![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“ঘুরছি আমি কোন প্রেমের ই ঘুর্নিপাকে, ইশারাতে শিষ দিয়ে কে ডাকে যে আমাকে”
গত এক সপ্তাহে সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া; ইতিমধ্যেই মারা গেছে ৭ জন। আন্দোলনের শুরু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জীবন-যাপনের উচ্চ ব্যায়ের মধ্যে ইন্দোনেশিয়ান সরকারের সংসদের সদস্যদের মাসিক ভাতা বৃদ্ধির কারনে। যার পরিমান একজন সাধারণ ইন্দোনেশিয়ান মাসিক আয়ের ও প্রায় ৩০ গুন বেশি। ২৫ তারিখ থেকে চলা আন্দোলন আরো আরো বেগবান ও বিক্ষুব্ধ হয়ে ওঠে ২৮ তারিখ পুলিশ গাড়ির নিচে চাপা পড়ে মরে যায় ২১ বছর বয়সী এক যুবকের; যিনি জাকার্তায় রাইড শেয়ারিং সেবা দিতেন। রাজনৈতিক ব্যাক্তি বর্গ সহ এমপি- মন্ত্রী দের বাড়িঘর গুলোতে হয়েছে লুটপাট। এই বিক্ষোভ এমন একটি সময় সংগঠিত হচ্ছে যখন ইন্দোনেশিয়ান সামাজিক বৈষম্য, রাজনীতিবিদ দের দূর্নীতি চরমে। ইন্দোনেশিয়া সরকার এমপিদের জন্যে বরাদ্দকৃত অর্থ ছাড়ের বিষয়টি প্রত্যাহার করে নিলে ও এখন ও জনমনে স্বস্তি ফিরেননি।
বাংলাদেশ সংগঠিত জুলাই অভ্যুত্থান সাথে অনেক সাদৃশ্য থাকলে আমার অবুঝ মনে প্রশ্ন জাগে ইন্দোনেশিয়া তে কি ইহা আমেরিকান ক্যূ নাকি জনমানুষের আন্দোলন? আমেরিকান ডিপ স্টেট কত মিলিয়ান ডলারের বিনিময়ে এই আন্দোলন ঘটিয়েছে। পাকিস্তান ৩০ হাজার জামাত-শিবির জংগি ট্রেনিং দিয়ে বাংলাদেশে পাঠিয়েছে; ইন্দোনেশিয়াতে পাঠিয়েছে কারা? গণভবনের লুটপাট করা টোকাই ইন্দোনেশিয়া মন্ত্রী-এমপিদের বাড়িতে পৌঁছালো কি করে? সর্বোপরি বাংলাদেশের সেন্টমার্টিন এর মত ইন্দোনেশিয়া কোন দ্বীপে ঘাঁটি বানানোর জন্য আমেরিকান এই ডিপ স্টেট?
ছবি: প্রিন্টারেষ্ট।
০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:৪৬
কলিমুদ্দি দফাদার বলেছেন:
আমেরিকান ক্যূ বিশারদ; ব্লগিয় উজিরে খামাখা এখানে কি ১৯৬৭ বিষয় অবতারণা করা হয়েছে?
বাকশালী দের পক্ষে গেলে বিপ্লব আর বিপক্ষে গেলে আমেরিকান ক্যূ....
২| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:৪৩
জেনারেশন একাত্তর বলেছেন:
রাজনীতির অভিধানে প্রতিবাদ ও বিপ্লব সমার্থক শব্দ নয়; ব্লগিং করতে মগজের দরকার হয়।
০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:৫৪
কলিমুদ্দি দফাদার বলেছেন:
এত মগজ নিয়ে কিছু ডলার আর চিকিৎসার আশায় আমেরিকা পড়ে আছেন।
আমেরিকা জানতো বাংলার সোস্যালিষ্টের মুল্য ২ পয়সা।
৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:৪৭
সৈয়দ কুতুব বলেছেন: দেখলাম টিভি ফিরিজ সব নিয়ে যাইতেসে।
০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:৫৫
কলিমুদ্দি দফাদার বলেছেন: ইন্দোনেশিয়া তে দেখছি টোকাইয়ের অভাব নাই।
পুকুর থেকে হাঁস নেই নাই?
৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:৫৪
জেনারেশন একাত্তর বলেছেন:
সৈয়দ কুতুব বলেছেন: দেখলাম টিভি ফিরিজ সব নিয়ে যাইতেসে।
-"বিপ্লবী"রা কি টিভি, ফ্রিজ নিয়ে যায়?
থাইবস্তির ব্লগার কোনটা বিপ্লব আর কোনটা প্রতিবাদ, সেটাও বুঝে না; সস্তায় বিয়ার খায় আর ভালোবাসা কিনে!
০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:০১
কলিমুদ্দি দফাদার বলেছেন: -"বিপ্লবী"রা কি টিভি, ফ্রিজ নিয়ে যায়?
স্বাধীন বাংলার প্রথম কম্বল চোর আপনারা।
৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:৫৭
বিজন রয় বলেছেন: আমেরিকা কি বাংলাদেশেও ক্যূ করেছে?
০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:০৪
কলিমুদ্দি দফাদার বলেছেন: ডিপ স্টেট, ২০ মিলিয়ন, সেন্টমার্টিন, করিডোর। এমনই তো শুনেছি ।
৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:৫৮
জেনারেশন একাত্তর বলেছেন:
৩৭টি দেশে বারবার ক্যু করেছে আমেরিকানরা; অনেক জাতির নেতাকে হত্যা করেছে; আমেরিকার হয়ে ড: সোয়েকর্ণকে আমরণ বন্দী করে রেখেছিলো জেনারেল সুহার্তো; তবে, সুহার্তোর বিচার হয়েছিলো
এখনো বাংলাদেশ, পাকিস্তান ও মিশরের সেনাবাহিনী পার্মেন্যান্টলী আমেরিকান পকেটে
০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:০৮
কলিমুদ্দি দফাদার বলেছেন: আপনি "শিবের গীত" গাইতে থাকুন।
৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:০১
জেনারেশন একাত্তর বলেছেন:
ইডিয়ট বাংগালীরা ও পাকিস্তানীরা আমেরিকান ক্যু'কে "বিপ্বব" নাম দিয়ে উহাকে পালনও করে যাচ্ছে; বিশ্ব এত ইডিয়ট কোথা্যও নেই।
০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:২০
কলিমুদ্দি দফাদার বলেছেন: আরো বেশি ইডিয়ট আছে অষ্ট্রিয়াতে; যারা ভারত ভাগ চাই।
তাঁদের মায়েরা নেশাগ্রস্ত।
৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:০৭
বিজন রয় বলেছেন: সেন্টমার্টিন, করিডোর......... এসব কোন ব্যাপারই না।
আসল ব্যাপার হলো তারা বাংলাদেশের মূল মূল জায়গায় আগাত করেছে।
প্রথমটি হলো মুক্তিযুদ্ধ।
০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৩৩
কলিমুদ্দি দফাদার বলেছেন: প্রথমটি হলো মুক্তিযুদ্ধ।
আপনি হয়তো ঠিক বলেছেন।
কিন্তু আমার মনে হয় স্বাধীনতা পরবর্তী বাংলার অর্থনৈতিক সমৃদ্ধ আর রাজনৈতিক স্থিতিশীলতার জন্যে
আমেরিকান ব্লকে থাকা বেশি প্রয়োজন ছিল; দক্ষিণ কোরিয়া, সিংগাপুর, তুরস্কের মত।
স্বয়ং আমেরিকা ফ্রান্সের সাহায্য নিয়ে বৃটিশ কলোনি থেকে স্বাধীনতা পেয়ে ও কিন্তু
বৃটিশদের সাথে পরবর্তীতে লাভজনক সম্পর্ক গড়ে তুলে।
৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:২৪
ঢাবিয়ান বলেছেন: জেনারেশন ৭১ , আমেরিকায় কি বয়স্ক ভাতা পাচ্ছেন না? এত রাগ কেন আম্রিকার উপড়?
১০| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৩১
জেনারেশন একাত্তর বলেছেন:
আমার বয়স্ক ভাতা বাংলাদেশ দিচ্ছিল শেখ হাসিনার আমলে, এখন বন্ধ।
শিবিরেরা যেইসব শিবিরকে হত্যা করেছে, টাকা এখন সেইসব শিবির পরিবার পাচ্ছে। আপনি আমেরিকান ক্যু'এর সময় বাংলাদেশে থাকলে, আপনার পরিবারও পাবার সম্ভাবনা ছিলো।
০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৩৬
কলিমুদ্দি দফাদার বলেছেন: পশ্চিমা দুনিয়ায় আপনাদের কে নিয়ে এমন হাঁসি-তামাশা করা হয়-
১১| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৪৫
জেনারেশন একাত্তর বলেছেন:
লেখক বলেছেন: পশ্চিমা দুনিয়ায় আপনাদের কে নিয়ে এমন হাঁসি-তামাশা করা হয়-
-বাংগালীরা অর্থনীতি, অংক, বিজ্ঞান, টেকনোলোজী ও ইংজীতে কাঁচা; আপনিও এর বাইরে নন; ফলে, আমেরিকায় কি হচ্ছে তা আপনি, বাংগালী জাতি ও আফ্রিকানরা কখনো বুঝতে পারবে না।
০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:১০
কলিমুদ্দি দফাদার বলেছেন: লেখক বলেছেন: পশ্চিমা দুনিয়ায় আপনাদের কে নিয়ে এমন হাঁসি-তামাশা করা হয়-
কথাটি মনে হয় আপনার অন্তরে লেগেছে! বাস্তব জীবনের প্রতিচ্ছবি দেখতে পেয়েছেন।
সাদা চামড়ার আমেরিকানরা আপনার ক্লাস করার কথা নয়।
আমেরিকা কিসে পড়ায়াছেন? এইখানে তো তিতুমীর, কবি নজরুল কলেজ নেই?
১২| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৫৬
জেনারেশন একাত্তর বলেছেন:
লেখক বলেছেন: পশ্চিমা দুনিয়ায় আপনাদের কে নিয়ে এমন হাঁসি-তামাশা করা হয়-
-পশ্চিমা দুনিয়া শুধু আমাকে নয়, সব বাংগালী, সব পাকিস্তানী ও সব মুসলিম দেশের লোকদের ইডিয়ট ভাবে; এর মাঝে আপনিও আছেন।
১৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৫৯
জেনারেশন একাত্তর বলেছেন:
আপনার পোষ্ট আপনাকে একজন ইডিয়ট হিসেবে প্রতিষ্ঠিত করেছে, মনে হয়।
০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:১৩
কলিমুদ্দি দফাদার বলেছেন:
ব্লগে আপনি রাজিব নুর আর কিছু চেলা-চামুনডা বাদে সবাই ইডিয়ট।
ইডিয়ট ওয়ার্ড টাকে "ফুলের মালা" হিসেবে প্রতিষ্ঠিত করেছেন ব্লগে।
১৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৪১
জেনারেশন একাত্তর বলেছেন:
আপনি ইন্দোনেশিয়ার সাধারণ মানুষের প্রতিবাদকে "বিপ্লব" বলছেন; ব্লগার হিসেবে আপনাকে কোন ক্যাটেগরীতে ফেলবো। উহা "আমেরিকান ক্যু" কিনা প্রশ্ন করেছেন!
ঠিকই ১৯৬৭ সালের আমেরিকান ক্যু'এর কারণে ইন্দোনেশিয়ার আলোকিত মানুষ ড: সোয়েকর্ণকে জেলে মরতে হয়েছে বিষক্রিয়া থেকে; আপনি কোন ধরণের ব্লগার? অবশ্যই ইডিয়ট জাতীয়!
©somewhere in net ltd.
১|
০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:৪১
জেনারেশন একাত্তর বলেছেন:
ইন্দোনেশিয়ার মেয়ে বিয়ে করেছিলেন আপনি; সেটাকে হারিয়ে এখন থাইবস্তির মেয়েদের ভালোবাসা কিনে বাংলাদেশে ব্লগিং করছেন।
১৯৬৭ সালে, সুহার্তো আমেরিকার হয়ে ক্যু করে ড: সোয়েকর্ণকে আজীবন বন্দী করে রেখেছিলো। তাতে ইন্দোনেশিয়া অনেক পেছনে পড়ে গেছে।