নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার আমিত্বে আমি

বোকা একজন মানুষ। খুব সহজেই যে কাউকে বিশ্বাস করে ফেলি। ভালো মানুষ ছিলাম না কোন কালেই, তবে নিষ্ঠুর মানুষ হওয়ার চেষ্টারত........।

কলমি লতা

বোকা একজন মানুষ। খুব সহজেই যে কাউকে বিশ্বাস করে ফেলি। ভালো মানুষ ছিলাম না কোন কালেই, তবে নিষ্ঠুর মানুষ হওয়ার চেষ্টারত........।

কলমি লতা › বিস্তারিত পোস্টঃ

নাস্তিকতা বিকৃত মস্তিস্কের চিন্তাভাবনা।

১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৯


১/ কতগুলো স্পর্শকাতর বিষয়কে পুঁজি করে নিজে দ্রুত অল্প পরিশ্রমে ফেসবুকে কিংবা ব্লগ ফেমাস হওয়ার ক্রমাগত ব্যর্থ চেষ্টা, আদৌ ধর্মীয় বিষয়ে গভীর পড়াশোনা করার কোন প্রমাণ তাদের পোস্টে নেই।

২/ ইসলাম ও সম্প্রদায়গতভাবে মুসলিমদের প্রতি অসুস্থ বিষাক্ত বিদ্বেষ যার প্রকাশ তারা নোংরা কাদা ছোঁড়াছুঁড়ির মাধ্যমে নিজেরাই শুরু করে, যাকে যে কোন বিচারে আক্রমণই বলতে হয় , যার সাথে 'আলোচনা' বা 'চিন্তা'র সহাবস্থান কিছুতেই সম্ভব নয় মানবতার বিচারেও এগুলো বর্বরতা।

৩/ তারা একধরণের অসুস্থ আনন্দ পেতে এইগুলো করে , ভদ্রলোক বা কোন সুস্থ মানুষ যা কখনোই করবেন না, তারা চায় যে তাদের পোস্টেও মন্তব্য পড়ুক হিট বাড়ুক তাদের আক্রমণ করুক।যুক্তিপূর্ণ জ্ঞানগর্ভ আলোচনা তারা আসলেই চায় না।পড়াশোনা করার পরিশ্রমের ভেতর দিয়ে যাবার কোন সদিচ্ছা তাদের মাঝে চোখে পড়ে না।

৪/ তাত্বিক আলোচনায় যাবার মত গভীরতা বা প্রবৃত্তি কোনটিই তাদের আদৌ নেই,তারা শুধু জানে মানুষের কিছু স্পর্শকাতর 'অনুভূতি' আছে, যাতে নির্মমভাবে খোঁচা দিলে তারা কষ্ট পাবে - আহত-রক্তাক্ত হবে, যন্ত্রণায় তড়পাবে,আর তারা খুব মজা পাবে।

এজন্যই এরা মানবিক নয়, সুশিক্ষিত নয়, ভদ্রলোক নয়। এরা অগভীর , এরা বিকৃত, অসুস্থ মানুষ,এরা ঠান্ডা মাথায় এগুলো দিনের পর দিন চালিয়ে যাচ্ছে।

মন্তব্য ১২ টি রেটিং +১০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৮

রুদ্র জাহেদ বলেছেন: এজন্যই এরা মানবিক নয়, সুশিক্ষিত নয়,
ভদ্রলোক নয়। এরা অগভীর , এরা বিকৃত, অসুস্থ
মানুষ,এরা ঠান্ডা মাথায় এগুলো দিনের পর
দিন চালিয়ে যাচ্ছে।
এরকম ইজম একদমই প্রত্যাশিত নয়!

১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৯

কলমি লতা বলেছেন: আমার কাছে যাহা সত্য মনে হল তাই লিখলাম। সরি বলতে পারছিনা বলে সরি।

২| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:৪৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তাত্বিক আলোচনায় যাবার মত গভীরতা বা প্রবৃত্তি কোনটিই তাদের আদৌ নেই,তারা শুধু জানে মানুষের কিছু স্পর্শকাতর 'অনুভূতি' আছে, যাতে নির্মমভাবে খোঁচা দিলে তারা কষ্ট পাবে - আহত-রক্তাক্ত হবে, যন্ত্রণায় তড়পাবে,আর তারা খুব মজা পাবে।
মোক্ষম বচন,,,
দশে বিশ দিলুম মশাই

১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৩

কলমি লতা বলেছেন: দশে বিশ.....?? মনে হল আমায় এক পেয়ালা বিষ দিলে.......

৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৩

গেম চেঞ্জার বলেছেন: আপনার আলোচ্য বিষয়বস্তু নয় হেডলাইন নিয়ে আমার প্রবল আপত্তি আছে, হেডলাইনটাই একটা ভুজুংভাজুং ভুল।

মানুষ জন্মের পর পরিবারের মত গ্রহণ করে। অথচ তাঁর নিজের মত বেছে নেবার দরকার। এই স্বাধীনতা থাকা দরকার। সে নাস্তিক না আস্তিক হবে সেটা ব্যাক্তির মত গ্রহণের উপর নির্ভরশীল। অতএব সে চিন্তা করে নাস্তিক হলে সে তারই অধিকার।

আর নাস্তিকতা বিকৃত মষ্তিষ্কের নয়, সৃজনশীল মষ্তিষ্কের ফল।

১৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৩

কলমি লতা বলেছেন: দ্বিমত পোষনের অধিকার অবশ্যই আপনার আছে।আপনি ভিন্ন মতাদর্শ লালন করলে আমার লেখার হেডলাইন আপনার কাছে ভুজুংভাজুং মনে হবে এটাই স্বাভাবিক। সারা বিশ্বের মানুষ একদিকে আর গুটি কয়েক নাস্তিক এক দিকে।আমি ধর্ম কর্ম কম বুঝি,কম মানি বা লালন করি,কিন্তু ধর্মে বিশ্বাস করি।তাই আমি আবারো বলছি- নাস্তিকতা শুধুমাত্র বিকৃত মস্তিস্কের চিন্তা ভাবনা।

৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩১

হাসান নাঈম বলেছেন: @গেম চেঞ্জার: ভাই শুধু নিজের মত বেছে নেয়ার অধিকার চাইছেন কেন? বাপ মা বা পরিবার বেছে নিক, যদি পারে? জন্মের বিষয়টা যখন অন্যের ইচ্ছায় হচ্ছে, সেখানে কিছু করার ক্ষমতা যার নাই - সে কোন মুখে সবকিছু অস্বীকার করে স্বাধীন হতে চায়?

১৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৯

কলমি লতা বলেছেন: ভাই জন্মের সময় কিছু করার ক্ষমতা তাই পারেনি,এখন বাবু বড় হয়েছে,পাখা গজায়ছে,নাস্তিক হয়েছে হা হা হা......

৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫২

অশোক বলেছেন: হ্যা, তারা মানসিক রোগীই বটে।

১৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৩

কলমি লতা বলেছেন: সহমত পোষনের জন্য ধন্যবাদ।

৬| ০২ রা মার্চ, ২০১৬ দুপুর ২:২৯

আব্দুল মােজদ বলেছেন: এরা আসলে মানসিক রোগী ভাই। চমৎকার লেখার জন্য জাঝাকাল্লাহু খাইরান।

০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৫

কলমি লতা বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.