![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
############
পুলিশের সম্মান, মর্যাদা এবং আত্মরক্ষার স্বার্থেই ........
===============
যখন পুলিশ সেজে প্রতারকেরা ডাকাতিতে লিপ্ত হচ্ছে,--পুলিশের সম্মান, মর্যাদা এবং আত্মরক্ষার স্বার্থেই, দায়িত্বরত পুলিশ বাহিনীর প্রত্যেকের জন্যেই দাপ্তরিক পরিচয়পত্র এবং জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখা এ জন্যেই জরুরী যে, জনসাধারণের কাছে কোনো ডাকাত বা সন্ত্রাসী ধরা পড়লে তাকে যেভাবে পুলিশের হাতে দেওয়া হয়, কোনো প্রমাণিত প্রতারককে সেভাবে নিরাপত্তা দেওয়া হয় না।
বিক্ষুব্ধ নির্দোষ জনসাধারণ প্রতারককে আদালতে না-পাঠিয়ে এলোপাথারি গণপিটুনির শিকারে পরিণত করে।
গণকরণিক : আখতার২৩৯
১২/০৪/২০১৩খ্রি:
©somewhere in net ltd.