![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোকা একজন মানুষ। খুব সহজেই যে কাউকে বিশ্বাস করে ফেলি। ভালো মানুষ ছিলাম না কোন কালেই, তবে নিষ্ঠুর মানুষ হওয়ার চেষ্টারত........।
ক্যানসারে আক্রান্ত অর্ক।এই মরন বব্যাধি ক্যান্সার চিকিৎসায় কেমন খরচ তা সবার কম বেশি জানা। অসহায় অর্ক'র পরিবার,কারণ ডাক্তার ভাষ্যমতে অর্ক'র চিকিৎসা করতে প্রয়োজন প্রায় ৩৫ লক্ষ টাকা। ঝাঁপিয়ে পড়ে সহপাঠী এবং শুভাকাঙ্ক্ষীরা,গঠন করে চিকিৎসা তহবিল,আশার আলো দেখলো অর্কের পরিবার। সবকিছু যখন ঠিক ভাবে চলছিলো তখনি অপপ্রচার শুরু করলো পিনাকী ভট্টাচার্য নামের এক হায়েনা।যদিও পিনাকী দেখতে অবিকল মানুষের মতই,তবে তার কর্মকাণ্ড দেখা গেলো অমানুষের মতই।পিনাকী ভট্টাচার্য অপপ্রচার করতে লাগল অর্ক'র চিকিসার জন্য ৩৫ লাখ টাকা নয়,অর্ক'র ক্যান্সারের চিকিৎসা করতে খরচ পড়বে নাকি দেড় লক্ষ টাকা মাত্র,যাহা নিতান্তই হাস্যকর।আমার বোধগম্য নয় এই অপপ্রচার করে পিনাকীর লাভ কি।অথচ পিনাকী জানেনা তারমত পাগলকে পাননায় নিয়ে চিকিৎসা করাতেও দেড় লাখ টাকার বেশী খরচ পড়বে। যাই হোক পিনাকীর অপপ্রচারে অর্কের চিকিৎসা থেমে থাকবেনা।সবাই অর্ক'র জন্য দোয়া করবেন।
মানবতার জয় হোক।
২১ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:৩৯
কলমি লতা বলেছেন: অমানুষ গুলা এত্ত সহজে মানুষ হয়না
©somewhere in net ltd.
১|
২১ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:১৭
গেম চেঞ্জার বলেছেন: অর্ক বাঁচবে! কিন্তু পিনাকী কী ক্ষমা চায় নাই এখনো??