![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোকা একজন মানুষ। খুব সহজেই যে কাউকে বিশ্বাস করে ফেলি। ভালো মানুষ ছিলাম না কোন কালেই, তবে নিষ্ঠুর মানুষ হওয়ার চেষ্টারত........।
মুজিব মানেই-কিষানীর হাসি ফসল সোনার ক্ষেত,
মুজিব মানেই-যুদ্ধে যাবার প্রস্তুতি সংকেত।
মুজিব মানেই-হিন্দু মুসলিম বৌদ্ধ আর খৃস্টান,
মুজিব মানেই-সেকুলারিসম ধর্মান্ধতার অবসান।
মুজিব মানেই-আগরতলার মিথ্যা ষড়যন্ত্র,
মুজিব মানেই-শিক্ষা শান্তি ঐক্য গণতন্ত্র।
মুজিব মানেই-ধরাশায়ী ঐ ছুচো পাকিস্তান,
মুজিব মানেই-স্বৈরাচারীর বিপরিত অবস্থান,
মুজিব মানেই-৭ ই মার্চ মুক্তির আহবান,
মুজিব মানেই-সামরিক জান্তার চির অবসান।
মুজিব মানেই-তর্জনীতে গর্জন প্রতিবাদ,
মুজিব মানেই-অন্ন বস্ত্র কৃষকের পেটে ভাত।
মুজিব মানেই-সবুজ নির্মল স্বনির্ভরের স্বপ্ন,
মুজিব মানেই-বঞ্চিতদের চিন্তায় সদা মগ্ন।
মুজিব মানেই-১৭ ই মার্চ আনন্দ উৎসব,
মুজিব মানেই-পশ্চিমাদের ত্রাহী ত্রাহী রব।
মুজিব মানেই-প্রশান্ত সাগর উল্কা কিংবা ধুমকেতু,
মুজিব মানেই-জয় জয়কার জয় তু মুজিব জয় তু।
মুজিব মানেই-পদ্মা মেঘনা যমুনা আর আড়িয়াল খাঁ,
মুজিব মানেই-টেকনাফ থেকে সূদুর ঐ তেতুলিয়া।
মুজিব মানেই-জাতি রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন স্বাদ,
মুজিব মানেই-বাঙ্গালীর তরে মহান স্রষ্টার আশির্বাদ।
মুজিব মানেই-৭৫ এর ১৫ ই আগষ্ট ভয়াল কালো রাত,
মুজিব মানেই-বুকের রক্তে লিখে যাওয়া মুজিববাদ।
মুজিব মানেই-জয় বাংলা জয়ী আমরা চিরদিন,
মুজিব মানেই-বুকের রক্তে শোধ করলো জাতির ঋন।
মুজিব মানেই-বঙ্গ আর মুজিব মানেই বন্ধু,
মুজিব মানেই-মুক্তির গান শোকের বিষাদ সিন্ধু।
মুজিব মানেই-স্বাধীন দেশে শান্তিতে বসবাস,
মুজিব মানেই-জাতির জনক বাঙ্গালীর ইতিহাস।
-সংগৃহীত।
©somewhere in net ltd.
১|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৫
তিক্তভাষী বলেছেন: কবি মাত্রই কল্পনার জগতে বিচরণকারী। এ কবিতাই তার উত্তম প্রমাণ।