নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

করণিকা-২৩৯

করণিক: আখতার২৩৯

করণিক আখতার

পরমতসহিষ্ণুতা শান্তিধর্মীদের শনাক্তিচিহ্ন।

করণিক আখতার › বিস্তারিত পোস্টঃ

চোয়ালের ব্যথা

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:২১

##################

চোয়ালের ব্যথা

*****

আমার প্রয়োজনেই আমি এখানে জুজু সৃষ্টি করি। আর আমাকেই তুমি জুজুর ভয় দেখাতে এসেছো! --দারুণ হাস্যকর!!



আজ আমি অনেকবার অট্টহাসি হেসেছি, -চোয়ালে ব্যথা ধরেছে, দয়া করে আর হাসাইয়ো না।



তোমার বাবাকে ভয় দেখিয়ে আমি মজা পেতাম। বেঁচে থাকলেও আজ সে মৃতের মতো। জেনেছি, তুমি যথেষ্ট শিক্ষিত। তোমাকে ভয় পাওয়ালে লাভ নেই, বরং তাতে আমার ক্ষতির সম্ভাবনাই বেশি।



এটা নিশ্চিত যে, হাওয়ায় ভাসা-ভাসা কিছু শুনে তুমি আমার নাগালে এসেছো, --চিনতে যে পারোনি, এটাও স্বাভাবিক। তোমার কোনো পালকপিতা কিম্বা কোনো জ্ঞানদাতা যদি কেউ থেকে থাকে, আমাকে দেখিয়ে দিয়ো, --ওরাই ওদের প্রশ্রয়দাতাকে চিনিয়ে দেবে নিজেদেরকে নিরাপদ দূরত্বে রেখে।

তোমার ব্যস্ততা যেন হঠাৎ বেড়ে গেল, --বুঝেছি এখানে তোমার পোষাচ্ছে না, অথবা কোনো জরুরি কাজের কথা মনে পড়েছে। সময়ের অপচয় আমারো কাম্য নয়। তাহলে ঐ কথাই রইলো, আবার এসো।





করণিক : আখতার২৩৯

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:০৮

আলফা-কণা বলেছেন: Ki jinish likhchen ata, kichu e tu nai, aga-matha kichu e bujha jaccehna uncle.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.