![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
## ### #########
দেশকে ভালোবাসা দেখাতে হবে না
*****
অন্যদেরকে শুনিয়ে শুনিয়ে দেশের প্রতি লোকদেখানো মূর্খপটানো ভালোবাসা দেখাতে হবে না। দেশ কারো কাছ থেকে অমন ভালোবাসা প্রত্যাশা করে না।
দেশকে যারা ভালোবাসে, তারা তাদের কর্মে আচরণে তা প্রমাণ করে দেয়; কখনোই তারা ঢোল পিটিয়ে গলা ফাটিয়ে কিম্বা অবৈধ অস্ত্রের ঝনঝনানি শুনিয়ে দেশের জন্যে আত্মত্যাগ করার ভনিতার আড়ালে দেশকে অবাসযোগ্য করে তোলে না।
দেশপ্রেমিকেরা কখনো দেশের সম্পদকে অকেজো করে না, দেশে অশান্তির চর্চা করে না, দেশের শৃঙ্খলা নষ্ট করে না, কিম্বা নিজেদের বা নিজেদের দলীয় স্বার্থে দেশের সার্বজনীন উন্নয়নকে বাধাগ্রস্ত করে না।
যারা দেশকে ভালোবাসে, তারা কখনো যোগ্যদেরকে দাবিয়ে রেখে অযোগ্যদেরকে যোগ্যেদের প্রাপ্যগুলো পাইয়ে দেওয়াতে সহযোগিতা বা সুপারিশ করে না।
দেশকে ভালোবাসে যারা, কখনোই তারা তাদের মতো নয়, যারা দেশের সার্বিক ভালোটাতে বাধা দিয়ে অন্যদের সাথে বিত্তবান হওয়ার প্রতিযেগিতায় লিপ্ত হয়ে দেশকে স্বনির্ভরতা থেকে পরনির্ভরতার দিকে ঠেলে দেয়।
সঙ্গত কারণেই, অত্যাচারীদের অত্যাচারে আতঙ্কিত দেশপ্রেমিকদের পক্ষ থেকে সতর্কবাণী রূপে প্রবাহমান প্রজন্মের প্রতি যেন ভেসে আসে নিত্য-সাধারণ উপদেশ, কান পাতলেই শোনা যায়,--ওহে শুনে যাও,
দেশকে বাসযোগ্য রেখে আত্মরক্ষাই তোমাদের কর্তব্য।
আত্মহত্যাকে যারা উৎসাহিত করে, তোমরা জানো না যে, তারা নিজেরা কখনোই আত্মঘাতী বাহিনীতে ঢুকে আত্মহত্যা করে না, যদিও মুখে তারা মিথ্যে বুলি আওড়ায় কেবল নিজেদের স্বার্থে। এমনকী ঐ শয়তানি উস্কানিদাতার কোনো নিকৃষ্ট সন্তানকেও তোমরা কোনো আত্মঘাতী বাহিনীতে পাবে না।
যারা জানে তারাই জানে, চাতুরী চালিয়ে কোনো প্রভূভক্ত জানোয়ারকে পুষে আত্মঘাতী বাহিনীতে রাখা যেতে পারে, তবে প্রভূটির চালাকী যদি জন্তুটি টের পায়, সেটাও তো নিজে বেঁচে থাকার চেষ্টাই করে, অথচ তোমরা জেনে-বুঝেও আত্মহত্যাকে মেনে নিতে চাচ্ছো!- নিশ্চয়ই তোমরা সজ্ঞানে কোনো প্রতারককে পছন্দ করো না। তবে কী তোমরা নিজেদের ধর্মগ্রন্থ নিজের ভাষায় কখনো পড়ে দেখোনি?
দেশকে লোকদেখানো ভালোবাসা দেখাতে হবে না। যে-জন নিজেকে ভালোবাসে না, সে-জন দেশের ভালোতে কোনো কাজে আসে না।
দেশ থাকবে, দেশের জনগণও থাকবে। দেশকে বাঁচানোর ইজারা বা চুক্তি, কোনো মানবসন্তানের ঘাড়ে চাপিয়ে পবিত্র দেশ কিম্বা পবিত্র ধর্মগ্রন্থ কখনোই ঘৃণ্যদের তালিকাভুক্ত হতে পারে না।
গণকরণিক : আখতার২৩৯
বাংলাদেশ : ১১/০৩/২০১৩খ্রি:
©somewhere in net ltd.
১|
১১ ই মার্চ, ২০১৩ ভোর ৬:৫১
ধৈঞ্চা বলেছেন: দেশকে যারা ভালোবাসে, তারা তাদের কর্মে আচরণে তা প্রমাণ করে দেয়; কখনোই তারা ঢোল পিটিয়ে গলা ফাটিয়ে কিম্বা অবৈধ অস্ত্রের ঝনঝনানি শুনিয়ে দেশের জন্যে আত্মত্যাগ করার ভনিতার আড়ালে দেশকে অবাসযোগ্য করে তোলে না।