নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

করণিকা-২৩৯

করণিক: আখতার২৩৯

করণিক আখতার

পরমতসহিষ্ণুতা শান্তিধর্মীদের শনাক্তিচিহ্ন।

করণিক আখতার › বিস্তারিত পোস্টঃ

প্রজন্ম দর্শনে ভেসে ওঠা কিছু সন্দেহের জবাবে ...

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৮

###################################

প্রজন্ম দর্শনে ভেসে ওঠা কিছু সন্দেহের জবাবে ...

*****

রাষ্ট্রের বিচার বিভাগে কোনো দল-ই তাদের দলীয় ভাবধারায় কোনো বিচারককে নিয়োগ দিতে পারে না, যদিও দলভুক্তরা কখনো কখনো এ নিয়ে সন্দেহ প্রকাশ করে থাকে। সংসদের সংসদীয় পদ্ধতিতেই বিচারকগণ নিয়োগপ্রাপ্ত হন। নিয়ম বহির্ভূতভাবে কেউ নিয়োগ পেয়েছে প্রমাণিত হওয়ামাত্রই, সংসদ তাকে নিয়মতান্ত্রিকভাবেই সসম্মানে বহিষ্কার করতে বাধ্য।



প্রজন্ম চত্বরের প্রজন্ম কোনো একটি বিশেষ দলের প্রজন্ম নয় যে, তার প্রমাণ তো শুরুতেই দলগুলো পেয়ে গেছে, যারা বিশাল সমাবেশটিকে নিজেদের দলে টেনে নেবার চেষ্টা চালিয়েছিল। প্রজন্মের সমাবেশে স্বৈরাচারী একক ‘নেতৃত্ব ‘ শব্দটির প্রয়োগ অসম্ভব। সমাবেশে তাৎক্ষণিক মনোনয়নে উপস্থাপক রূপে আপাত-যোগ্য কাউকে বেছে নিয়ে উপস্থাপনার কাজটি করিয়ে নেওয়া হয়, যেখানে আর সকলেই সমন্বিতভাবেই নেতৃত্বদানকারী, যেমনটি না-থাকলে গণতান্ত্রিক পদ্ধতিতেও গণতন্ত্র অচল হয়ে পড়াটাই স্বাভাবিক।



জনসাধারণের প্রজন্মের কোনো একাংশকে কেউ যদি কোনো বিশেষ দলের ক্যাডার ভাবেন বা দলভুক্ত ভক্ত কর্মীবাহিনী ভাবেন, তাহলে ঐ ভাবনাতেই বিভ্রান্তি আছে এবং ওভাবে ভাবতে গেলে গোড়াতেই গলদ ভাবনায় গোল বেঁধে যাওয়াটাই স্বাভাবিক।





গণকরণিক : আখতার২৩৯

বাংলাদেশ : ২১/০২/২০১৩খ্রি:

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২১

ওছামা বলেছেন: দেশের প্রবীনরা তরুদের অকর্মা বলছে বলে, তাই শূধু নিজেদের কর্মা প্রমান করার জন্যে নামকা-ওয়াস্তে আন্দোলোন করা উচিত না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.