![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোকা একজন মানুষ। খুব সহজেই যে কাউকে বিশ্বাস করে ফেলি। ভালো মানুষ ছিলাম না কোন কালেই, তবে নিষ্ঠুর মানুষ হওয়ার চেষ্টারত........।
লাল সবুজের পতাকা সাক্ষী
মুক্তির দূত হয়ে এসেছিলেন মুজিব
মার্চের এক আগুন ঝরা দিনে
দিয়েছিলেন স্বাধীনতার ডাক
বাঙালিকে এনে দিলেন স্বাধীনতা।
কোন বাহুল্য কথা নয়
মুজিব আবার আসবে
কোন এক অসম্ভব মুহূর্তে
আমাদের আবার শোনাবেন
সেই আগুন ঝরা ভাষণ।
কুচক্রী দেশদ্রোহী রাজাকাররা
তোমরা সাবধান হও
না হলে আবার প্রস্তুত হও
কোন এক পরাজিত সময়ের জন্য
মুজিব আবার আসবে।
২| ১৫ ই আগস্ট, ২০১৯ বিকাল ৩:২১
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
৩| ১৬ ই আগস্ট, ২০১৯ রাত ১২:৩২
ডঃ এম এ আলী বলেছেন:
মুজিব এখনো আছে সকলের অন্তরে
এবং থাকবে হাজার বছর ধরে ।
©somewhere in net ltd.
১|
১৫ ই আগস্ট, ২০১৯ দুপুর ১২:৪৩
ইসিয়াক বলেছেন: ভালো