![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
####################
মালিকের পবিত্রতা - ০১০
=================================
শেয়ালদের পক্ষ থেকে, মুরগির হেফাজতকারী সাজার বাসনায় বিভিন্ন দিক থেকে চেষ্টা চালানোটা, শেয়ালু স্বভাবধারীদের জন্যে স্বাভাবিক। মুরগির খামারের মালিককে নির্বোধ ভাবাটাও শেয়ালুদের জন্যে শোভনীয়।
তবে মালিক কিছু হেফাজতের দায়িত্ব যাকে দেয়, তাকে স্বেচ্ছায় দেয়, আর, যদি দায়িত্ব কেড়ে নিতে হয়, স্বয়ং মালিক তা’ স্বেচ্ছায় কেড়ে নেয়। মালিক কখনোই অপরিণামদর্শী নয় এবং শেয়ালুদের স্বভাবও মালিকের জানা।
বেখাপ্পা কোনো দাবিকে প্রতিষ্ঠার সংঘর্ষে লিপ্ত হয়ে নির্বোধেরা আত্মঘাতী হলে, মালিকের ওতে কিছুই এসে যায় না। অজ্ঞদের অজ্ঞতার পরিণতির জন্যে, ঘটনাস্থলের জ্ঞানীদেরকে দোষী রূপে দেখিয়ে, পবিত্র মালিক নিত্য নির্দোষ থেকে যায়।
করণিক : আখতার২৩৯
©somewhere in net ltd.