![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোকা একজন মানুষ। খুব সহজেই যে কাউকে বিশ্বাস করে ফেলি। ভালো মানুষ ছিলাম না কোন কালেই, তবে নিষ্ঠুর মানুষ হওয়ার চেষ্টারত........।
মার্চ স্বাধীনতার মাস,কিন্তু এই মাস এলেই মায়ের চোখে অশ্রু কেন?বাবা তুমি কি বলতে পারো স্বাধীনতার মাসে মা কাঁদে কেন? বাবা নির্বাক।যে হাতে বাবা অস্র ধরেছিলো সেই হাতে আজ মুছে দেয় মায়ের চোখের অশ্রু।
দাদীমাকে বলতে শুনেছি-ওরা তোর মাকে নির্যাতন করেছে।কলঙ্কের বোঝা মাথায় নিয়ে আত্মহত্যা করেছে তোর ফুপু।ওরা আমাকেও লাঞ্ছিত করেছে,যার ক্ষত চিহ্ন আমি আজও বয়ে বেড়ায়।
দাদীমাকে বললাম ওরা কারা? দাদীমা বলে-ওরা হানাদার,ওরা রাজাকার, ওরা আলবদর।
পাক হানাদাররা চলে গেলেও স্বাধীন বাংলায় রয়েগেছে রাজাকার, আলবদর, আল শাসম।ওরা আজও বাংলার মাটিতে পাকিস্তানী পতাকা উড়াতে চায়।ওরা বাংলার লাল সবুজ পতাকা নিয়ে ঘুরে বেড়ায় টেকনাফ থেকে তেতুঁলিয়া,রূপসা থেকে পাথুরিয়া।যখন দেখি রাজাকারদের গাড়িতে স্বাধীন দেশের পতাকা উড়ে, আমার গা তখন শিউরে উঠে,আমার মাথায় খুন চেপে যায়,মন চায় আমিও বাবার মত যুদ্ধ করি।রাইফেলের গুলিতে ঝাঝড়া করে দেই রাজাকারদের বুক, বজ্রের মত ঝাপিয়ে পড়ি দেশোদ্রহী রাজাকারদের উপর।ওরা যেন বাংলার মাটিতে মাথা উচু করে দাড়াতে না পারে।তোমরা কি কেউ আছো আমাকে একটি রাইফেল দেবে....??
©somewhere in net ltd.