![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
#####
মানুষকে অবিশ্বাস করা ভীষণ পাপ
====================
মানুষকে অবিশ্বাস করা ভীষণ পাপ, তা’ সম্ভবত এজন্যেই যে, মানুষ কখনো আত্মপ্রতারণা করতে পারে না। কোনো মানুষ সজ্ঞানে কখনোই ‘আপনাদের কল্যাণের স্বার্থে আত্মত্যাগ করতে চাই আমি, নিজের জন্যে কিছু চাই না,’ এভাবে কোনো প্রতারকের মতো কিছু প্রদর্শন করতে পারে না। আর, পারে না জন্যেই, নয় সে তেমন চতুর প্রতারক, বরং নিশ্চিতভাবে ব্যক্তিস্বার্থধারী সত্যাচারী সে, সাধারণ অর্থেই একজন মানুষ।
করণিক : আখতার২৩৯
©somewhere in net ltd.
১|
২০ শে জুন, ২০১৩ ভোর ৪:৫৭
খেয়া ঘাট বলেছেন: মানুষকে অবিশ্বাস করা ভীষণ পাপ