুক্তি দিয়ে পর্যালোচনা করলে সবকিছু বুঝতে একটু সুবিধা হতো। উনি বিএনপির সমর্থক হলে ও এনসিপি নিয়ে
অনেক আশাবাদী ছিলেন।
আপনি সম্মানিত একজন ব্লগার অযথাই এনসিপি বিষয়ে আপনার সাথে কড়া বাকবিতন্ডা আমাকে ব্যাথিত করে। এনসিপি যদি তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ ভুল প্রমাণ করতে পারে তো আমি নিজে এসে আপনার কাছে ক্ষমা চেয়ে যাবো। আপনি এনসিপি কে নিয়ে যৌক্তিক সমালোচনা করুন, আওয়ামী লীগের মত আপনি যদি তাদের সব ব্যাপারে সায় দেন তো কেমনে নি?
ইন্টেরিম তো আজীবন ক্ষমতায় থাকবে না, তাঁদের নিজ পায়ে দাঁড়াতে দিন।
১৩| ৩০ শে জুলাই, ২০২৫ রাত ১২:৩৬
গোবিন্দলগোবেচারা বলেছেন: @গার্বেজ ইপিআর গোলু- আপনার হতাশার কারণটা অনুমান করতে পারি। গার্বেজ টুকায়ে আর মানুষের চেক প্রসেসিং করে কতই বা আর আয় হয়। এই টাকায় নিউইয়র্কের বারবনিতাদের সাথে ইটিশ পিটিশ করা যায় না, তাই থাইল্যান্ডের সস্তা পতিতাদের ভাবনায় আপনার মাথার মধ্যে ইয়ে উঠে গেছে।
তা কাকু হাই ক্লাস বারবনিতাদের দিকে না তাকিয়ে আপনার ক্লাসের হোমলেস পতিতাদের দিকে তাকান না কেন, পাঁচ-দশ ডলারে কাজ হয়ে যাবে। আর আপনি কত বড় কুতুব এটা জানলে হয়তো আপনাকে ফ্রিতেও দিয়ে দিতে পারে।
৩০ শে জুলাই, ২০২৫ দুপুর ১২:৪৭
কলিমুদ্দি দফাদার বলেছেন:
১৪| ৩০ শে জুলাই, ২০২৫ সকাল ৯:৩১
রাজীব নুর বলেছেন: এনসিপি টিকে আছে এবং চ্যাটাং চ্যাটাং করছে, শুধু মাত্র ইউনুস সাহেবের জন্য।
৩০ শে জুলাই, ২০২৫ দুপুর ১২:৪৭
কলিমুদ্দি দফাদার বলেছেন: আপনার অনুমান সঠিক।
©somewhere in net ltd.
১|
২৯ শে জুলাই, ২০২৫ রাত ১:০২
কাঁউটাল বলেছেন: বিধি তুমি বলে দাও আমি কার..... ভঁড়ৎের নাকি আম্রিকার নাকি........