নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার আমিত্বে আমি

বোকা একজন মানুষ। খুব সহজেই যে কাউকে বিশ্বাস করে ফেলি। ভালো মানুষ ছিলাম না কোন কালেই, তবে নিষ্ঠুর মানুষ হওয়ার চেষ্টারত........।

কলমি লতা

বোকা একজন মানুষ। খুব সহজেই যে কাউকে বিশ্বাস করে ফেলি। ভালো মানুষ ছিলাম না কোন কালেই, তবে নিষ্ঠুর মানুষ হওয়ার চেষ্টারত........।

কলমি লতা › বিস্তারিত পোস্টঃ

নটিবাড়িতে কিছুক্ষণ....

১১ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩

শরীরের তাগিদে একদিন নটিবাড়ি গিয়েছিলাম।গিয়ে দেখি ছটফট করছে রঙমাখা সব মাদী কুকুরের দল।কে যেন কাকে চিৎকার করে বলছে- এইদিকে আইসো নাগর টেকা নিমু কাম সুখ দিমু,এক্কেবারে সানি লিওনের মতন।ওদিকে আরো একজন ক্যানভেসারের মতন হাঁক দিচ্ছে ৫০-৫০ খালি ৫০।
আমি স্বর্গের পথ ধরে,মাথা নিচু হোঁচটের ভয়ে। মনে হচ্ছিল কেউ যদি দেখে ফেলে কেউ যদি জেনে যায় আমিও স্বর্গের পথ ধরে?জীবনের তাগিদে একে একে ওরা কপাট বন্ধ করছিল,আর শুয়োরের ধোন চুষে চুষে নেতিয়ে পড়ছিল, ওদের তেজী পেট থেকে চিৎকার আসছিল-ভাত দে হারামজাদা।বিকেলের রোদে এমাথা হতে ওমাথা বার দুয়েক চক্কর মেরে আমি ফিরে এসেছিলাম।আর কোনোদিন যাওয়া হয়নি সেই স্বর্গের পথে মাথা নিচু হোঁচটের ভয়ে।
আমার অভিজ্ঞতার কথা শুনে এক নারীবাদী বন্ধু বলেছিল তুই এখনো পুরুষ হতে পারিসনি, পুরুষ হতে হলে তোকে প্রথমে শুয়োর হতে হবে। তাকে আমি কীভাবে বলি- গলায় আঙুল ঢুকিয়ে জোর করে বমি করার মতন ওদের সেই খলবলে হাসির শব্দ পেলে আজো আমি জেগে উঠি।আমার নিজেকে শুয়োর মনে হয়।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮

নাবিক সিনবাদ বলেছেন:

১১ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৬

কলমি লতা বলেছেন: ;) ধন্যবাদ

২| ১১ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:১০

ডাঃ মারজান বলেছেন: লেখাটি চমৎকার। নির্মম সত্য উঠে আসলো। আরেকটু লিখতে পারতেন। শুভেচছা রইল।

১১ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:২১

কলমি লতা বলেছেন: সুন্দর উপদেশ এর জন্য অসংখ্য ধন্যবাদ। হয়তো আরেকটু লিখা যেত,কিন্তু এই ধরনের টপিক্স নিয়ে বসলে মাথা কাজ করেনা,জ্যাম লেগে যায়,পরবর্তী সময়ে চেস্টা করব ইনশাআল্লাহ। শুভ কামনা আপনার প্রতি।

৩| ১১ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৭

ঢাকাবাসী বলেছেন: ভাল লিখেছেন, সত্য কথা।

১১ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৯

কলমি লতা বলেছেন: ধন্যবাদ। ঢাকাবাসী ভাল থাকুক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.