নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার আমিত্বে আমি

বোকা একজন মানুষ। খুব সহজেই যে কাউকে বিশ্বাস করে ফেলি। ভালো মানুষ ছিলাম না কোন কালেই, তবে নিষ্ঠুর মানুষ হওয়ার চেষ্টারত........।

কলমি লতা

বোকা একজন মানুষ। খুব সহজেই যে কাউকে বিশ্বাস করে ফেলি। ভালো মানুষ ছিলাম না কোন কালেই, তবে নিষ্ঠুর মানুষ হওয়ার চেষ্টারত........।

কলমি লতা › বিস্তারিত পোস্টঃ

ভারত আমাদের ছদ্মবেশী বন্ধু।

২৫ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৫৩

১. পাকিস্তান বা ব্রিটিশদের নাম শুনলেই আমরা তেড়ে যাই,কিন্তু তাদের থেকেও ১০ গুণ ক্ষতিকারক উগ্র বাংলাদেশ বিরোধী ভারতকে আমরা কলকাতা 'বাঙ্গালি' ' বলে চুমু খাই।



২. মায়ানমার থেকে একটা রোহিঙ্গা আমাদের সীমান্তে প্রবেশ করলে আমরা দিনরাত রোহিঙ্গাদের বিরুদ্ধে মুখে ফেনা তুলি,কিন্তু সীমান্তে বি এস এফ এর গুলিতে যখন ফেলানীরা মারা যায়, তখন আমরা চুপ থাকি।



৩. পাকিস্তানের কোনো প্লেয়ার বাংলাদেশে খেলতে এলে তাকে জঙ্গি আখ্যা দিয়ে পাকিস্তানকে বর্জনের ডাক দিতে পারি, কিন্তু ভারতে প্রতিনিয়ত মিরাক্কেল সহ বিভিন্ন রিয়ালিটি শোতে যখন বাংলাদেশের জাতীয় পতাকা পদদলিত করা হয়,আমরা তখন তালিয়া বাজায়।



৪. নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ এবং ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়,আর যুদ্ধের শেষ তের দিন সহযোগীতা করে ভারত বলে বাংলাদেশের স্বাধীনতা ভারতের দান,তখনও আমরা ভারতমাতা বলে চেঁচিয়ে থাকি।



৫. ভারতীয়রা বলে ওরা পন্য রপ্তানী বন্ধ করে দিলে বাঙালী না খেয়ে মরবে।ওরা ভুলে যায় বাংলাদেশ আমদানী বন্ধ করে দিলে ভারতের লোকজন না খেয়ে মরবে।ভুলে যায় আমরা পন্য আমদানী কইরা পয়সা পাঠালে তোরা চাউল কিনে ঘরে যায়।এমন ভাবে বলে মনে হয় বাঙ্গালীকে ওরা মাগনা খাওয়ায়।তখনো আমরা ভারত বন্ধু রাষ্ট্র বলে চেঁচিয়ে গলা পাটায়।



৬. যুদ্ধের সময় ভারত আমাদের সহযোগীতা করেছে তা আমরা স্বীকার করি,বাংগালী অকৃতজ্ঞ জাতি নয়।সহযোগীতা করেছে বলে ভারতকে তিস্তা,ট্রানজিট,বন্দর মাগনা ব্যবহার করতে দিয়েছি।



৭. ভারতের অভিনেতা প্রসেনজিত যখন বাংলাদেশকে কটুক্তি করে,তখনো আমরা তার অভিনীত মুভি দেখার জন্য ব্যস্ত হয়ে যায়।



আমি আপনাদের পাকিস্তান,ব্রিটিশ কিংবা মায়ানমার কে সাপোর্ট করতে বলছিনা,বলছি যারা বাংলাদেশের বিরোধিতা করবে তাদের বিরুদ্ধে শোচ্চার হতে।

জয় বাংলা।



মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:০৩

প্রেতরাজ বলেছেন: বাংলাদেশ তো বাংলাদেশ ই।
যার সাথে কোন কিছুর তুলনা হয় না।

২| ২৫ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:১৭

কলমি লতা বলেছেন: প্রেতরাজ @ সত্য বলেছেন ভাইয়া।সুন্দর সুবর্ণ তারুণ্য লাবন্য অপূর্ব রুপসী রুপেতে আমার বাংলাদেশ।যার কোন তুলনা নেই।

৩| ২৫ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:২৩

নহে মিথ্যা বলেছেন: "ভারত আমাদের ছদ্মবেশী শত্রু" হবে মনে হয়!!!

৪| ২৫ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯

কলমি লতা বলেছেন: নহে মিথ্যা @ ধন্যবাদ মন্তব্য করার জন্য।ছদ্মবেশী শত্রু ললিখা যেত।ছদ্মবেশী বন্ধু লিখার কারণ হল- বন্ধুর রুপ ধরেই ভারত আমাদের ক্ষতি করে চলেছে,যাহা আমরা বুঝতে পারছিনা,অথচ আমরা বন্ধু ভেবেই বিশ্বাস করে আসছি।

৫| ২৫ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৫০

অন্য এক আমি বলেছেন: ++

৬| ২৫ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:০৪

কলমি লতা বলেছেন: অন্য এক আমি অসংখ্য ধন্যবাদ।আবার আসবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.