![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
################
ইতিহাসের নোংরা অধ্যায়গুলোর প্রসঙ্গে
*****
যে-সকল প্রশ্নের সাথে ইতিহাসের কোনো অধ্যায় নোংরাভাবে ভেসে ওঠে, ঐ প্রশ্নগুলোকে নীরবে এড়িয়ে যাওয়াটা এজন্যেই ভালো যে, ওগুলোর যেকোনো জবাবে অর্থহীন কোন্দল ততটাই বাড়ে, যতটা বাড়লে পরে অগ্রগামীদের আগামীর সহজ পথটাও আর সহজ থাকে না, স্বাভাবিকতা হারিয়ে দুর্গম হয়ে যায়।
ঘন ঘন ঘাঁটাঘাঁটিতে যেখানে কেবল দুর্গন্ধই ছড়ায়, ইতিহাসের নোংরা অধ্যায়গুলোকে ফেলে না-দিয়ে, অলস অবসরে ঘৃণাভরে তাকানোর জন্যে, কোনো আবদ্ধ ঘরে কোণঠাসা ক’রে রেখে দেওয়া যেতে পারে, শিক্ষণীয় দৃষ্টান্ত হিসেবে, যাতে অতীতের অজ্ঞতার ভুলগুলোর পুনরাবর্তনকে সজ্ঞানে ঠেকানো যায় বর্তমানে এবং আগামীতে।
যা-কিছু ঘটেছে এবং ঘটে যাচ্ছে, ঘটামাত্রই তা’ অতীত ঘটনা হিসেবে গণ্য।
এখনো ঘটেনি যা’, রয়েছে ভবিষ্যতে, সমন্বিত কোনো ভিন্নতর চাওয়া না-থাকলে, প্রকৃতির নিয়মেই বা প্রাকৃতিকভাবেই তা’ ঘটবে।
সমন্বিতভাবে চাইলে, বেশিসংখ্যক মানুষ যেখানে যেভাবে যা-কিছুর সংঘটন আগামীতেও দেখতে চাইবে, অনেকাংশেই ঘটবে সেভাবে। এমনকী, প্রাকৃতিক দুর্যোগগুলো! এমনিতে স্বয়ংক্রিয় হলেও, সমন্বিত মানুষের চাওয়ার কাছে পরাজিত।
করণিক : আখতার২৩৯
©somewhere in net ltd.