![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোকা একজন মানুষ। খুব সহজেই যে কাউকে বিশ্বাস করে ফেলি। ভালো মানুষ ছিলাম না কোন কালেই, তবে নিষ্ঠুর মানুষ হওয়ার চেষ্টারত........।
মার্কিন হিউম্যান রাইটস চিল্লানী দিলো হোক সে রাজাকার,ফাঁসি প্রথা চলবেনা,এতে কষ্ট বেশী,মৃত্যুদন্ড কার্যকর হবে মার্কিনদের মত ইলেক্ট্রনিক্স চেয়ারে বসিয়ে।
ইলেক্ট্রোনিক্স চেয়ার প্রস্তুত, জল্লাদ শাহজাহান মিয়াও প্রস্তুত।মৃত্যুদন্ড কার্যকর করার পূর্বে কামরুজ্জামান জল্লাদ কে জিগাইল বেশী কষ্ট হবে কিনা....? জল্লাদ বলল আপনার কষ্ট কমানোর জন্যই তো ছাগুর দল মার্কিন হিউম্যন রাইটস কে ডলার ঘুষ দিয়া এই সিস্টেম করছে,আপনি নিশ্চিন্ত থাকেন,কোন কষ্ট নাই,চেয়ারে বসাইয়া সুইস দিলেই কেল্লাফতে।
মৃত্যুদন্ড কার্যকর চলছে।অতঃপর কামরুজ্জামান মাগো,বাবা গো,গেছি গো বলে চিল্লানি শুরু করল।
জল্লাদ-ঐ মিয়া এত চিল্লান ক্যান....?
কামরু- তুমি কইলা তেমন কষ্ট হবেনা,এখন দেখি গরমে সব পুড়ে যাচ্ছে আর জ্বলে।
জল্লাদ - ও এই কথা,আপনাকে বলতে ভুলে গেছি,আপনার মৃত্যুদন্ড কার্যকরের সময় কারেন্ট চলে গেছে,কখন আসে ঠিক নাই,তাই ইলেকট্রনিক্স চেয়ারের নিচে মোমবাতি জ্বালিয়ে আপনার মৃত্যুদন্ড কার্যকর করছি।
১০ ই এপ্রিল, ২০১৫ রাত ১:৩৭
কলমি লতা বলেছেন: ধন্যবাদ আলপিন ম্যান।নির্বাচিত পাতায় না গেলেও আপনি বলেছেন তাতেই অনেক হ্যপি।
২| ১০ ই এপ্রিল, ২০১৫ রাত ১:২৭
ডিজ৪০৩ বলেছেন: মজা পাইলাম ............
১০ ই এপ্রিল, ২০১৫ রাত ১:৩৮
কলমি লতা বলেছেন: মজা পেয়েছেন শুনে ভালো লাগলো।
©somewhere in net ltd.
১|
১০ ই এপ্রিল, ২০১৫ রাত ১:১৯
আলপিন ম্যান বলেছেন: ভালো জোকস ছিল
নির্বাচিত পাতায় যেতে পারে।