নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

করণিকা-২৩৯

করণিক: আখতার২৩৯

করণিক আখতার

পরমতসহিষ্ণুতা শান্তিধর্মীদের শনাক্তিচিহ্ন।

করণিক আখতার › বিস্তারিত পোস্টঃ

হেফাজতের দায়িত্ব

০৪ ঠা এপ্রিল, ২০১৩ ভোর ৪:১৯

হেফাজতের দায়িত্ব

=============================

আরবীয় ক্বূরআনের দাবিতে কোনো মানবসন্তানকে পবিত্র ক্বূরআনের হেফাজতের দায়িত্ব দেওয়া হয়নি। তবে যারা পবিত্র ক্বূরআন পড়েনি অথবা ক্বূরআনের বাণীতে যারা বিশ্বাসী নয়, যারা ফেত্‌না ফ্যাসাদকে ভালোবাসে, তারা নিজেরা শান্তিধর্মী ধার্মিক সেজে তাদের খেয়াল খুশির মতে প্রতারণা (মুনাফেকি) চালিয়ে যাবে, এমন নিদর্শনও পবিত্র ক্বূরআন পড়লেই আমরা পাই। মুনাফিকেরা স্বঘোষিত ইজারাদার সেজে আল্লাহ্ রাসুল ক্বূরআন এমনকী সবকিছুর-ই হেফাজতকারী সেজে শয়তানি চালালে, ধার্মিকদের সেখানে কিছুই করার নেই।

প্রতারণার জঘণ্য পরিণতির জন্যে প্রতারকেরাই দায়ী।

প্রতারকেরা তাদের যুক্তি এবং কৌশলের মাধ্যমে কেবল অজ্ঞদের উপরেই তাদের আধিপত্য খাটাতে পারে, এবং অজ্ঞদের কাছেই জ্ঞানী (আলেম) হিসেবে মর্যাদা পেতে পারে, তবে ধার্মিকদের ওপর তারা কোনো প্রভাব খাটানোর ক্ষমতাধারী নয়। প্রতারকেরা ধার্মিকদেরকে এড়িয়ে চলতে বাধ্য। আত্মরক্ষার স্বার্থেই প্রতারকেরা দূর থেকে ধার্মিকদেরকে দেখিয়ে দেখিয়ে তাদের শিষ্যদেরকে বোঝায়, ‘ওরা পাগল, ওরা বিধর্মী, ওরা মুরতাদ, ওরা ফাসেক, ওরা কাফের, ওরা মুশরেক, ওরা ধর্মদ্রোহী, ওরা অভিশপ্ত, ওদের সঙ্গে উঠাবসা করা হারাম, ওদেরকে হত্যা করাই ধর্ম, তোমরাই শ্রেষ্ঠ দল, আমরা আলেম(জ্ঞানী), তোমাদের কাছে রাসুল নেই আমরা আছি, আমাদের মেনে চলাই রাসুলকে মেনে চলা, রাসুলকে মেনে চলাই রাব্বুলালামীনকে মেনে চলা, আমাদের সমালোচনা করা তোমাদের জন্য হারাম, কঠিন ক্বূরআন তোমরা বুঝবে না, কখনো নিজের ভাষায় তোমরা ধর্মগ্রন্থ পড়বে না, অনুবাদকারীরা ভুল অনুবাদ করে, আমরা আলেমরা যেভাবে ব্যাখ্যা দিয়ে দিয়ে বুঝিয়ে দেবো সেভাবে মেনে চললেই তোমরা বেহেস্তে (স্বর্গে) যাবে, সেখানে তোমরা যাহা চাও তাহাই পাবে, তোমাদের মাতাপিতারা সমাজের সাথে আপোস করে চলে, তারা জাহান্নামী- তাদের কোনো কথা মেনে চলা তোমাদের জন্য হারাম। আওলাদে রাসুল হিসেবে ধর্মকে রক্ষা করার ভার আমরা পেয়েছি,’ –এভাবেই অজ্ঞদেরকে তারা বোঝায়।

প্রতারকদেরকে ধর্মের জ্ঞান দিয়ে শয়তানের খপ্পড় থেকে মুক্ত করার চেষ্টা চালানো ধার্মিকদের-ই কর্তব্য।



গণকরণিক : আখতার২৩৯

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ ভোর ৪:৩২

নষ্ট ছেলে বলেছেন: কোরআন এর হেফাজত কি আল্লাহ নিজের হাত দিয়ে করেন নাকি মানুষকে দিয়ে করান? হাফেজদের কেন আলাদা মর্যাদা দেওয়া হয়েছে বলুন তো?
বর্তমানে কাদের আপনার কাছে ধার্মিক মনে হয়?

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ ভোর ৪:৩৬

আমি মেহমান বলেছেন: পবিত্র কোরআনকে বিকৃত হওয়া থেকে রক্ষা করার দায়িত্ব মহান আল্লাহর (সুরা হিজর, আয়াত ৯)।

কোরআন নিয়ে যে বা যারা অসাধুতা করে তাদের মোকাবেলা করার দায়িত্ব সকল মুসলমানদের - খলিফা আবুবকরের জীবনি পড়ুন!

স্যাকুলার চিন্তাধারা নিয়ে ধর্মের ব্যাখ্যা দেয়া কেমন যেন শোভা পায়না!!!

৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ ভোর ৪:৩৭

আমার স্বপ্নগুলি বলেছেন: ভাই, আপনি এই ক্ষেত্রে চিন্তা একটু দুইলাইন বেশি করে ফেলেছেন।

থাবা'র মত প্রোডাক্ট যাতে আর সৃষ্টি না হয় এই দেশে - এর জন্য হলেও হেফাজতের বর্তমান কর্মসূচী ঠিকই আছে।

৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ ভোর ৪:৫৯

মরু বালক বলেছেন:
ফেবু


আল্লাহ ইসলাম কে হেফাজত করার দায়িত্ব নিয়েছেন,তাহলে আমরা কেনো ইসলামকে হেফাজতের দায়িত্ব নেব…?

.… রিজিক দেওয়ার মালিক তো আল্লাহ,তাহলে আমরা কেনো চাকরী,ব্যাবসা-বাণিজ্য করে জীবিকা উপার্জন করি…?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.